আন্তর্জাতিক কেরিয়ারে তাঁর ভবিষ্যৎ জল্পনা দেশের ক্রিকেটমহলে এখন হটকেক। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ভারতের দলঘোষণা রবিবার। ক্যারিবিয়ান সফরের দল নির্বাচনে কি আলোচিত হবে বিশ্বজয়ী অধিনায়কের নাম? দল নির্বাচনের ঠিক আগে এই প্রশ্নগুলো যখন মাথাচাড়া দিচ্ছে বারংবার, এমন সময় সূত্রের খবর, শনিবার স্বেচ্ছায় ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি।
পিটিআইয়ে প্রকাশিত খবর অনুযায়ী, ধোনি যেহেতু ভারতের টেরিটোরিয়াল আর্মির প্যারাসুট রেজিমেন্টের সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল, তাই আগামী দু’মাস তাঁর রেজিমেন্টের সঙ্গে সময় কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আর সেই কারণেই আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ধোনি। তাঁর এই সিদ্ধান্তে কথা নির্বাচক কমিটিকেও প্রাক্তন অধিনায়ক জানিয়ে দিয়েছেন বলে সূত্রের খবর।
এক বিসিসিআই আধিকারিকের কথার সূত্র ধরে পিটিআই জানিয়েছে, ‘আগামী দু’মাস তাঁর প্যারামিলিটারি রেজিমেন্টের সঙ্গে সময় কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন ধোনি। আর সেই কারণেই ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রাম নিচ্ছেন তিনি।’ এখনই মাহির অবসরের কোনও পরিকল্পনা নেই সেকথা জানিয়ে বিসিসিআইয়ের ওই আধিকারিক আরও জানান, ‘কয়েকটি বিষয় এইমুহূর্তে নিশ্চিত করা যেতে পারে। যেমন ধোনি এই মুহূর্তেই অবসর নিচ্ছেন না। পূর্বঘোষণা মতো প্যারামিলিটারি রেজিমেন্টকে সেবা করার আগামী দু’মাস বিশ্রামে যাচ্ছেন তিনি।’
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য দল ঘোষণা করল BCCI। আরো পড়ুন
মঙ্গলবার বিশ্বকাপের সম্ভাব্য দিন জানা গিয়েছে। আরো পড়ুন
আইএসএল জয়ী মোহনবাগান দলকে সংবর্ধনা জানাতে বাগান তাঁবুতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো পড়ুন
অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে বাকি দুই টেস্টে তাঁর খেলার কথা ছিল। আরো পড়ুন
এক জন প্রথম খেলোয়াড় হিসাবে টেনিসে ২২টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। আরো পড়ুন
প্রয়াত তুলসীদাস বলরাম। ভারতের প্রাক্তন এই ফুটবলারের বয়স হয়েছিল ৮৬ বছর। আরো পড়ুন
দলে ছিলেন না লিয়োনেল মেসি, কিলিয়ান এমবাপে। আরো পড়ুন
দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে রোহিত শর্মা। আরো পড়ুন