অনিল কুম্বলে দায়িত্ব নেওয়ার সময় থেকেই টিম ইন্ডিয়ার কোচ নির্বাচন ঘিরে বিতর্ক নিত্যসঙ্গী হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের৷ কুম্বলে দায়িত্ব নেওয়ার সময় রবি শাস্ত্রীর সঙ্গে তৎকালীন ক্রিকেট অ্যাডভাইজরি কমিটির অন্যতম সদস্য সৌরভ গঙ্গোপাধ্যায়ের দ্বন্দ্ব লেগেছিল৷ পরে কোহলির অপছন্দের তালিকায় পড়ে চাকরি ছাড়তে হয় কুম্বলেকে৷ তাঁর জায়গায় কোচ নির্বাচিত হন শাস্ত্রী৷
রবি শাস্ত্রীর দায়িত্ব নেওয়ার সময়ও কোচ বাছাই নিয়ে নাটক জারি থাকে৷ বীরেন্দ্র সেহওয়াগকে আবেদন করতে বলেও বিসিসিআই কর্তারা বীরুর হাতে নিয়োগপত্র তুলে দিতে পারেননি৷ ক্যাপ্টেন কোহলির পছন্দের পাত্র শাস্ত্রীই শেষমেশ বাজিমাৎ করেন৷ পরে রাহুল দ্রাবিড় ও জাহির খানকে সাপোর্ট স্টাফ হিসাবে দলে নিতে অস্বীকার করেন হেড কোচ শাস্ত্রী৷ যা নিয়েও বিতর্ক হয় বিস্তর৷
অতীত থেকে শিক্ষা নিয়ে ভারতীয় বোর্ড এবার কোচ বাছাই ঘিরে বেশ কয়েকটা কঠোর সিদ্ধান্ত নিয়েছে৷ যার মধ্যে অন্যতম হল কোচ নির্বাচনে ক্যাপ্টেনের মতামতকে গুরুত্ব না দেওয়া৷ শাস্ত্রীর ভারতীয় দলের কোচ হওয়ার পিছনে কোহলির সক্রিয় হাত ছিল৷ মূলত কোহলি চেয়েছিলেন বলেই শাস্ত্রী দায়িত্ব পেয়ে যান৷ তবে এবার আর কোচ নির্বাচনে ক্যাপ্টেন কোহলির মতামত গুরুত্ব পাবে না বলে জানিয়ে দেওয়া হয় বোর্ডের তরফে৷
সচিন, সৌরভ ও লক্ষ্মণ ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি থেকে সরে এসেছেন৷ পরিবর্তে কপিল দেবের নেতৃত্বে অ্যাড হক কমিটির কাঁধে ভারতের মহিলা দলের কোচ নির্বাচনের দায়িত্ব পড়ে৷ এবার স্বার্থের সংঘাতের প্রশ্ন থাকলেও কপিলরাই বেছে নিতে পারেন কোহলিদের নতুন কোচ৷ এক্ষেত্রে কপিলের মতো ব্যক্তিত্ব নিজের কাজের জন্য বিরাটের মতামত নিতে রাজি হবেন না বলেই ধারণা ক্রিকেটমহলের৷ নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা স্পষ্ট জানান যে, কপিলদের হাতেই কোচ নির্বাচনের দায়িত্ব পড়তে চলেছে এবং তাদের সিদ্ধান্তই চূড়ান্ত হিসাবে গণ্য হবে৷ কোচ বাছাইয়ে এবার ক্যাপ্টেনের কোনও ভূমিকা থাকছে না৷
অর্থাৎ প্রকারান্তরে বিরাটের ডানা ছেঁটে দিল বিসিসিআই৷ শাস্ত্রীকে নিয়ে অসন্তোষের বাতাবরণ ভারতীয় ক্রিকেটমহলের একাংশে স্পষ্ট৷ ফলে বিরাটের ভোটে তাঁর চুক্তি বাড়িয়ে নেওয়ার সম্ভাবনা ছিল বিস্তর৷ এর আগে সাপোর্ট স্টাফ নির্বাচনে হেড কোচের যে কোনও ভূমিকা থাকবে না, সে বিষয়টিও স্পষ্ট করে দিয়েছে বোর্ড৷ বিসিসিআই চাইছে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোচ বেছে নিক জাতীয় নির্বাচক কমিটি৷
তাঁর ব্যাটের উপর ভর করেই, গতবার বর্ডার-গাভাসকর ট্রফি (Border-Gavaskar Trophy) জিতেছিল টিম ইন্ডিয়া (Team India)। আরো পড়ুন
রঞ্জি ট্রফির সেমিফাইনালে বাংলা। গত বার এখান থেকেই বিদায় নিতে হয়েছিল মনোজ তিওয়ারিদের। আরো পড়ুন
শ্রীলঙ্কার পরে নিউজিল্যান্ডকেও চুনকাম করে এক দিনের সিরিজ জিতেছে ভারত। আরো পড়ুন
ইনদওরের ম্যাচে ভারতের প্রথম একাদশে নেই মহম্মদ শামি। আরো পড়ুন
কাতার বিশ্বকাপের সেরা গোলরক্ষক হয়েও বিতর্কে জড়িয়ে গিয়েছে এমিলিয়ানো মার্তিনেসের নাম। আরো পড়ুন
বিশ্বকাপ (Qatar World Cup 2022) জিতেছেন। স্বপ্নপূরণ করেছেন। আরো পড়ুন
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব মিটে গিয়েছে। আরো পড়ুন
শুক্রবার বিশ্বকাপে গ্রুপের শেষ ম্যাচে ক্যামেরুনের বিরুদ্ধে নামছে ব্রাজিল। আরো পড়ুন
কাতার বিশ্বকাপের দশম দিনে শুরু হল গ্রুপ পর্বের শেষ রাউন্ডের খেলা। আরো পড়ুন