কার্তারপুর করিডোর নিয়ে রবিবার দ্বিতীয় দফার বৈঠকে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান দুই প্রতিবেশি দেশের উচ্চপদস্থ অফিসারেরা। দুই দেশের শিখ তীর্থযাত্রীদের জন্য তৈরি এই করিডোরের পাক কমিটি থেকে সদ্য সরিয়ে দেওয়া হয়েছে খালিস্তান নেতা গোপাল সিং চাওয়ালকে। তার ঠিক একদিন পরেই অনুষ্ঠিত হচ্ছে এই বৈঠক।
বৈঠকে ভারতের হয়ে আলোচনায় বসবেন স্বরাষ্ট্র মন্ত্রকের (বিদেশ) যুগ্ম-সচিব অনিল মালিক। ইসলামাবাদের প্রতিনিধিত্ব করবেন দক্ষিণ এশিয়ায় অধিকর্তা তথা পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহম্মদ ফয়সল। ওয়াঘায় আজ সকাল সাড়ে ন-টায় বসবে এই বৈঠক। ভারতের পক্ষ থেকে আশা করা হচ্ছে, তীর্থযাত্রীদের নিরাপত্তা বিষয়ক পরিকাঠামো সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং সমাধান সূত্র বেরিয়ে আসবে এই বৈঠক থেকে।
দুই দেশের শিখ তীর্থযাত্রীরা যাতে সহজেই ভারত এবং পাকিস্তানের গুরুদ্বারে অবাধে তীর্থযাত্রায় যোগ দিতে পারে তার জন্য ইতিমধ্যেই জিরো লাইনে একটি সেতু নির্মাণের কাজ শুরু করেছে।
এবিষয়ে ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এক উচ্চপদস্থ অফিসারের বক্তব্য, “বর্ষাকালে এলাকাটি প্রায়ই বন্যায় ভেসে যায়। বিশেষ করে ভারতের অন্তর্গত রবি নদীতে জল বেড়ে গেলেই সেই জল প্লাবিত করে করিডোরের একাংশ। তাই ইসলামাবাদের কাছে আমাদের সনির্বন্ধ অনুরোধ, আমাদের তরফ থেকে যেমন একটি সেতু তৈরি করা হচ্ছে একই ভাবে ইসলামাবাদ যদি তাদের অংশে আরও একটি সেতু নির্মাণ করে তাহলে তীর্থযাত্রীরা বর্ষার মরশুমেও নিশ্চিন্তে যাতাযাত করতে পারবেন।”
নাম প্রকাশে অনিচ্ছুক ওই অফিসার আরও জানান, “ইতিমধ্যেই পাকিস্তানের সঙ্গে করিডোরের প্রযুক্তিগত দিক নিয়ে তিনবার বৈঠক করেছে ভারত। কিন্তু বন্যা থেকে নাগরিকদের জীবন ও সম্পত্তি বাঁচাতে করিডোরে সেতু নির্মাণের অনুমতি এখনও পায়নি দেশ।”
প্রসঙ্গত, গুরপদাসপুরের যে অংশ থেকে এই করিডোর তৈরি করা হবে সেটি বন্যাপ্রবণ এলাকা বলে বরাবর চিহ্নিত। ২০১৩-য় রবি নদীর বন্যায় ভেসে গিয়েছিল পাঞ্জাবের এই অঞ্চল। ব্যাপক ক্ষতি হয়েছিল সাধারণ মানুষের।
“এই মরশুমে আমরা দেখব, সেতু নির্মাণের ফলে কতটা উপকৃত হচ্ছে অঞ্চলের সাধারণ মানুষ”, জানান অফিসার। একই সঙ্গে তিনি আরও বলেন, হাইওয়ে তৈরির কাজ শেষ হয়ে যাবে সেপ্টেম্বরেই। অক্টোবরে শেষ হবে বাকি সাইটের কাজ। করিডোর নির্মাণের পর গুরুদাসপুর জেলার ডেরা বাবা নানক গুরুদ্বারের সঙ্গে পাকিস্তানের কার্তরপুরের দরবার সাহেব সংযুক্ত হলেই এই করিডোর দিয়ে অবাধে যাতাযাত করতে পারবেন ভারতীয় শিখ তীর্থযাত্রীরা। এই যাতাযাতের জন্য তাঁদের কোনও ভিসা লাগবে না।
গত ১৪ ই মার্চ করিডোর নিয়ে প্রথম আলোচনায় বসে দুই দেশ। গত ২ এপ্প্ররিল দ্থবিতীয় স্তরের আলোচনা ভেস্তে যায় নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে। গত মে মাসে ভারতের ফ৭ থেকে অভিযোগ দজানানো হয়, তীর্থযাত্রার জন্য নির্মিত এই করিডোর নিয়েও তলায় তলায় খালিস্তানিদের মদত দিচ্ছে পাকিস্তান। এরপরেই চলতি মাসে কমিটি থেকে সরিয়ে দেওয়া হয় গোপাল সিং চাওয়ালকে।
গরুপাচার মামলায় সিবিআইয়ের দশম তলব এড়ালেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। আরো পড়ুন
সোমবার কলকাতা গেলেও সিবিআইয়ের ডাকে নিজাম প্যালেসে যাননি অনুব্রত (কেষ্ট) মণ্ডল। আরো পড়ুন
টাকা তাঁর নয়। মঙ্গলবার এমনই দাবি করলেন অর্পিতা মুখোপাধ্যায়। আরো পড়ুন
রাজ্য মন্ত্রিসভায় রদবদল। একথা নিশ্চিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। আরো পড়ুন
প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হল রিয়েল এস্টেটে বিনিয়োগের নথিপত্র। আরো পড়ুন
বৃহস্পতিবার তাঁর মন্ত্রিসভার বৈঠকের দিকে নজর ছিল গোটা রাজ্যের। আরো পড়ুন
শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতিতে আর্থিক তছরুপের তদন্তে নেমে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ বান্ধবীর বাড়ি থেকে তাড়া তাড়া টাকা উদ্ধার করেছে ইডি। আরো পড়ুন