না, আর ছাড় নেই, এবার আরও শক্ত হাতে হাল ধরতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । অনেকটা যেন সেই লক্ষ্যেই সংসদের অধিবেশনে যে সব মন্ত্রীরা অনুপস্থিত রয়েছেন তার তালিকা চাইলেন তিনি। মঙ্গলবার সন্ধের মধ্যেই প্রধানমন্ত্রীর হাতে ওই তালিকা পৌঁছতে হবে, দেওয়া হয়েছে এমন কড়া নির্দেশও। বিজেপির সংসদীয় বৈঠকে লোকসভায় যে সব মন্ত্রীরা গরহাজির থাকছেন তার তালিকা তলব করেন প্রধানমন্ত্রী।বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকে “রাজনীতির উর্ধ্বে উঠে কাজ” করার ব্যাপারে দলীয় সাংসদদের পরামর্শও দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই বৈঠকে দেশের সাম্প্রতিক জলসংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী মোদী সাংসদদের নিজেদের নির্বাচনী এলাকার আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসতে এবং জনগণের সামগ্রিক সমস্যা নিয়ে আলোচনা করারও পরামর্শ দেন।
প্রধানমন্ত্রী মোদি দলীয় সাংসদের পরামর্শ দেন যে, “সাংসদদের অবশ্যই তাঁদের নির্বাচনী এলাকায় গিয়ে কিছু না কিছু অনন্য কাজ করতে হবে, স্থানীয় প্রশাসনের সঙ্গে মিলে মিশে কাজ করতে হবে এবং সামাজিক কাজেও অংশগ্রহণ করতে হবে”। সংসদীয় বৈঠকে বারবার এই বিষয়গুলিতে প্রধানমন্ত্রী জোর দিয়েছেন বলে সূত্রের খবর।
পাশাপাশি দেশের বেশ কিছু জায়গায় ফের মাথাচাড়া দিয়ে উঠছে যক্ষ্মারোগ। এ বিষয়টিকেও উল্লেখ করে প্রধানমন্ত্রী দলের সাংসদদের “জোর কদমে কাজ” করারও নির্দেশ দেন বলে জানা গেছে।
নিজাম প্যালেসের সিবিআই দফতরে পৌঁছছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরো পড়ুন
মাধ্যমিকের ফলপ্রকাশ। পরীক্ষা শেষের ৭৬ দিনের মাথায় প্রকাশিত হল মাধ্যমিকের ফল। আরো পড়ুন
অঙ্কিতা অধিকারীর চাকরি বাতিলের পর ববিতা সরকারের চাকরিও বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। আরো পড়ুন
পশ্চিমবঙ্গে এনআরসি হতে দেব না। এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো পড়ুন
বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে মারধর করে খুনের ঘটনায় উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের জেলার ময়নার বাকচা। আরো পড়ুন
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে নিয়োগ সংক্রান্ত মামলা সরানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আরো পড়ুন
জেলে ঢোকার সময় পার্থ চট্টোপাধ্যায়ের আঙুল ফোলা ছিল। আরো পড়ুন
বিজেপিতে ফিরতে দিল্লিতে গিয়ে হত্যে দিয়ে পড়ে আছেন মুকুল রায়। আরো পড়ুন