সচিন তেন্ডুলকরের বেছে নেওয়া বিশ্বকাপের সেরা একাদশে জায়গা হল না মহেন্দ্র সিং ধোনির৷ তবে তেন্ডুলকর ব্যাটিং অর্ডার বদলে নিজের পছন্দের দলে রেখে দিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলিকে৷ যদিও শুধু মাত্র ব্যাটসম্যান হিসাবেই সচিনের দলে রয়েছেন কোহলি৷ নেতৃত্বের ব্যাটন হাতে পাননি৷
বিশ্বকাপের সার্বিক পারফরম্যান্সের নিরিখে নিজের পছন্দের দল বেছে নেন মাস্টার ব্লাস্টার৷ নিজের দলে পাঁচ জন ভারতীয় ক্রিকেটারকে রেখেছেন তিনি৷ ক্যাপ্টেন নির্বাচিত করেছেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন৷
ওপেনে রোহিত শর্মার সঙ্গে তেন্ডুলকর রেখেছেন ইংল্যান্ডের জনি বেয়ারস্টোকে৷ উইলিয়ামসনকে ব্যাটিং অর্ডারের তিন নম্বরে রেখেছেন তিনি৷ বিরাট কোহলিকে চার নম্বরে জায়গা দিয়েছেন লিটল মাস্টার৷ পাঁচ থেকে আট নম্বরে চার জন অল-রাউন্ডার শাকিব আল হাসান, বেন স্টোকস, হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজাকে জায়গা করে দিয়েছেন সচিন৷ মাত্র দু’টি ম্যাচ খেললেও জাদেজাকে বেছে নেওয়া চমকপ্রদ সন্দেহ নেই৷
শাকিব ও জাদেজা পালণ করবেন দুই স্পিনারের ভূমিকা৷ তিন জন বিশেষজ্ঞ পেসার হিসাবে সচিন দলে রেখেছেন আস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, ইংল্যান্ডের জোফ্রা আর্চার ও ভারতের জসপ্রীত বুমরাহকে৷ বিশ্বকাপে উইকেটকিপিং না করলেও সচিনের দলে একমাত্র উইকেটকিপার-ব্যাটসম্যান হলেন জনি বেয়ারস্টো৷
এর আগে আইসিসি’র তাদের বিশ্বকাপের সেরা দল প্রকাশ করে৷ সেখানে জায়গা হয়নি ধোনি-কোহলি দু’জনেরই৷ ভারত থেকে আইসিসি’র বিশ্বকাপ একাদশে সুযোগ পেয়েছেন রোহিত শর্মা ও জসপ্রীত বুমরাহ৷ দেশকে ট্রফি দিতে না-পারেলও আইসিসি’র বিশ্বকাপ একাদশেরও নেতা নির্বাচিত হয়েছেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন৷ সচিনের মতোই আইসিসি’র বেছে নেওয়া দলেও রোহিতের ওপেনিং পার্টনার নির্বাচিত হন জনি বেয়ারস্টো৷
একই সঙ্গে সচিন এবং আইসিসি’র বিশ্বকাপ এদাদশে নাম রয়েছে রোহিত শর্মা, জেসন রয়, কেন উইলিয়ামসন, শাকিব আল হাসান, বেন স্টোকস, মিচেল স্টার্ক, জোফ্রা আর্চার ও জসপ্রীত বুমরাহর৷
সচিনের বেছে নেওয়া বিশ্বকাপের সেরা একাদশ: রোহিত শর্মা, জনি বেয়ারস্টো (উইকেটকিপার), কেন উইলিয়ামসন (ক্যাপ্টেন), বিরাট কোহলি, শাকিব আল হাসান, বেন স্টোকস, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মিচেল স্টার্ক, জোফ্রা আর্চার ও জসপ্রীত বুমরাহ৷
আইসিসি-র বিশ্বকাপ একাদশ: রোহিত শর্মা, জেসন রয়, কেন উইলিয়ামসন (ক্যাপ্টেন), জো রুট, শাকিব আল হাসান, বেন স্টোকস, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), মিচেল স্টার্ক, জোফ্রা আর্চার, লকি ফার্গুসন ও জসপ্রীত বুমরাহ৷
শ্রীলঙ্কার পরে নিউজিল্যান্ডকেও চুনকাম করে এক দিনের সিরিজ জিতেছে ভারত। আরো পড়ুন
ইনদওরের ম্যাচে ভারতের প্রথম একাদশে নেই মহম্মদ শামি। আরো পড়ুন
কাতার বিশ্বকাপের সেরা গোলরক্ষক হয়েও বিতর্কে জড়িয়ে গিয়েছে এমিলিয়ানো মার্তিনেসের নাম। আরো পড়ুন
বিশ্বকাপ (Qatar World Cup 2022) জিতেছেন। স্বপ্নপূরণ করেছেন। আরো পড়ুন
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব মিটে গিয়েছে। আরো পড়ুন
শুক্রবার বিশ্বকাপে গ্রুপের শেষ ম্যাচে ক্যামেরুনের বিরুদ্ধে নামছে ব্রাজিল। আরো পড়ুন
কাতার বিশ্বকাপের দশম দিনে শুরু হল গ্রুপ পর্বের শেষ রাউন্ডের খেলা। আরো পড়ুন
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নেতৃত্ব ছেড়েছিলেন বিরাট কোহলি। আরো পড়ুন
এক দিনের সিরিজের প্রথম ম্যাচে কেন উইলিয়ামসনদের বিরুদ্ধে ৭ উইকেটে হারলেন শিখর ধাওয়ানরা। আরো পড়ুন