চেক প্রজাতন্ত্রের ক্লাদনো শহরে অনুষ্ঠিত আন্তর্জাতিক মিটে মহিলাদের ২০০ মিটার দৌড়ে সোনা জিতলেন অসমের হিমা দাস। এই নিয়ে গত ১১ দিনে আন্তর্জাতিক মিটে তৃতীয় সোনা জয় করলেন হিমা। পোল্যান্ডের মাটিতে জোড়া সোনা জয়ের পর চেক প্রজাতন্ত্রের মাটিতে বছরের তৃতীয় সোনা জয় বছর চব্বিশের হিমার।
২ জুলাই পোল্যান্ডের পোজনান অ্যাথলেটিক্স গ্রাঁ পি-তে বছরের প্রথম প্রতিযোগীতামূলক টুর্নামেন্টে ২০০ মিটার দৌড়ে সোনা জিততে অসমের সোনার মেয়ে সময় নিয়েছিলেন ২৩.৬৫ সেকেন্ড। কুন্তো অ্যাথলেটিক্স মিটে ২০০ মিটারে বছরের দ্বিতীয় স্বর্নপদক গলায় ঝোলাতে হিমে সময় নিয়েছিলেন ২৩.৯৭ সেকেন্ড। ক্লাদনো আন্তর্জাতিক মিটে বছরের প্রথম দুই সোনা জয়ের সময়কে ছাপিয়ে গেলেন হিমা। শনিবার চেক প্রজাতন্ত্রের মাটিতে সোনা জিততে হিমা সময় নিলেন ২৩.৪৩ সেকেন্ড। যা তাঁর পার্সোনাল বেস্ট থেকে .৩৩ সেকেন্ড বেশি।
হিমা ছাড়াও ক্লাদনো আন্তর্জাতিক মিটে জ্যাভলিন থ্রো ইভেন্টে দুর্দান্ত ফল করল ভারত। জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে প্রথম তিন স্থানে শেষ করলেন তিন ভারতীয়। এঁরা হলেন বিপিন কাসানা, অভিষেক সিং ও দাবিন্দর সিং। সোনা, রুপো ও ব্রোঞ্জ পদক জয়ের পথে তিন ভারতীয় সময় নেন যথাক্রমে ৮২.৫১ মিটার, ৭৭.৩২ মিটার ও ৭৬.৫৮ মিটার। পুরুষদের শট পুট ইভেন্টে জাতীয় রেকর্ডধারী তেজিন্দর পাল সিং তুর ২০.৩৬ মিটার দূরত্ব ছুঁড়ে জিতে নেন ব্রোঞ্জ।
ক্লাদনোর পাশাপাশি কিরঘিস্তানের বিশকেকে অনুষ্ঠিত ২২ তম আন্তর্জাতিক মেমোরিয়াল প্রতিযোগীতাতেও ভারতীয় অ্যাথলিটদের জয়জয়কার। ইতিমধ্যেই ভারতের ঝুলিতে ৬টি সোনা, ৩টি রুপো ও ১টি ব্রোঞ্জ। জাতীয় রেকর্ডধারী লং জাম্পার এম শ্রীশঙ্কর ৭.৯৭ মিটার লাফিয়ে জিতে নিলেন সোনা। এছাড়া ১০০ মিটার দৌড়ে সোনা জিতেছেন অর্চনা, ৪০০ মিটার দৌড়ে সোনা জিতেছেন হর্ষ কুমার। লিলি দাস স্বর্নপদক জিতে নিয়েছেন ১৫০০ মিটার দৌড়ে। এছাড়া জ্যাভলিন থ্রোয়ে সাহিল সিলবাল ও মেয়েদের ১x৪০০ মিটার রিলেতে সোনা জিতে নিয়েছে ভারতের মেয়েরা।
রঞ্জি ট্রফির সেমিফাইনালে বাংলা। গত বার এখান থেকেই বিদায় নিতে হয়েছিল মনোজ তিওয়ারিদের। আরো পড়ুন
শ্রীলঙ্কার পরে নিউজিল্যান্ডকেও চুনকাম করে এক দিনের সিরিজ জিতেছে ভারত। আরো পড়ুন
ইনদওরের ম্যাচে ভারতের প্রথম একাদশে নেই মহম্মদ শামি। আরো পড়ুন
কাতার বিশ্বকাপের সেরা গোলরক্ষক হয়েও বিতর্কে জড়িয়ে গিয়েছে এমিলিয়ানো মার্তিনেসের নাম। আরো পড়ুন
বিশ্বকাপ (Qatar World Cup 2022) জিতেছেন। স্বপ্নপূরণ করেছেন। আরো পড়ুন
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব মিটে গিয়েছে। আরো পড়ুন
শুক্রবার বিশ্বকাপে গ্রুপের শেষ ম্যাচে ক্যামেরুনের বিরুদ্ধে নামছে ব্রাজিল। আরো পড়ুন
কাতার বিশ্বকাপের দশম দিনে শুরু হল গ্রুপ পর্বের শেষ রাউন্ডের খেলা। আরো পড়ুন
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নেতৃত্ব ছেড়েছিলেন বিরাট কোহলি। আরো পড়ুন