প্রযুক্তির ব্যবহার যেমন প্রতিনিয়ত বাড়ছে, তেমনই বাড়ছে তার অপব্যবহারও। প্রযুক্তির এই ঢেউয়ে কমবেশি সকলেই এখন ব্যবহার করেন মোবাইল। আর এই মোবাইলকে কাজে লাগিয়েই হ্যাকাররা করে ফেলতে পারে সর্বনাশ। এমনকি শুধু ফোন নম্বর হাতাতে পারলেই হরেক রকম বিড়ম্বনা তৈরি করতে পারে হ্যাকাররা।
১। ব্যক্তিগত তথ্য
কেবল ফোন নম্বর ব্যবহার করে হ্যাকাররা বিভিন্ন ধরনের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারে। বিশেষত অসুরক্ষিত ওয়েবসাইটে যাতায়াত থাকলে এই আশঙ্কা বেড়ে যায় অনেকটাই। ব্যাঙ্কের তথ্য, ব্যক্তিগত ছবি ও পরিজনদের তথ্য হাতিয়ে এক দিকে যেমন টাকা পয়সা চুরি করে নিতে পারে হ্যাকাররা তেমনই ব্যক্তিগত তথ্য বন্ধক রেখে চাইতে পারে মুক্তিপণও।
২। অপব্যবহার
শুধু সংশ্লিষ্ট ব্যক্তির তথ্য হাতানোই নয়, নম্বর ব্যবহার করে হ্যাকাররা নানা ধরনের জোচ্চুরি ও নাশকতা মূলক কাজও করতে পারে। অর্থাৎ সংশ্লিষ্ট ব্যক্তির অজান্তেই তাঁর নম্বর ব্যবহার হতে পারে বিভিন্ন অপরাধমূলক কাজে।
৩। স্পুফিং
অন্য কোনও নম্বর থেকে ফোন আসলেও মোবাইলে চুরি যাওয়া ফোন নম্বর ভেসে ওঠাকেই সহজ ভাষায় বলে স্পুফিং। এর ফলে যাঁর নম্বর চুরি গিয়েছে তাঁকে চেনেন এমন ব্যক্তিদের ঠকাতে সুবিধা হয়। ২০১৯ সালের তথ্য বলছে, শুধু ওই এক বছরেই গোটা বিশ্ব জুড়ে প্রায় ২৬০০ টি প্রতারণামূলক ফোন করা হয়েছে। এই ধরনের ফোন এতটাই বিপজ্জনক যে শুধু হ্যাঁ-না বললেও চুরি হয়ে যেতে পারে তথ্য।
Photo- lifetime-technology
পরিসংখ্যান বলছে সম্প্রতি বিশ্ব জুড়ে ১২টি বিমান দুর্ঘটনায় মোট ২২৯ জনের মৃত্যু হয়েছে। আরো পড়ুন
ছোট-বড় সকলের জন্যই গরুর দুধ বেশ উপকারী খাবার। আরো পড়ুন
টিফিন নিয়ে খুদেদের বায়নার শেষ নেই! টিফিনে ভালমন্দ খাবার না থাকলেই সেই খাবার আবার ফিরে আসে বাড়িতে। আরো পড়ুন
দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই এসে গেল কালীপুজো। আরো পড়ুন
অতিরিক্ত মেদ কিংবা ডায়াবিটিস থেকে মুক্তির সহজ সমাধান হিসাবে অনেকেই সিঁড়ি দিয়ে ওঠানামা করেন। আরো পড়ুন
আলু খেতে ভালবাসেন, এমন মানুষের সংখ্যা কম নয়। আরো পড়ুন
পুজো মানেই ভূরিভোজ। জমিয়ে খাওয়াদাওয়া। আরো পড়ুন
চিংড়ি মাছ খেতে ভালবাসেন না এমন বাঙালি হাতে গোনা। আরো পড়ুন
চতুর্থী তিথির অধিষ্ঠাতা দেবতা বা অধিদেবতা গৌরীপুত্র সিদ্ধিদাতা গণেশ। আরো পড়ুন
ফল খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা উপকারী তা সকলেরই জানা। আরো পড়ুন