ক্রিকেট ছাড়ার আগেই পেশাদার কোচিংয়ে হাতেখড়ি হয়েছিল ওয়াসিম জাফরের৷ এবার আন্তর্জাতিক পর্যায়ে কোচিংয়ের অভিজ্ঞতা হতে চলেছে ভারতীয় তারকার৷ এক বছরের জন্য বাংলাদেশের হাই পারফরম্যান্স ক্রিকেট অ্যাকাডেমির ব্যাটিং কোচ নিযুক্ত হয়েছিলেন জাফর৷ এবার শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশের সিনিয়র ক্রিকেট টিমের ব্যাটিং পরামর্শদাতার ভূমিকায় অবতীর্ণ হতে চলেছেন তিনি৷
জুলাইয়ের শেষ সপ্তাহে তিন ম্যাচের সংক্ষিপ্ত ওয়ান ডে সিরিজ খেলতে দ্বীপরাষ্ট্রে রওনা দেবে বাংলাদেশ দল৷ সদ্য সমাপ্ত আইসিসি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর বাংলাদেশ ছেঁটে ফেলেছে হেড কোচ স্টিঊ রোডসকে৷ নতুন কোচ ও সাপোর্ট স্টাপের খোঁজে থাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ড আপাতত অন্তর্বর্তীকালীন ভিত্তিতে ওয়াসিম জাফরকে ব্যাটিং কোচ ও চম্পক রামানায়কেকে বোলিং কোচ করে জাতীয় দলের সঙ্গে শ্রীলঙ্কায় পাঠাচ্ছে৷
বিশ্বকাপ পর্যন্ত নেইল ম্যাকেঞ্জি বাংলাদেশের ব্যাটিং কোচের পদে ছিলেন৷ তবে তাঁর সঙ্গেও চুক্তি নবীকরণ করা হয়নি৷ ফলে শ্রীলঙ্কা সফরে তাঁকে পাওয়া যাবে না বলেই মনে করা হচ্ছে৷ জাফরকে ইতিমধ্যেই সৌম্য সরকার, তামিম ইকবাল ও মহম্মদ মিঠুনের সঙ্গে কাজ করতে দেখা গিয়েছে৷ বিশ্বকাপের পর জাফর বেশ কিছুটা সময় কাটিয়েছেন সিনিয়র দলের দুই তারকা তামিম ও মিঠুনের সঙ্গে৷ তার আগে ঢাকা প্রিমিয়র লিগে কেলার সময় সৌম্য সরকারকে ফর্ম ফিরে পেতে সাহায্য করেছিলেন জাফর৷
ঢাকা প্রিমিয়র লিগেই জাফরের ব্যাটিং এবং সেই সঙ্গে জুনিয়র ক্রিকেটারদের গাইড করার ক্ষমতা দেখে তাঁকে হাইপারফরম্যান্স ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্ব দেয় বিসিবি৷ এক্ষেত্রে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে জাফরের বিপুল অভিজ্ঞতাও বাংলাদেশের ক্রিকেট কর্তাদের উৎসাহিত করে৷ প্রাথমিকভাবে বাংলাদেশের অনূর্ধ্ব-১৬,অনূর্ধ্ব-১৯ ও ‘এ’ টিম ছাড়াও অ্যাকাডেমিতে সিনিয়র দলের ব্যাটিং পরামর্শদাতা হিসাবেও কাজ করার জন্য চুক্তিবদ্ধ হন জাফর৷ চলতি বছরের মে মাস থেকে আগামী বছর এপ্রিল পর্যন্ত এক বছরের প্রাথমিক মেয়াদ নির্ধারিত হয় জাফরের জন্য৷ তবে সারা বছর ধরে নয়, বছরে ৬ মাস ঢাকার অ্যাকাডেমিতে কাটানোর কথা ভারতীয় ক্রিকেটারের৷
উল্লেখ্য, টিম ইন্ডিয়ার হয়ে ৩১টি টেস্টে ৫টি সেঞ্চুরি ও ১১টি হাফসেঞ্চুরি করা ছাড়াও ২টি ওয়ান ডে ম্যাচও খেলেছেন জাফর৷ প্রথম শ্রেনির ক্রিকেটে ৫৭টি সেঞ্চুরি ও ৮৮টি হাফসেঞ্চুরি রয়েছে তাঁর৷ লিস্ট-এ ক্রিকেটে ১০টি সেঞ্চুরি ও ৩৩টি হাফসেঞ্চুরি করেছেন তিনি৷ সব মিলিয়ে ২৪ হাজারের উপর রান রয়েছে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে৷ মুম্বইয়ের হয়ে ১৯টি মরশুম রঞ্জি খেলার পর বিদর্ভে যোগ দেন জাফর৷ বদির্ভকে পর পর দু’বার রঞ্জি চ্যাম্পিয়ন করতে মুখ্য ভূমিকা নিয়েছেন তিনি৷
আগামী ২৬, ২৮ ও ৩১ জুলাই কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি ওয়ান ডে খেলবে বাংলাদেশ৷ সন্ত্রাসবাদী হামলায় বিধ্বস্ত হওয়ার পর দ্বীপরাষ্ট্রে এই প্রথম কোনও আন্তর্জাতিক ক্রিকেটের আসর বসতে চলেছে৷ বাংলাদেশই প্রথম সফরকারী দল, যারা সন্ত্রাসবাদী হামলার পর শ্রীলঙ্কায় পা দিতে চলেছে৷
হাতে আর তিন মাসও সময় বাকি নেই। আরো পড়ুন
ভারোত্তোলনে অল্পের জন্য সোনা জিততে পারেননি সঙ্কেত সরগর। আরো পড়ুন
বাংলার প্রথম মহিলা সাইক্লিস্ট হয়ে কমনওয়েলথ গেমসে অভিষেক স্মরণীয় হল না ত্রিয়াশা পালের। আরো পড়ুন
লিয়েন্ডার পেজকে সম্মান দিতে চলেছে ইস্টবেঙ্গল ক্লাব। আরো পড়ুন
শুক্রবার ভোরে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছেন নীরজ চোপড়া। আরো পড়ুন
১৪ বছর হয়ে গেল তিনি খেলা ছেড়ে শিক্ষক। সেই শিক্ষক পুল্লেলা গোপীচন্দের আর একটু উত্তরণ হল। আরো পড়ুন
ইংল্যান্ডের বিরুদ্ধেও ব্যর্থ বিরাট কোহলী। পঞ্চম টেস্টের দু’ইনিংস মিলিয়ে ৩১, দু’টি টি-টোয়েন্টি ম্যাচে ১২, দু’টি এক দিনের ম্যাচে ৩৩ রান করেছেন তিনি। আরো পড়ুন
কমনওয়েলথ গেমসের আগে নিজেকে তৈরি করে নেওয়ার অভিযানের প্রথম ধাপে সফল হলেন পি ভি সিন্ধু। আরো পড়ুন
অস্ট্রেলিয়া ক্রিকেট দল এখন খেলছে শ্রীলঙ্কায়। আরো পড়ুন