সারা দেশে এখন মানুষ মারার স্লোগান হয়ে উঠেছে ‘জয় শ্রী রাম’ ধ্বনি। শুক্রবার নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেন, সারা দেশে এখন মানুষকে মারতেই এই বিশেষ ধর্মীয় ধ্বনি ব্যবহার করা হচ্ছে। কলকাতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটি আলোচনাসভায় অমর্ত্য সেন বলেন, “আমি আগে এইভাবে জয় শ্রী রাম ধ্বনি শুনিনি। এখন জনগণকে মারধর করার জন্য এটা ব্যবহার করা হচ্ছে। আমি মনে করি, বাঙালির সংস্কৃতির সঙ্গে এর কোনও সম্পর্ক নেই”।
প্রবীণ এই অর্থনীতিবিদ আরও জানান, এতকাল হয়ে গেল, এর আগে এই রাজ্যে কখনও রামনবমী উদযাপন হতে শোনেননি তিনি। কিন্তু এই উৎসব এখন জনপ্রিয়তা অর্জন করেছে। অমর্ত্য সেন বলেন, “আমি আগে কখনও রাম নবমীর কথা শুনিনি। আমার চার বছরের নাতনিকে জিজ্ঞেস করলাম, তোমার প্রিয় দেবতা কে? সে বলল, মা দুর্গা। মা দুর্গার গুরুত্বের সঙ্গে রামনবমীর তুলনাই করা যায় না।”
তিনি আরও বলেন, “যদি কোনও নির্দিষ্ট ধর্মের মানুষ অবাধে চলাফেরা করতে ভয় পায় অথবা সব সময় নিরাপত্তাহীনতায় ভোগে তাহলে এটি একটি গুরুতর বিষয়।” যেদিন অমর্ত্য রাজ্য তথা দেশের অবস্থা নিয়ে এমন মন্তব্য করেছেন তার দিন কয়েক আগেই পুরনো দিল্লিতে পার্কিংয়ে গাড়ি রাখা নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে একটি মন্দিরে ব্যাপক ভাঙচুর চালানো হয়।
পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ অবশ্য অমর্ত্য সেনের এই মন্তব্যের সমালোচনা করেছেন। অর্থনীতিবিদকে আক্রমণ করে দিলীপ ঘোষ বলেন, “অমর্ত্য সেন সম্ভবত বাংলাকে জানেন না। তিনি বাঙালি বা ভারতীয় সংস্কৃতি সম্পর্কে কী জানেন? জয় শ্রী রাম সমস্ত গ্রামে গ্রামেই মন্ত্রের মতো উচ্চারিত হয় কথা বলেছিলেন। এখন সারা বাংলা এই কথাই বলে।”
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত মে মাসে উত্তর ২৪ পরগনা জেলায় তাঁর যাত্রাপথে ‘জয় শ্রী রাম’ স্লোগান শুনে গাড়ি থেকে নেমে আসেন। গত কয়েক মাস ধরেই তৃণমূল কংগ্রেস ও বিজেপির কর্মীদের মধ্যে ‘জয় শ্রী রাম’ স্লোগানকে নিয়ে হাতাহাতি থেকে সংঘর্ষের একাধিক উদাহরণ তৈরি হয়েছে রাজ্যে।
কলকাতা এবং বিধাননগর এলাকায় কোনও হুক্কা বার বন্ধ করা যাবে না— জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। আরো পড়ুন
পশ্চিমবঙ্গ সরকারের বেশ কয়েকটি দফতরের সচিব পর্যায়ে রদবদল ঘটানো হয়েছে। আরো পড়ুন
কুবেরের ধন মিলল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বিড়ি কারখানা, গুদাম এবং চালকল থেকে। আরো পড়ুন
যত সময় গড়াচ্ছে ততই বিপদ বাড়ছে উত্তরাখণ্ডের (Uttarakhand) যোশীমঠে (Joshimath)। আরো পড়ুন
শুক্র, শনি, রবি, সোম এই চারদিনে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা। আরো পড়ুন
রাস্তায় স্ত্রীকে ইট দিয়ে মাথা থেঁতলে খুন করে সোজা পুলিশের কাছে গিয়ে ধরা দিলেন স্বামী। আরো পড়ুন
যে সংস্থার নজরদারিতে ধর্ষিতার পরিবারের হাতে আর্থিক সাহায্য পৌঁছনোর কথা, তারাই শুনানি পিছোনোর আবেদন করছে বারবার। আরো পড়ুন
রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী শিবিরে গিয়ে বৃহস্পতিবার থেকেই লালন শেখের রহস্য-মৃত্যুর তদন্ত শুরু করেছে সিআইডি। আরো পড়ুন
ট্যাংরায় একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়েছে। আরো পড়ুন