উত্তরবঙ্গে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। রবিবার উত্তরবঙ্গের হিমালয় পার্শ্ববর্তী জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে সেখানকার মানুষদের সতর্ক করল আবহাওয়া দফতর। সরকারী সূত্র মারফৎ খবর, এমনিতেই মঙ্গলবার থেকে লাগাতার বৃষ্টিপাতের কারণে দার্জিলিং জেলার বেশ কয়েকটি স্থানে ধস নেমেছে। এর জেরে পাহাড়ে যানবাহন চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়েছে।এরপরেও আবহাওয়া দফতর সতর্কবার্তা জারি করে রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং,কালিম্পং,জলপাইগুড়ি,আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।কয়েকদিন ধরে উত্তরবঙ্গের জেলাগুলিত চলছে নাগাড়ে বৃষ্টি। ইতিমধ্যেই ডুয়ার্স এলাকার বেশ কয়েকটি নিচু এলাকা, অনেকগুলি চা বাগানে লাগাতার বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।সরকারী সূত্র জানিয়েছে, জেলা প্রশাসনের সহায়তায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়া এলাকাগুলি অর্থাৎ ধূপগুড়ি,ময়নাগুড়ি,আলিপুরদুয়ার থেকে মানুষজনকে সরিয়ে এনে আশেপাশের উঁচু এলাকায় অবস্থিত স্কুলগুলিতে আশ্রয় দেওয়া হয়েছে।
আগামী ৩ দিন উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও ভারী বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।এখনও পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কালিম্পঙে ৪৪ মিমি,শিলিগুড়িতে ৩২মিমি,দার্জিলিঙে ২৮.৪ মিমি, কোচবিহারে ২৮.৮ মিমি এবং জলপাইগুড়িতে ১১.৫ মিমি বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
এর উপর আবার রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, তাই আশঙ্কায় ভুগছেন দার্জিলিং,কালিম্পং,জলপাইগুড়ি,আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় মানুষজন।প্রশাসনের পক্ষ থেকেও এই পরিস্থিতি সামাল দিতে আগাম প্রস্তুতি নিয়ে রাখা হচ্ছে। ইতিমধ্যেই ডুয়ার্স এলাকার বেশ কয়েকটি নিচু এলাকা, অনেকগুলি চা বাগানে লাগাতার বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
প্রাথমিকের নিয়োগ পরীক্ষার উত্তরপত্র বা ওএমআর শিটে ‘গুপ্ত সঙ্কেত’ ব্যবহার করে চলত দুর্নীতি! আরো পড়ুন
মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস থেকে গণ টোকাটুকির অভিযোগ উঠেছে অনেক বারই। আরো পড়ুন
পাঁচ দিনের মিনি শীতের স্পেল শুরু হয়ে গেল বৃহস্পতিবার থেকে। আরো পড়ুন
কলকাতা এবং বিধাননগর এলাকায় কোনও হুক্কা বার বন্ধ করা যাবে না— জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। আরো পড়ুন
পশ্চিমবঙ্গ সরকারের বেশ কয়েকটি দফতরের সচিব পর্যায়ে রদবদল ঘটানো হয়েছে। আরো পড়ুন
কুবেরের ধন মিলল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বিড়ি কারখানা, গুদাম এবং চালকল থেকে। আরো পড়ুন
যত সময় গড়াচ্ছে ততই বিপদ বাড়ছে উত্তরাখণ্ডের (Uttarakhand) যোশীমঠে (Joshimath)। আরো পড়ুন
শুক্র, শনি, রবি, সোম এই চারদিনে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা। আরো পড়ুন