লোকসভা নির্বাচনে কংগ্রেসের ব্যর্থতার দায় নিয়ে দলের সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন রাহুল গান্ধী৷ অন্যদিকে পশ্চিমবঙ্গেও তৃণমূলের চোখের সামনে বিজেপি মাথাচাড়া দিয়ে ওঠাতে এবং একের পর এক ইস্যুতে তৃণমূলের ব্যাকফুটে যাওয়া নিয়ে চাপ বাড়ছে তৃণমূল শিবিরে৷ আর এই দুই নিয়েই তোপ দাগলেন বিজেপি নেতা অর্জুন সিং৷
বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সাফ জানালেন, ‘কংগ্রেস সভাপতি এখন আর সভাপতি হতে চাইছে না, তাই দেশে থাকতে চাইছে না৷ দেশ ছেড়ে পালাতে চাইছে৷ সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী দেশ থেকে পালাতে চাইছে৷’
উত্তর ২৪ পরগনার পানিহাটিতে রবিবার রাতে বিজেপির যোগদান মেলায় এসে অর্জুন কটাক্ষ করে বলেন, ‘পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড কোম্পানি ও আর বেশিদিন নেই। ৭,৮ মাসে পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড কোম্পানি উঠে যাবে। ওরাও দেশ ছেড়ে চলে যাবে। ব্যাংকক না লন্ডন না সিঙ্গাপুর কোথায় বাড়ি করেছে, ওদের পালাবার পালা এসে গেছে। ওই বাড়ির বৌমা সোনা পাচার করতে গিয়ে ধরা পড়ছে, সেই মামলা চলছে আদালতে। তৃণমূলের নেতাদের সবাইকে জেলে যেতে হবে। কোনও মিথ্যা মামলা দিয়ে নয়। সঠিক মামলায়, সারদা, নারদ, প্রয়াগ, রোজভ্যালি সব চিটফান্ড কোম্পানির সঙ্গে তৃণমূল নেতাদের নাম জড়িত। সবাইকে জেলে থাকতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পুলিশ আর গুন্ডা দিয়ে চালাতে চাইছে। যদি পুলিশ আর গুন্ডা দিয়ে সরকার চলত, তবে পাকিস্তানে ক্ষমতার পরিবর্তন হত না। পুলিশ আর গুন্ডা দিয়ে এই সরকার টিকিয়ে রাখা যাবে না। উনি মূর্খের স্বর্গে বাস করছেন।’
কটাক্ষের সুরে অর্জুন আরও বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে। এই সরকার আর বেশিদিন বাঁচবে না। আগামীদিনে দমদম লোকসভা কেন্দ্রের ৭টা বিধানসভা আসনেই আমাদের জয় পেতে হবে। আমাদের ভারতীয় জনতা পার্টির ১০০ টা গণ সংগঠন আছে, যারা গরীব মানুষের সেবা করে। তৃণমূলের কি কোন গণসংগঠন আছে? সবাই তোলাবাজি করে, সিন্ডিকেট করে, টাকা তোলে। ওরা হার্মাদ। তাই বাংলার উন্নয়নের স্বার্থে এই সরকারকে বিদায় দিন। তোলাবাজির সরকার আর চলবে না।’
তিনি এদিন মঞ্চে নিজের বক্তব্যে শোলে সিনেমায় জেলারের চরিত্রের ব্যাখ্যা করতে গিয়ে এই রাজ্যের আই পি এস অফিসারদের সঙ্গে ওই অভিনীত চরিত্রের তুলনা করেন। উত্তর ২৪ পরগনার পানিহাটিতে বিজেপির এই যোগদান মেলায় বারাকপুরের সাংসদ অর্জুন সিং ছাড়াও উপস্থিত ছিলেন কলকাতা উত্তর শহরতলীর সভাপতি কিশোর কর, জেলা সম্পাদক চণ্ডী চরণ রায় সহ অন্যান্যরা। রবিবার রাতে বিজেপির এই যোগদান মেলায় কয়েকশ’ অরাজনৈতিক ব্যাক্তি এবং তৃণমূল ও বাম, কংগ্রেসের সমর্থকরা ওই দল ছেড়ে বিজেপিতে যোগদান করেন।
দেশে কোভিড আক্রান্ত ব্যক্তির সংখ্যা ১৫০০ ছাড়াল। আরো পড়ুন
পার্থ চট্টোপাধ্যায়, কুণাল ঘোষের পর পূর্বতন বাম সরকারকে একহাত নিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আরো পড়ুন
নিজেকে নির্দোষ দাবি করে জামিন চেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। আরো পড়ুন
পুরীতে গিয়ে বাঙালির হোটেল না পাওয়ার ভোগান্তি কমাতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো পড়ুন
মরিয়া চেষ্টাই সার, শেষপর্যন্ত তিহাড় জেলেই যেতে হচ্ছে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) । আরো পড়ুন
ইডি সূত্রে আগেই জানা গিয়েছিল, নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তলের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বিপুল পরিমাণ আর্থিক লেনদেন হয়েছে। আরো পড়ুন
ভারতের দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা চার মাস পরে আবার সাতশো পার করল। আরো পড়ুন
নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত হুগলির দুই তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষকে পার্টি থেকে বহিষ্কার করল তৃণমূল। আরো পড়ুন
অগ্নিবীর নিয়োগের পদ্ধতিতে এল বদল। এবার থেকে আগে অনলাইন পরীক্ষা, পরে রিক্রুটমেন্ট ব়্যালি, মেডিক্যাল টেস্ট। আরো পড়ুন