তৃণমূল কংগ্রেসের নতুন সাংসদ নুসরত জাহান বাংলায় রাজনৈতিক প্রতিহিংসা বন্ধের আবেদন জানালেন। অভিনয় থেকে রাজনীতিতে আসা নুসরত তাঁর কেন্দ্র বসিরহাটের এক তৃণমূল কর্মীর অন্তঃসত্ত্বা স্ত্রীকে দেখতে কলকাতার এক হাসপাতালে আসেন। সেখানে তিনি বলেন, ‘‘বাংলায় মহিলাদের সব সময় সম্মান করা হয়। এবার সময় এসেছে প্রতিহিংসাকে বন্ধ করার। আমি হাত জোড় করে আপনাদের অনুরোধ করছি এসব বন্ধ করতে।” নুসরত যাঁকে দেখতে এসেছিলেন সেই মহিলার নাম ইলা মণ্ডল। তাঁর স্বামী গোপাল মণ্ডল তৃণমূল কর্মী। উত্তর ২৪ পরগনার রাজবাড়ি গ্রামে তাঁদের বাড়ি। গত মাসে এখানে তৃণমূল-বিজেপি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছিল।
শনিবার গোপালের সঙ্গে বিজেপি কর্মীদের গণ্ডগোল হয়। গণ্ডগোলের সূত্রপাত বেড়া দেওয়া নিয়ে। গোপালের সঙ্গে বিজেপি কর্মীদের অশান্তির পরের দিন, রবিবার বিজেপি কর্মীরা আবার তাঁদের বাড়ি আসেন। কিন্তু তখন গোপাল বাড়ি ছিলেন না। সেই সময় সন্তানসম্ভবা ইলা বেড়াটি বাঁধার কাজ করছিলেন। অভিযোগ, বিজেপি কর্মীরা ওই মহিলার পেটে লাথি মারে। যন্ত্রণায় কাতরাতে থাকা ছ’মাসের ওই অন্তঃসত্ত্বাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পেটে যন্ত্রণার পাশাপাশি তাঁর শ্বাসকষ্টও শুরু হয়ে গিয়েছিল। তবে এখন তাঁর অবস্থা স্থিতিশীল বলে নুসরত জানিয়েছেন।
নুসরত জানান, রাজ্যে রাজনৈতিক প্রতিহিংসার আগুন জ্বলতে তৃণমূল সরকার দাঁড়িয়ে থাকবে না। তিনি বলেন, ‘‘হিংসার ঘটনায় যেই যুক্ত থাকবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি করব আমরা।”
লোকসভা নির্বাচনের পর থেকেই তৃণমূল কংগ্রেস ও বিজেপির কর্মীদের মধ্যে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাজ্যের ৪২ আসনের লোকসভায় ১৮টি আসন পায় গেরুয়া শিবির। শাসক তৃণমূল পায় মাত্র চারটি বেশি— ২২টি। অথচ ২০১৪ নির্বাচনে তৃণমূল পেয়েছিল ৩৪টি আসন। সেটাই কমে ২২-এ দাঁড়িয়েছে। এদিকে বিজেপি ২ থেকে বেড়ে হয়েছে ১৮।
নিজেকে নির্দোষ দাবি করে জামিন চেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। আরো পড়ুন
পুরীতে গিয়ে বাঙালির হোটেল না পাওয়ার ভোগান্তি কমাতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো পড়ুন
মরিয়া চেষ্টাই সার, শেষপর্যন্ত তিহাড় জেলেই যেতে হচ্ছে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) । আরো পড়ুন
ইডি সূত্রে আগেই জানা গিয়েছিল, নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তলের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বিপুল পরিমাণ আর্থিক লেনদেন হয়েছে। আরো পড়ুন
ভারতের দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা চার মাস পরে আবার সাতশো পার করল। আরো পড়ুন
নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত হুগলির দুই তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষকে পার্টি থেকে বহিষ্কার করল তৃণমূল। আরো পড়ুন
অগ্নিবীর নিয়োগের পদ্ধতিতে এল বদল। এবার থেকে আগে অনলাইন পরীক্ষা, পরে রিক্রুটমেন্ট ব়্যালি, মেডিক্যাল টেস্ট। আরো পড়ুন
কলকাতা মেট্রোয় আবার ফিরল আগুন-আতঙ্ক! আরো পড়ুন
বুধবার দুপুরে আচমকাই কেঁপে ওঠে রাজধানী দিল্লি ও সংলগ্ন এলাকা। আরো পড়ুন