বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি৷ ম্যাঞ্চেস্টারে ভারতের কাছে হারের আগে পর্যন্ত পাকিস্তান দলের ইতিবাচক দিক বলতে ইংল্যান্ডকে হারানো৷ তবে শেষ চারটি ম্যাচে পর পর দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালের দৌড়ে ঢুকে পড়েছিল পাকিস্তান৷ যদিও শেষমেশ নেট রানরেটে নিউজিল্যান্ডের কাছে পিছিয়ে পড়ে শেষ চারের টিকিট হাতছাড়া হয় সরফরাজদের৷
পাকিস্তানের বিদায়ের পিছনে ভারতের ভূমিকা নিয়ে সোচ্চার পাক সমর্থকরা৷ ইংল্যান্ডের কাছে কোহলিরা না হারলে পাকিস্তান ১১ পয়েন্ট নিয়ে নিরাপদে সেমিফাইনালের বৃত্তে ঢুকে পড়ত৷ তখন ১০ পয়েন্টে আটকে ইংল্যান্ড ছিটকে যেত শেষ চারের লড়াই থেকে৷ সোশ্যাল মিডিয়ায় শুধু পাক সমর্থকরাই নন, বরং পাকিস্তানের বেশ কিছু প্রাক্তন ক্রিকেটারও ভারতকে দোষারোপ করতে ছাড়েননি৷ তাঁদের ধারণা, পাকিস্তানকে ছিটকে দিতেই ইংল্যান্ডের কাছে ভারত ইচ্ছা করে হেরেছে৷
স্বাভাবিকভাবেই বিশ্বকাপ থেকে দেশে ফিরতে এই প্রসঙ্গে পাক অধিনায়ক সরফরাজ আহমেদের মতামত জানতে চাওয়া হয়৷ পাক ক্রিকেট বোর্ড আয়োজিত সাংবাদিক সম্মেলনে সরফরাজির কাছে জানতে চাওয়া হয়, ভারতের জন্য তাঁরা বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন কী না? উত্তরে সরফরাজ স্পষ্ট উড়িয়ে দেন এমন সম্ভাবনা৷ পাক সমর্থক ও প্রাক্তনীদের সঙ্গে এই প্রসঙ্গে একমত হতে পারেননি সরফরাজ৷
পাক অধিনায়ক বলেন, ‘না, না৷ এটা ঠিক নয় (ভারতের জন্য বিদায়)৷ এমনটা বলা একেবারেই উচিত নয়৷ আমার মনে হয় না ভারত আমাদের জন্য হেরেছে৷ ইংল্যান্ড ভালো খেলেছে, তাই জিতেছে৷’
ভারত-ইংল্যান্ড হাইভোল্টেজ ম্যাচের পরিস্থিতি সম্পর্কে ভালোমতোই ওয়াকিবহাল সরফরাজ৷ বড় রান তাড়া করতে নেমে পরের দিকে ব্যাট করা কতটা কঠিন, সেটা বোঝেন বলেই ভারতকে অযথা দোষারোপ করতে নারাজ পাক অধিনায়ক৷ ভারতের উপর দায় চাপিয়ে নিজে অব্যাহতি পেতে চাননি সরফরাজ৷ বরং তিনি মনে করেন, বিশ্বকাপে দলের সামগ্রিক পারফরম্যান্স মোটেও মন্দ নয়৷ তাই তাঁদের লজ্জিত হওয়ার কোনও কারণ নেই৷
দলকে বিশ্বকাপের সেমিফাইনালে তুলতে না পারার জন্য তিনি নেতৃত্ব ছেড়ে দেবেন কী না এই প্রশ্নের উত্তরে সরফরাজ বলেন, ‘ক্যাপ্টেন্সির বিষয়টি সম্পূর্ণ পিসিবি’র হাতে৷ বোর্ড যাকে চাইবে, দলকে নেতৃত্ব দেবে সেই৷ তবে আমার ব্যক্তিগত ধারণা, দল মোটেও খারাপ খেলেনি৷ দলের প্রায় সব ক্রিকেটারই তরুণ৷ যদি বিশ্বকাপের ব্যর্থতা থেকে আমরা শিক্ষা নিতে পারি, তবে এই দলটাকে নিয়ে পাকিস্তান ক্রিকেটকে ভালো জায়গায় পৌঁছে দিতে পারি৷ বিশেষ করে আগামী বছরই টি-২০ বিশ্বকাপ রয়েছে৷ বিশ্বকাপে নিজেদের সম্ভাবনার কথা মাথায় রেখে এখনই ক্যাপ্টেন্সি ছাড়তে চাই না৷ বাকিটা নির্বাচকদের হাতে৷’
মঙ্গলবার বিশ্বকাপের সম্ভাব্য দিন জানা গিয়েছে। আরো পড়ুন
আইএসএল জয়ী মোহনবাগান দলকে সংবর্ধনা জানাতে বাগান তাঁবুতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো পড়ুন
অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে বাকি দুই টেস্টে তাঁর খেলার কথা ছিল। আরো পড়ুন
এক জন প্রথম খেলোয়াড় হিসাবে টেনিসে ২২টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। আরো পড়ুন
প্রয়াত তুলসীদাস বলরাম। ভারতের প্রাক্তন এই ফুটবলারের বয়স হয়েছিল ৮৬ বছর। আরো পড়ুন
দলে ছিলেন না লিয়োনেল মেসি, কিলিয়ান এমবাপে। আরো পড়ুন
দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে রোহিত শর্মা। আরো পড়ুন
তাঁর ব্যাটের উপর ভর করেই, গতবার বর্ডার-গাভাসকর ট্রফি (Border-Gavaskar Trophy) জিতেছিল টিম ইন্ডিয়া (Team India)। আরো পড়ুন
রঞ্জি ট্রফির সেমিফাইনালে বাংলা। গত বার এখান থেকেই বিদায় নিতে হয়েছিল মনোজ তিওয়ারিদের। আরো পড়ুন
শ্রীলঙ্কার পরে নিউজিল্যান্ডকেও চুনকাম করে এক দিনের সিরিজ জিতেছে ভারত। আরো পড়ুন