ছেলে মেয়েরা একসঙ্গে ক্লাস করলেই ‘হেনস্থা’ হচ্ছে। তাই হয়রানি আটকাতে এক বিচিত্র বৈষম্যমূলক সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের মালদা জেলার সরকার পরিচালিত একটি স্কুল। শিক্ষা বিভাগের সঙ্গে কোনও রকম আলাপ আলোচনা ছাড়াই সপ্তাহের এক এক দিনে ছেলেদের ও মেয়েদের আলাদা করে পড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এই স্কুল। একই স্কুলে একই ক্লাসের ছেলেরা ও মেয়েরা মোটেই একসঙ্গে বসে ক্লাস করতে পারবেন না বলে পড়ুয়াদের নির্দেশ দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
মালদা সদর উপ-বিভাগের হাবিবপুর এলাকায় গিরিজা সুন্দরী বিদ্যামন্দিরের এমন লিঙ্গ বৈষম্যমূলক সিদ্ধান্ত প্রশাসনকেও সমালোচনার মুখে ফেলে দিয়েছে। প্রশাসনের তরফে এই চিন্তাভাবনাকে ‘অদ্ভুত’ বলেই মনে করা হচ্ছে। শুধু তাই নয়, এমন সিদ্ধান্ত প্রত্যাহারের জন্যও নির্দেশ দিয়েছে প্রশাসন।
স্কুলের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ পান্ডের অবশ্য দাবি, নানা ধরণের হেনস্থার বিভিন্ন অভিযোগ আসছিল অনেকদিন থেকেই। তাই বাধ্য হয়েই নাকি স্কুলকে এমন পদক্ষেপ নিতে হয়েছিল। রবীন্দ্রনাথ বলেন, “এত রকমের অভিযোগ এসেছে বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে, সোমবার, বুধবার এবং শুক্রবার মেয়েরা স্কুলে পড়বে, ছেলেরা মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবারে পড়তে আসবে। একমাত্র এতেই আমাদের সমস্যা সমাধানের পথ বাস্তবায়িত হত।”
শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অবিলম্বে এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। শিক্ষামন্ত্রী বলেন, “এই ধরনের সিদ্ধান্তকে সমর্থন করা যায় না। এই বিষয়ে তদন্তের জন্য আমরা কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করছি এবং অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করা উচিত।”
পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস জানিয়েছেন, এমন ‘বিচিত্র’ সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁর বিভাগের সঙ্গে মোটেও পরামর্শ করা হয়নি।
কলকাতা এবং বিধাননগর এলাকায় কোনও হুক্কা বার বন্ধ করা যাবে না— জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। আরো পড়ুন
পশ্চিমবঙ্গ সরকারের বেশ কয়েকটি দফতরের সচিব পর্যায়ে রদবদল ঘটানো হয়েছে। আরো পড়ুন
কুবেরের ধন মিলল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বিড়ি কারখানা, গুদাম এবং চালকল থেকে। আরো পড়ুন
যত সময় গড়াচ্ছে ততই বিপদ বাড়ছে উত্তরাখণ্ডের (Uttarakhand) যোশীমঠে (Joshimath)। আরো পড়ুন
শুক্র, শনি, রবি, সোম এই চারদিনে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা। আরো পড়ুন
রাস্তায় স্ত্রীকে ইট দিয়ে মাথা থেঁতলে খুন করে সোজা পুলিশের কাছে গিয়ে ধরা দিলেন স্বামী। আরো পড়ুন
যে সংস্থার নজরদারিতে ধর্ষিতার পরিবারের হাতে আর্থিক সাহায্য পৌঁছনোর কথা, তারাই শুনানি পিছোনোর আবেদন করছে বারবার। আরো পড়ুন
রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী শিবিরে গিয়ে বৃহস্পতিবার থেকেই লালন শেখের রহস্য-মৃত্যুর তদন্ত শুরু করেছে সিআইডি। আরো পড়ুন
ট্যাংরায় একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়েছে। আরো পড়ুন