উত্তরবঙ্গে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। রবিবার উত্তরবঙ্গের হিমালয় পার্শ্ববর্তী জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে সেখানকার মানুষদের সতর্ক করল আবহাওয়া দফতর। সরকারী সূত্র মারফৎ খবর, এমনিতেই মঙ্গলবার থেকে লাগাতার বৃষ্টিপাতের কারণে দার্জিলিং জেলার বেশ কয়েকটি স্থানে ধস নেমেছে। এর জেরে পাহাড়ে যানবাহন চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়েছে।এরপরেও আবহাওয়া দফতর সতর্কবার্তা জারি করে রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং,কালিম্পং,জলপাইগুড়ি,আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।কয়েকদিন ধরে উত্তরবঙ্গের জেলাগুলিত চলছে নাগাড়ে বৃষ্টি। ইতিমধ্যেই ডুয়ার্স এলাকার বেশ কয়েকটি নিচু এলাকা, অনেকগুলি চা বাগানে লাগাতার বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।সরকারী সূত্র জানিয়েছে, জেলা প্রশাসনের সহায়তায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়া এলাকাগুলি অর্থাৎ ধূপগুড়ি,ময়নাগুড়ি,আলিপুরদুয়ার থেকে মানুষজনকে সরিয়ে এনে আশেপাশের উঁচু এলাকায় অবস্থিত স্কুলগুলিতে আশ্রয় দেওয়া হয়েছে।
আগামী ৩ দিন উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও ভারী বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।এখনও পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কালিম্পঙে ৪৪ মিমি,শিলিগুড়িতে ৩২মিমি,দার্জিলিঙে ২৮.৪ মিমি, কোচবিহারে ২৮.৮ মিমি এবং জলপাইগুড়িতে ১১.৫ মিমি বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
এর উপর আবার রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, তাই আশঙ্কায় ভুগছেন দার্জিলিং,কালিম্পং,জলপাইগুড়ি,আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় মানুষজন।প্রশাসনের পক্ষ থেকেও এই পরিস্থিতি সামাল দিতে আগাম প্রস্তুতি নিয়ে রাখা হচ্ছে। ইতিমধ্যেই ডুয়ার্স এলাকার বেশ কয়েকটি নিচু এলাকা, অনেকগুলি চা বাগানে লাগাতার বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
নিজাম প্যালেসের সিবিআই দফতরে পৌঁছছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরো পড়ুন
মাধ্যমিকের ফলপ্রকাশ। পরীক্ষা শেষের ৭৬ দিনের মাথায় প্রকাশিত হল মাধ্যমিকের ফল। আরো পড়ুন
অঙ্কিতা অধিকারীর চাকরি বাতিলের পর ববিতা সরকারের চাকরিও বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। আরো পড়ুন
পশ্চিমবঙ্গে এনআরসি হতে দেব না। এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো পড়ুন
বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে মারধর করে খুনের ঘটনায় উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের জেলার ময়নার বাকচা। আরো পড়ুন
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে নিয়োগ সংক্রান্ত মামলা সরানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আরো পড়ুন
জেলে ঢোকার সময় পার্থ চট্টোপাধ্যায়ের আঙুল ফোলা ছিল। আরো পড়ুন
বিজেপিতে ফিরতে দিল্লিতে গিয়ে হত্যে দিয়ে পড়ে আছেন মুকুল রায়। আরো পড়ুন