গত সপ্তাহে লোকসভায় বক্তব্য রাখেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সেখানে তাঁর উল্লেখ করা ফ্যাসিবাদের সাতটি লক্ষণ, গত সপ্তাহেই ভাইরাল হয়ে যায়। তাঁর বক্তব্যের কপি নকল করা বলে অভিযোগ ওঠে সোশ্যাল মিডিয়ায়। “ভয়ঙ্কর আতঙ্ক” প্রকাশ করে বিজেপির “ট্রোল আর্মি” এবং “শাসকদলের অনুগত থাকা সংবাদমাধ্যমের একাংশের” বিরুদ্ধে তোপ দাগেন তিনি। ওয়াশিংটন মান্থলির তরফে ট্যুইট করে দাবি করা হয়, “ফ্যাসিবাদের ১২টি অগ্রিম লক্ষণ” শীর্ষক যে আর্টিকেলটি তারা প্রকাশ করেছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে, সেখান থেকেই বক্তব্যের অংশ তুলে ধরেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।
তৃণমূল সাংসদ বলেন, যে পোস্টারের প্রসঙ্গ টেনে তিনি কথাটি বলেছেন, আর্টিকেলে সেটিকেই উদ্ধৃত করা হয়েছে। একটি বিবৃতিতে কৃষ্ণনগরের এই তৃণমূল সাংসদ বলেন, “সেটাই নকল করা বা চুরি করা হয়, যখন কেউ সূত্রের কথা না বলেন। আমার বক্তৃতায় আমি সূত্র উল্লেখ করেছি, ফ্যাসিবাদের ১৪টি অগ্রিম লক্ষণ সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানী ডঃ লয়ারেন্স ডব্লু ব্রিটের পোস্টারের প্রসঙ্গ তুলে ধরেছি। আমি ভারতে ৭টি লক্ষণ প্রাসঙ্গিক মনে করেছি এবং সেগুলি বিস্তারিতভাবে বলেছি”।
তিনি আরও বলেন, “আমার বক্তব্য আমার হৃদয় থেকে এসেছে এবং প্রত্যেক ভারতীয় যাঁরা এটি শেয়ার করেছেন, তাঁরাও মন থেকেই করেছেন। আমি আবার বলছি… “বাঁধনে মুঝে তু আয়া হ্যায়, জঞ্জীর বড়ি ক্যায়া লায়া হ্যায়”।
রাষ্ট্রপতির বক্তৃতার ওপর বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বক্তব্য রাখেন ২৫ জুন। তাঁর সেই বক্তব্য ছড়িয়ে পড়ে। এই প্রথমবার সাংসদ হলেন মহুয়া মৈত্র, আগে ইনভেস্টমেন্ট ব্যাঙ্কের কর্মী ছিলেন তিনি। নিজের বক্তব্যে মহুয়া মৈত্র বলেন, তিনি যখন “বিনম্র চিত্তে” বিজেপির প্রতি মানুষের রায় মেনে নিয়েছেন, সুতরাং, বিরোধীদের বক্তব্যও তাদের শুনতে হবে।
মহুয়া মৈত্রের কথায়, “আপনি বলতেই পারেন, আচ্ছে দিন এসেছে, এবং ভারতের শাসকের সূর্য কখনই অস্ত যাবেন না, এমনটাই চায় সরকার। তবে আপনি লক্ষণগুলি ভুলে যাচ্ছেন। যদি আপনি চোখ খোলা রাখেন, আপনি দেখতে পাবেন, দেশে যথেষ্ট বিচ্ছিন্নতা রয়েছে”।
কলকাতা এবং বিধাননগর এলাকায় কোনও হুক্কা বার বন্ধ করা যাবে না— জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। আরো পড়ুন
পশ্চিমবঙ্গ সরকারের বেশ কয়েকটি দফতরের সচিব পর্যায়ে রদবদল ঘটানো হয়েছে। আরো পড়ুন
কুবেরের ধন মিলল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বিড়ি কারখানা, গুদাম এবং চালকল থেকে। আরো পড়ুন
যত সময় গড়াচ্ছে ততই বিপদ বাড়ছে উত্তরাখণ্ডের (Uttarakhand) যোশীমঠে (Joshimath)। আরো পড়ুন
শুক্র, শনি, রবি, সোম এই চারদিনে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা। আরো পড়ুন
রাস্তায় স্ত্রীকে ইট দিয়ে মাথা থেঁতলে খুন করে সোজা পুলিশের কাছে গিয়ে ধরা দিলেন স্বামী। আরো পড়ুন
যে সংস্থার নজরদারিতে ধর্ষিতার পরিবারের হাতে আর্থিক সাহায্য পৌঁছনোর কথা, তারাই শুনানি পিছোনোর আবেদন করছে বারবার। আরো পড়ুন
রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী শিবিরে গিয়ে বৃহস্পতিবার থেকেই লালন শেখের রহস্য-মৃত্যুর তদন্ত শুরু করেছে সিআইডি। আরো পড়ুন
ট্যাংরায় একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়েছে। আরো পড়ুন