মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন সব্যসাচী দত্ত৷ তাঁর পরিবর্তে কে? নানা জল্পনা তৃণমূলের অন্দরেই৷ তাপস চট্টোপাধ্যায় থেকে কৃষ্ণা চক্রবর্তী৷ উঠে আসছে বহু নাম৷ সূত্রের খবর, বিধাননগর পৌরনিগমের পরবর্তী মেয়র হিসাবে এগিয়ে রয়েছেন মন্ত্রী সুজিত বসু৷ দলীয় কাউন্সিলরদের কোন্দল ধাপাচাপা দিতেই মন্ত্রীত্বের পাশাপাশি মেয়র পদেরও দায়িত্ব দেওয়া হতে পারে তাঁকে৷
হাইকোর্টের রায়ে বিধাননগর পৌরনিগমের অনাস্থা ভোটে প্রাথমিকভাবে স্থগিতাদেশ পড়েছে৷ দলের বিড়ম্বনায় অবশ্য নৈতিক জয় দেখেছেন তৃণমূল শিবিরের ‘গদ্দার’ বলে পরিচিত মুকুল রায়ের ঘনিষ্ট সব্যসাচী দত্ত৷ বৃহস্পতিবার রাজ্যে প্রশাসনের বিরুদ্ধে তোপ দেগে পদত্যাগ করেন তিনি৷ তারপরই মেয়র পদের দৌড় ঘিরে জোড়াফুলের অন্দরে নানা গুঞ্জন৷
মেয়র কাকে করা যায়? এক্ষেত্রে শাসক শিবিরের কৌশল ‘সাপ মরলেও যেন লাঠি না ভাঙে’৷ অর্থাৎ প্রশাসন পরিচালনার অভিজ্ঞতা সম্পন্ন এবং দলের সব কাউন্সিলরদের কাছেও তাঁর গ্রহণযোগ্যতা থাকবে৷ আপাতত এই খোঁজেই পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিকরা৷ এতে সব্যসাচী বসুকেও চাপে রাখা যাবে বলে মনে করছেন তাঁরা৷ বিদ্রোহ করলেও কাউন্সিলর, বিধায়ক বা তৃণমূল ছাডা়র কথা জানাননি সব্যসাচী দত্ত৷ এদিকে, তাঁর সঙ্গে সুজিত বসুর বিরোধ সর্বজনবিধিত৷
এযাবৎ কালে মন্ত্রী ও বিধাননগরের বিধায়ককে ‘পচা আলু’ বলতেও ছাড়েননি পদত্যাগী মেয়র৷ এদিকে সব্যসাচীর পদ ছাড়া নিয়ে চানাপোড়েনের মাঝেই নিজের মেয়র হওয়ার সুপ্ত বাসনার কথা জানিয়েছিলেন বিধাননগর পুরনিগমের চেয়ারপার্সন কৃষ্ণা চক্রবর্তী৷ উল্লেখ্য, ২০১০ থেকে ১৫ পর্যন্ত কৃষ্ণাদেবীই ছিলেন বিধাননগর পুরসভায় চেয়ারপার্সন৷
কলকাতা এবং বিধাননগর এলাকায় কোনও হুক্কা বার বন্ধ করা যাবে না— জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। আরো পড়ুন
পশ্চিমবঙ্গ সরকারের বেশ কয়েকটি দফতরের সচিব পর্যায়ে রদবদল ঘটানো হয়েছে। আরো পড়ুন
কুবেরের ধন মিলল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বিড়ি কারখানা, গুদাম এবং চালকল থেকে। আরো পড়ুন
যত সময় গড়াচ্ছে ততই বিপদ বাড়ছে উত্তরাখণ্ডের (Uttarakhand) যোশীমঠে (Joshimath)। আরো পড়ুন
শুক্র, শনি, রবি, সোম এই চারদিনে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা। আরো পড়ুন
রাস্তায় স্ত্রীকে ইট দিয়ে মাথা থেঁতলে খুন করে সোজা পুলিশের কাছে গিয়ে ধরা দিলেন স্বামী। আরো পড়ুন
যে সংস্থার নজরদারিতে ধর্ষিতার পরিবারের হাতে আর্থিক সাহায্য পৌঁছনোর কথা, তারাই শুনানি পিছোনোর আবেদন করছে বারবার। আরো পড়ুন
রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী শিবিরে গিয়ে বৃহস্পতিবার থেকেই লালন শেখের রহস্য-মৃত্যুর তদন্ত শুরু করেছে সিআইডি। আরো পড়ুন
ট্যাংরায় একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়েছে। আরো পড়ুন