প্রয়াত প্রবীণ কংগ্রেস নেত্রী শীলা দীক্ষিত। ৩ বার দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব সামলেছেন তিনি। শনিবার দিল্লির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।তাঁর পরিবার সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৩টে ৩০ নাগাদ প্রয়াত হন শীলা দীক্ষিত। ১৯৯৮ থেকে ২০০৩ সালের মধ্যে টানা ৩ বার দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব সামলেছেন শ্রীমতি দীক্ষিত। পরে তাঁকে হারিয়ে দিল্লিতে সরকার গড়ে রাজধানীর মন্ত্রী হন অরবিন্দ কেজরিওয়াল। বর্তমানে দিল্লি কংগ্রেসের প্রধান হিসাবে দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। চলতি বছরের জানুয়ারি থেকে ওই দায়িত্ব সামলাচ্ছিলেন প্রবীণ ওই কংগ্রেস নেত্রী।
“শ্রীমতি শীলা দীক্ষিতের প্রয়াণের খবরে আমরা শোকাহত। আজীবন কংগ্রেসের সদস্য হিসাবে কাজ করে গেছেন তিনি। দিল্লি মুখ্যমন্ত্রী হিসাবে ৩-৩বার রাজধানীর দায়িত্বও সামলেছেন অভিজ্ঞ ওই নেত্রী। তাঁর পরিবার ও বন্ধুবান্ধবদের প্রতি আমরা সহানুভূতি জানাই। আশা রাখছি, এই শোক সামলে ওঠার শক্তি পাবেন তাঁরা”, ট্যুইট করা হয় ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে।
দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে ট্যুইট করে তাঁর শোকবার্তা জানান রাজধানীর বর্তমান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। দিল্লির প্রতি শ্রীমতি দীক্ষিতের অবদান অবিস্মরণীয়, লেখেন তিনি। “দিল্লির জন্যে তাঁর প্রয়াণ এক অপূরণীয় ক্ষতি এবং দিল্লির প্রতি তাঁর যা অবদান রয়েছে তা কখনো ভোলার নয়। তাঁর পরিবারের প্রতি আমার সহানুভূতি জানাই। তাঁর আত্মার শান্তি কামনা করছি”, ট্যুইট কেজরিওয়ালের।
শীলা দীক্ষিতের প্রয়াণে ট্যুইট করে শোকপ্রকাশ করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও। “দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে তিনি যেভাবে রাজধানীর ভোলবদল করেছিলেন তা কখনোই ভোলার নয়। তাঁর পরিবার ও বন্ধুদের প্রতি রইল আমার সহানুভূতি”, ট্যুইটবার্তা দেন রাষ্ট্রপতি কোবিন্দ।
দিল্লির রাজপথ, উড়ালপুল সহ রাজধানীর সামগ্রিক উন্নয়নের নেপথ্যে হাত রয়েছে শীলা দীক্ষিতের, একথা একবাক্যে স্বীকার করছেন সকলেই। এছাড়া রাজধানীর গণ পরিবহন ব্যবস্থার উন্নতিতেও তাঁর অবদান রয়েছে। পাশাপাশি দিল্লির শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার সামগ্রিক উন্নতিতেও নজর দিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত।
দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব সামলানোর পর, ২০১৪ সালে কেরালার রাজ্যপাল হিসাবেও দায়িত্ব দেওয়া হয় তাঁকে, কিন্তু দায়িত্ব পাওয়ার ৬ মাসের মাথাতেই তিনি রাজ্যপাল পদ থেকে ইস্তফা দেন।
শ্বশুর তথা উত্তরপ্রদেশের কিংবদন্তী কংগ্রেস নেতা উমা শঙ্কর দীক্ষিতের হাত ধরে রাজনীতিতে নিজের জায়গা শক্ত করেন শীলা দীক্ষিত। উমা শঙ্কর দীক্ষিত একসময় দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির মন্ত্রিসভারও সদস্য ছিলেন।
পাঞ্জাবের কাপূরথালায় জন্মগ্রহণ করেন শীলা দীক্ষিত, নিজের জীবনকালে তিনি বহু বিশিষ্ট মানুষের সাহচর্য্য লাভ করেছেন। ভারতীয় রাজনীতির জগতেও শীলা দীক্ষিতের অবদান অনস্বীকার্য্য।
দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেত্রী শীলা দীক্ষিত প্রয়াত। ৮১ বছর বয়স হয়েছিল তাঁর। শনিবার দিল্লিতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত কংগ্রেসের তরফে এ নিয়ে কোনও মন্তব্য না করা হলেও, টুইটারে শোক প্রকাশ করেছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।
কলকাতা এবং বিধাননগর এলাকায় কোনও হুক্কা বার বন্ধ করা যাবে না— জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। আরো পড়ুন
পশ্চিমবঙ্গ সরকারের বেশ কয়েকটি দফতরের সচিব পর্যায়ে রদবদল ঘটানো হয়েছে। আরো পড়ুন
কুবেরের ধন মিলল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বিড়ি কারখানা, গুদাম এবং চালকল থেকে। আরো পড়ুন
যত সময় গড়াচ্ছে ততই বিপদ বাড়ছে উত্তরাখণ্ডের (Uttarakhand) যোশীমঠে (Joshimath)। আরো পড়ুন
শুক্র, শনি, রবি, সোম এই চারদিনে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা। আরো পড়ুন
রাস্তায় স্ত্রীকে ইট দিয়ে মাথা থেঁতলে খুন করে সোজা পুলিশের কাছে গিয়ে ধরা দিলেন স্বামী। আরো পড়ুন
যে সংস্থার নজরদারিতে ধর্ষিতার পরিবারের হাতে আর্থিক সাহায্য পৌঁছনোর কথা, তারাই শুনানি পিছোনোর আবেদন করছে বারবার। আরো পড়ুন
রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী শিবিরে গিয়ে বৃহস্পতিবার থেকেই লালন শেখের রহস্য-মৃত্যুর তদন্ত শুরু করেছে সিআইডি। আরো পড়ুন
ট্যাংরায় একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়েছে। আরো পড়ুন