মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন সব্যসাচী দত্ত৷ তাঁর পরিবর্তে কে? নানা জল্পনা তৃণমূলের অন্দরেই৷ তাপস চট্টোপাধ্যায় থেকে কৃষ্ণা চক্রবর্তী৷ উঠে আসছে বহু নাম৷ সূত্রের খবর, বিধাননগর পৌরনিগমের পরবর্তী মেয়র হিসাবে এগিয়ে রয়েছেন মন্ত্রী সুজিত বসু৷ দলীয় কাউন্সিলরদের কোন্দল ধাপাচাপা দিতেই মন্ত্রীত্বের পাশাপাশি মেয়র পদেরও দায়িত্ব দেওয়া হতে পারে তাঁকে৷
হাইকোর্টের রায়ে বিধাননগর পৌরনিগমের অনাস্থা ভোটে প্রাথমিকভাবে স্থগিতাদেশ পড়েছে৷ দলের বিড়ম্বনায় অবশ্য নৈতিক জয় দেখেছেন তৃণমূল শিবিরের ‘গদ্দার’ বলে পরিচিত মুকুল রায়ের ঘনিষ্ট সব্যসাচী দত্ত৷ বৃহস্পতিবার রাজ্যে প্রশাসনের বিরুদ্ধে তোপ দেগে পদত্যাগ করেন তিনি৷ তারপরই মেয়র পদের দৌড় ঘিরে জোড়াফুলের অন্দরে নানা গুঞ্জন৷
মেয়র কাকে করা যায়? এক্ষেত্রে শাসক শিবিরের কৌশল ‘সাপ মরলেও যেন লাঠি না ভাঙে’৷ অর্থাৎ প্রশাসন পরিচালনার অভিজ্ঞতা সম্পন্ন এবং দলের সব কাউন্সিলরদের কাছেও তাঁর গ্রহণযোগ্যতা থাকবে৷ আপাতত এই খোঁজেই পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিকরা৷ এতে সব্যসাচী বসুকেও চাপে রাখা যাবে বলে মনে করছেন তাঁরা৷ বিদ্রোহ করলেও কাউন্সিলর, বিধায়ক বা তৃণমূল ছাডা়র কথা জানাননি সব্যসাচী দত্ত৷ এদিকে, তাঁর সঙ্গে সুজিত বসুর বিরোধ সর্বজনবিধিত৷
এযাবৎ কালে মন্ত্রী ও বিধাননগরের বিধায়ককে ‘পচা আলু’ বলতেও ছাড়েননি পদত্যাগী মেয়র৷ এদিকে সব্যসাচীর পদ ছাড়া নিয়ে চানাপোড়েনের মাঝেই নিজের মেয়র হওয়ার সুপ্ত বাসনার কথা জানিয়েছিলেন বিধাননগর পুরনিগমের চেয়ারপার্সন কৃষ্ণা চক্রবর্তী৷ উল্লেখ্য, ২০১০ থেকে ১৫ পর্যন্ত কৃষ্ণাদেবীই ছিলেন বিধাননগর পুরসভায় চেয়ারপার্সন৷
নিজাম প্যালেসের সিবিআই দফতরে পৌঁছছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরো পড়ুন
মাধ্যমিকের ফলপ্রকাশ। পরীক্ষা শেষের ৭৬ দিনের মাথায় প্রকাশিত হল মাধ্যমিকের ফল। আরো পড়ুন
অঙ্কিতা অধিকারীর চাকরি বাতিলের পর ববিতা সরকারের চাকরিও বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। আরো পড়ুন
পশ্চিমবঙ্গে এনআরসি হতে দেব না। এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো পড়ুন
বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে মারধর করে খুনের ঘটনায় উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের জেলার ময়নার বাকচা। আরো পড়ুন
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে নিয়োগ সংক্রান্ত মামলা সরানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আরো পড়ুন
জেলে ঢোকার সময় পার্থ চট্টোপাধ্যায়ের আঙুল ফোলা ছিল। আরো পড়ুন
বিজেপিতে ফিরতে দিল্লিতে গিয়ে হত্যে দিয়ে পড়ে আছেন মুকুল রায়। আরো পড়ুন