একের পর এক ধামাকা বিগ বস ১৩ নিয়ে। প্রথমে সলমন খানের পারিশ্রমিক নিয়ে চলছিল জোর জল্পনা। এবার, জাইরা ওয়াসিমকে নাকি বিগ বস ১৩-য় অংশ নেবার জন্য অনুরোধ করেছিল টিম বিগ বস। তাদেরকে নাকি মুখের ওপর না বলে দিয়েছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে চর্চা। বলিউড নিয়ে যে মেয়ে বীতশ্রদ্ধ সে যে বিগ বসের মতো বিতর্কিত রিয়েলিটি শো-য়ে অংশ নেবে না, এটাই তো স্বাভাবিক।
বিগ বস সূত্রে আরও জানা যাচ্ছে, শো-য়ে অংশ নেবার জন্য জাইরাকে নাকি ১.২ কোটি টাকা অফার করা হয়েছিল। কিন্তু জাইরা সবিনয়ে সেই প্রস্তাব নাকচ করে দেন। এক সপ্তাহ আগেই বলিউডকে বিদায় জানিয়েছেন জাইরা। তারপর তিনি বিগ বস ১৩-য় অংশ নিলে স্বাভাবিক ভাবেই টিআরপি বাড়ত শো-য়ের। সেই চিন্তা থেকেই সম্ভবত বিগ বস টিম তাঁকে আমন্ত্রণ জানিয়েছিল। কিন্তু জাইরা না বলে জল ঢেলে দিলেন সেই সম্ভাবনায়।
এদিকে শুরুতে এমনটাও শওনা গেছিল, সলমন খান নাকি এবারের শো সঞ্চালনা করতে ৪০০ কোটি টাকা নেবেন। পরে ভাইজানের তরফ থেকে জানানো হয়েছে, তিনি গতবারের থেকে ১ শতাংশ বেশি টাকা নিচ্ছেন। অর্থাৎ, হিসেব মতো তাঁর এই সিজনের পারিশ্রমিক ২০০ কোটি। আগের বার শো-পিছু প্রতি হপ্তায় তাঁর পারিশ্রমিক ছিল ১১ কোটি টাকা। এবার সেটা বেড়ে হচ্ছে ১৩ কোটি।
দিওয়ানা মস্তানা-র পাপ্পু পেজার কিংবা মিস্টার ইন্ডিয়ার ক্যালেন্ডার আর নেই। আরো পড়ুন
অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। আরো পড়ুন
বিবাহের পরবর্তী অনুষ্ঠানে ব্যস্ত নবদম্পতি সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণী। আরো পড়ুন
প্রেক্ষাগৃহে পাঠান মুক্তির পর পেরিয়ে গিয়েছে কয়েক সপ্তাহ। আরো পড়ুন
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র হেনস্থার শিকার। আরো পড়ুন
এমনিতেই তারকাদের বিয়েতে নিরাপত্তার দিকে বাড়তি নজর দেওয়া হয়। আরো পড়ুন
একদিকে যখন ঘুম ভেঙে উঠে, চোখ কচলে শাহরুখ দর্শকে প্রেক্ষাগৃহে ছুটছে শহরবাসী, তখনই অনলাইনে ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ কিং খান-এর 'পাঠান' (Pathaan)! আরো পড়ুন
কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল একটি ছবি, যেখানে সাদা চাদর গায়ে মক্কায় দেখা গিয়েছিল শাহরুখ খানকে। আরো পড়ুন
যত বড় ভক্তই হন, যেখানে-সেখানে অমিতাভ বচ্চনের ছবি আর লাগিয়ে রাখা যাবে না। আরো পড়ুন
চূড়ান্ত ব্যস্ততা। ঝলমলে বেশে এ দিক-সে দিক ছুটে বেড়াচ্ছেন কৃতি শ্যানন। আরো পড়ুন