সন্ত্রাস-বিরোধী জাতীয় তদন্ত সংস্থার শক্তিবৃদ্ধি করতে একটি আইন পাশ হল লোকসভায়। ওই আইনের বলে সংস্থাকে দেশের বাইরে থাকা ভারতীয়দের উপরে হওয়া হামলার বিষয়েও তদন্ত করার ক্ষমতা দেওয়া হল। সরকার ও বিরোধীদের মধ্যে তীব্র বাদানুবাদের পরে এই বিল পাশ হল। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিরোধীদের তোলা বিলটির ‘অপব্যবহার’-এর অভিযোগকে উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়ে দেন, সরকার কখনও ধর্মের ভিত্তিতে এর অপব্যবহার করবে না। তিনি বলেন, সরকার সন্ত্রাসবাদকে খতম করতে প্রতিজ্ঞাবদ্ধ, অভিযুক্তর ধর্মকে নয়। অমিত শাহ আক্রমণ করেন পূর্বতন কংগ্রেস সরকারকে। বা অ্যান্টি-টেরর প্রিভেনশন অফ টেররিজম অ্যাক্ট-এর প্রসঙ্গ তুলে তিনি বলেন, এটা করা যায়নি অপব্যবহারের ধুয়ো তুলে। যা আসলে ভোট ব্যাঙ্ক বাঁচানোর জন্যই করা হয়নি।
তিনি বলেন, POTA বাতিল হওয়ার পরেই সন্ত্রাসবাদী হানা ঘটেছিল। ওই একই ইউপিএ সরকার মুম্বইয়ের ২৬/১১ পরবর্তী সময়ে NIA গঠন করেছিল বলেও জানান তিনি।প্রস্তাবিত আইন প্রণয়নের ব্যাপারে সকলের সমর্থন প্রার্থনা করে অমিত বলেন, কক্ষের মধ্যে এই বিষয়ে ভিন্ন মত তৈরি হলে তা ভুল বার্তা দিয়ে হাত শক্ত করবে সন্ত্রাসবাদীদেরই।
কোনও কোনও বিরোধী নেতা এই বিলের প্রসঙ্গে সরকারের সমালোচনা করে অভিযোগ করে বলেন, সরকার চেষ্টা করছে তদন্তকারী সংস্থাকে রাজনৈতিক হিংসার কাজে লাগাতে।
কোনও কোনও সাংসদ বলেন, সন্ত্রাস-বিরোধী আইনের সাহায্য নিয়ে নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে আক্রমণ করা হচ্ছে। অমিত শাহ (Amit Shah) সেই অভিযোগের উত্তরে বলেন, ‘‘আমাকে এটা পরিষ্কার করে নিতে দিন। মোদি সরকারের তেমন কোনও উদ্দেশ্য নেই। তার একমাত্র লক্ষ্য সন্ত্রাসবাদকে খতম করা। কিন্তু আমরা পদক্ষেপ করার সময় অভিযুক্তর ধর্ম দেখব না।”
কলকাতা এবং বিধাননগর এলাকায় কোনও হুক্কা বার বন্ধ করা যাবে না— জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। আরো পড়ুন
পশ্চিমবঙ্গ সরকারের বেশ কয়েকটি দফতরের সচিব পর্যায়ে রদবদল ঘটানো হয়েছে। আরো পড়ুন
কুবেরের ধন মিলল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বিড়ি কারখানা, গুদাম এবং চালকল থেকে। আরো পড়ুন
যত সময় গড়াচ্ছে ততই বিপদ বাড়ছে উত্তরাখণ্ডের (Uttarakhand) যোশীমঠে (Joshimath)। আরো পড়ুন
শুক্র, শনি, রবি, সোম এই চারদিনে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা। আরো পড়ুন
রাস্তায় স্ত্রীকে ইট দিয়ে মাথা থেঁতলে খুন করে সোজা পুলিশের কাছে গিয়ে ধরা দিলেন স্বামী। আরো পড়ুন
যে সংস্থার নজরদারিতে ধর্ষিতার পরিবারের হাতে আর্থিক সাহায্য পৌঁছনোর কথা, তারাই শুনানি পিছোনোর আবেদন করছে বারবার। আরো পড়ুন
রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী শিবিরে গিয়ে বৃহস্পতিবার থেকেই লালন শেখের রহস্য-মৃত্যুর তদন্ত শুরু করেছে সিআইডি। আরো পড়ুন
ট্যাংরায় একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়েছে। আরো পড়ুন