ক্রমশ চওড়া হচ্ছে ওমিক্রনের থাবা। এর মধ্যেই ফের বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৪৯৫ জন। একদিনে মৃত্যু হয়েছে ৪৩৪ জন এবং সুস্থ হয়ে উঠেছেন ৬৯৬০ জন। এই মুহূর্তে দেশে ২৩৬ জন ওমিক্রনে আক্রান্ত।
উল্লেখ্য, দেশের ওমিক্রন পরিস্থিতি পর্যালোচনায় বৃহস্পতিবার একটি রিভিউ বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।
বিশেষজ্ঞদের আশঙ্কাকে সত্যি করেই ঝড়ের গতিতে ছড়াচ্ছে Omicron। করোনার ডেল্টা প্রজাতির থেকেও ২-৩ থেকে গুণ বেশি দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ। এমতাবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উৎসবে রাশ টানল রাজধানী। দিল্লিতে বাতিল ক্রিসমাস এবং নিউ ইয়ার সেলিব্রেশন। নিষিদ্ধ হল সমস্ত রকম জমায়েত। এই মুহূর্তে একাধিক রাজ্যের মোট ২৩৬ জন মানুষের শরীরে থাবা বসিয়েছে এই ভাইরাস। দেশে Omicron আক্রান্তের পরিসংখ্যানে মুম্বইকে ছাপিয়ে গেল দিল্লি। দেশের মধ্যে Omicron আক্রান্তের সংখ্যায় সবচেয়ে এগিয়ে রাজধানী। পরিস্থিতি আরও হাতের বাইরে যাওয়ার আগে কড়া পদক্ষেপ কেজরিওয়াল সরকারের। সমস্ত রকম জমায়েত নিষিদ্ধ হল দিল্লিতে।
India reports 7,495 new #COVID19 cases, 6,960 recoveries, and 434 deaths in the last 24 hours.
Active cases: 78,291
Total recoveries: 3,42,08,926
Death toll: 4,78,759Total Vaccination: 1,39,69,76,774
Total number of #Omicron cases 236 pic.twitter.com/CVRFJu1mXS
— ANI (@ANI) December 23, 2021
রাজ্যে পাওয়া গেল আরও দুই ওমিক্রন (Omicron) আক্রান্তের হদিশ। জানা গিয়েছে, লন্ডন ও নাইজেরিয়া থেকে আসা দুই ব্যক্তির দেহে থাবা বসিয়েছে করোনাভাইরাসের এই ভ্যারিয়্যান্ট। এর আগে রাজ্যে আবু ধাবি ফেরত এক সাত বছরের শিশুর দেহে থাবা বসিয়েছিল ওমিক্রন। রাজ্যে এই নিয়ে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন। লন্ডন ফেরত ব্যক্তি আলিপুরের বাসিন্দা। বর্তমানে তিনি আমরি হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্যদিকে, অপর ওমিক্রন আক্রান্ত নাইজেরিয়া থেকে ফিরেছিলেন। আপাতত তিনি রাজ্যের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। বিদেশ থেকে ফেরার পরেই তাঁদের কোভিড টেস্ট করা হয়েছিল। রিপোর্ট পজিটিভ আসে। এরপরেই স্বাস্থ্য মন্ত্রকের নিয়ম মোতাবেক আইসোলেশনে রাখা হয় তাঁদের। তাঁরা করোনায় কোন ভ্যারিয়্যান্টে আক্রান্ত তা জানার জন্য লালারসের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়। বুধবার রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়, তাঁরা ওমিক্রন পজিটিভ। শরীরে সামান্য উপসর্গ থাকলেও তাঁদের মধ্যে কেউ গুরুতর অসুস্থ নন বলেই জানা গিয়েছে।
ওমিক্রন প্রসঙ্গে WHO প্রধানটেড্রস আধানোম ঘেব্রেইসাস বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকা থেকে পাওয়া পরিসংখ্যান বলছে ওমিক্রন সংক্রমণের ভয় থেকে যাচ্ছে যে কোনও মানুষের। তিনি কোভিডজয়ী হোন বা টিকা প্রাপ্ত। কিন্তু, এখনই কোনও সিদ্ধান্তে পৌঁছনো ঠিক হবে না। এ জন্য আরও তথ্য পরিসংখ্যান যাচাই করা প্রয়োজন।’
Photo- ET
মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। আরো পড়ুন
আদালতের নির্দেশ অমান্য করে এখনও সিবিআই দফতরে হাজিরা দেননি রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারী। আরো পড়ুন
রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রীর আবেদন শুনতেই চাইল না কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। আরো পড়ুন
এসএসসি দুর্নীতি মামলায সিবিআই দফতরে হাজিরা এড়ানোর আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন জানালেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আরো পড়ুন
স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে ফের সরকারি-বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমগুলিকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো পড়ুন
কয়লা-কাণ্ডে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা নারুলাকে কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করা হোক। আরো পড়ুন
রাজ্যের জেলার সংখ্যা কি ২৩ থেকে ৪৬টি হবে? আরো পড়ুন