রাজ্য পুলিশের তরফে তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলাগুলি কোনও স্বাধীন সংস্থাকে হস্তান্তরের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন আইপিএস তথা বিজেপি নেত্রী ভারতী ঘোষ। তাঁর অভিযোগ, লোকসভা নির্বাচনের আবহে, তিনি বিজেপিতে যোগ দেওয়ার পরেই, তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলায় ১০টি এফআইআর রুজু করা হয়। এমনকী, ভোটের পরে আরও চারটি মামলা এফআইআর দায়ের করা হয়। ভারতীর বক্তব্যের বিরোধিতা করে রাজ্য সরকার জানায়, বিষয়টিতে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতে পারে না। বরং মামলাটি হাইকোর্টে স্থানান্তরিত করা উপযুক্ত পদক্ষেপ হবে বলে জানায় মন্তব্য করে রাজ্য সরকার।
মামলাটি শুনানির জন্য ২৮ অগস্ট দিন ধার্য করে বিচারপতি অশোক ভুষণ এবং বিচারপতি নবীন সিনহার বেঞ্চ। ভারতী ঘোষের হয়ে সওয়াল করেন বর্ষীয়ান আইনজীবী মহেশ জেঠমালানি। আদালতে তিনি বলেন, ভারতী ঘোষের বিরুদ্ধে মিথ্যা মামলা রুজু করা হয়েছে এবং তিনি চান, মামলাগুলি কোনও স্বাধীন সংস্থার হাতে তুলে দেওয়া হোক।
ভারতীর আইনজীবীর বক্তব্যের বিরোধিতা করেন, রাজ্য সরকারের আইজীবী কপিল সিব্বল। তিনি বলেন, এই বিষয়টিতে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতে পারে না, এবং মামলাটি হাইকোর্টে পাঠানোই যথোপযুক্ত হবে।
আদালত জানায়, তারা বিস্তরিতভাবে মামলাটি শুনবে এবং ১৯ ফেব্রুয়ারি ভারতী ঘোষকে গ্রেফতারি থেকে যে সুরক্ষা দেওয়া হয়েছিল, কোনও নির্দেশ ছাড়া সেই সুরক্ষা অব্যাহত থাকবে।
একসময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন ভারতী ঘোষ। প্রাক্তন আইপিএস তথা বিজেপি নেত্রীর অভিযোগ, এখনও পর্যন্ত মোট তাঁর বিরুদ্ধে মোট ১০টি মামলা রুজু করেছে পুলিশ, তারধ্যে একটি মামলা রয়েছে তোলাবাজি ও বাতিল নোটের বিনিময়ে সোনার অবৈধ বদলের অভিযোগও। COMMENT
সুপ্রিম বলে, পরবর্তী কোনও নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারতী ঘোষের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবেনা, এবং তিন সপ্তাহ পরে মামলার শুনানির দিন ধার্য করে। রাজ্য সরকারের তরফে দাবি করা হয়, ভারতী ঘোষ যে তোলাবাজির সঙ্গে যুক্ত এবং বাতিল নোটের বিনিময়ে সোনা নিয়েছিলেন, তার যথেষ্ঠ প্রমাণ রয়েছে।
কলকাতা এবং বিধাননগর এলাকায় কোনও হুক্কা বার বন্ধ করা যাবে না— জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। আরো পড়ুন
পশ্চিমবঙ্গ সরকারের বেশ কয়েকটি দফতরের সচিব পর্যায়ে রদবদল ঘটানো হয়েছে। আরো পড়ুন
কুবেরের ধন মিলল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বিড়ি কারখানা, গুদাম এবং চালকল থেকে। আরো পড়ুন
যত সময় গড়াচ্ছে ততই বিপদ বাড়ছে উত্তরাখণ্ডের (Uttarakhand) যোশীমঠে (Joshimath)। আরো পড়ুন
শুক্র, শনি, রবি, সোম এই চারদিনে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা। আরো পড়ুন
রাস্তায় স্ত্রীকে ইট দিয়ে মাথা থেঁতলে খুন করে সোজা পুলিশের কাছে গিয়ে ধরা দিলেন স্বামী। আরো পড়ুন
যে সংস্থার নজরদারিতে ধর্ষিতার পরিবারের হাতে আর্থিক সাহায্য পৌঁছনোর কথা, তারাই শুনানি পিছোনোর আবেদন করছে বারবার। আরো পড়ুন
রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী শিবিরে গিয়ে বৃহস্পতিবার থেকেই লালন শেখের রহস্য-মৃত্যুর তদন্ত শুরু করেছে সিআইডি। আরো পড়ুন
ট্যাংরায় একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়েছে। আরো পড়ুন