অমরনাথ যাত্রায় প্রত্য়েকবার সামিল হন লক্ষ লক্ষ মানুষ। জম্মু ও কাশ্মীরের অত্যন্ত দুর্গম এই তীর্থযাত্রায় প্রতিবছরই মৃত্যু হয় বেশ কয়েকজন তীর্থযাত্রীর। এ বছর সেই সংখ্যাটা ২২ ছুঁয়েছে বলে শনিবার জানালেন এক আধিকারিক। জানা গেছে, এর মধ্যে গত ৪ দিনেই মৃত্যু হয়েছে ৬ জন তীর্থযাত্রীর। “শ্রী অমরনাথজির দর্শনের জন্যে যাত্রা করা তীর্থযাত্রীদের মধ্যে নানা কারণে মৃত্যু হয়েছে ৬ তীর্থযাত্রীর”, জানিয়েছেন ওই আধিকারিক। তবে এ বছরের অমরনাথ যাত্রায় এখনও পর্যন্ত মৃত ২২ জনের মধ্যে ১৮ জন তীর্থযাত্রী (Pilgrim) রয়েছেন যাঁরা যাত্রায় রওনা হয়েছিলেন, তবে তাঁদের সঙ্গে ২ জন স্বেচ্ছাসেবক ও ২ জন নিরাপত্তারক্ষীরও মৃত্যু হয় বলে জানা গেছে। এছাড়াও কমপক্ষে ৩০ জন তীর্থযাত্রী যাত্রা চলাকালীন পথের মধ্যে থাকা বিভিন্ন পাথরের ঘায়ে আহত হয়েছেন বলেও খবর মিলেছে। ১ জুলাই থেকে শুরু হওয়া এবারের অমরনাথ যাত্রায় আরও বেশ কয়েকজন অন্য নানা কারণে অসুস্থ হয়েছেন বলেও জানান ওই আধিকারিক।
বহু বছর ধরে চলে আসা এই তীর্থযাত্রায় দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই অক্সিজেনের অভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে বহু তীর্থযাত্রীর মৃত্যু হয়ে থাকে। অমরনাথ যাত্রার পরিচালন কমিটি যদিও নিয়মিত তীর্থযাত্রীদের শারীরিক পরীক্ষা-নিরিক্ষা করে থাকে বলে জানা যায়। তারপরেও উচ্চতা জনিত কারণে এড়ানো যায় না এই মৃত্যুগুলি।
নিয়ম অনুযায়ী, ৩,৮৮৮ মিটার উচ্চতায় অমরনাথ যাত্রা করার আগে চিকিৎসকদের কাছ থেকে প্রত্যেক তীর্থযাত্রীর ফিটনেস সার্টিফিকেট নিয়ে আসতে হয়। প্রায় প্রতিবছরই অসংখ্য তীর্থযাত্রী অমরনাথ যাত্রায় অংশগ্রহণ করেন। চলতি বছর ১৯ দিন ধরে চলা এই তীর্থযাত্রায় সামিল হয়েছেন প্রায় ২.৫ লক্ষ তীর্থযাত্রী।
এই বছরের অমরনাথ যাত্রা শেষ হবে আগামী ১৫ অগাস্ট।
কলকাতা এবং বিধাননগর এলাকায় কোনও হুক্কা বার বন্ধ করা যাবে না— জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। আরো পড়ুন
পশ্চিমবঙ্গ সরকারের বেশ কয়েকটি দফতরের সচিব পর্যায়ে রদবদল ঘটানো হয়েছে। আরো পড়ুন
কুবেরের ধন মিলল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বিড়ি কারখানা, গুদাম এবং চালকল থেকে। আরো পড়ুন
যত সময় গড়াচ্ছে ততই বিপদ বাড়ছে উত্তরাখণ্ডের (Uttarakhand) যোশীমঠে (Joshimath)। আরো পড়ুন
শুক্র, শনি, রবি, সোম এই চারদিনে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা। আরো পড়ুন
রাস্তায় স্ত্রীকে ইট দিয়ে মাথা থেঁতলে খুন করে সোজা পুলিশের কাছে গিয়ে ধরা দিলেন স্বামী। আরো পড়ুন
যে সংস্থার নজরদারিতে ধর্ষিতার পরিবারের হাতে আর্থিক সাহায্য পৌঁছনোর কথা, তারাই শুনানি পিছোনোর আবেদন করছে বারবার। আরো পড়ুন
রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী শিবিরে গিয়ে বৃহস্পতিবার থেকেই লালন শেখের রহস্য-মৃত্যুর তদন্ত শুরু করেছে সিআইডি। আরো পড়ুন
ট্যাংরায় একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়েছে। আরো পড়ুন