ছেলে মেয়েরা একসঙ্গে ক্লাস করলেই ‘হেনস্থা’ হচ্ছে। তাই হয়রানি আটকাতে এক বিচিত্র বৈষম্যমূলক সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের মালদা জেলার সরকার পরিচালিত একটি স্কুল। শিক্ষা বিভাগের সঙ্গে কোনও রকম আলাপ আলোচনা ছাড়াই সপ্তাহের এক এক দিনে ছেলেদের ও মেয়েদের আলাদা করে পড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এই স্কুল। একই স্কুলে একই ক্লাসের ছেলেরা ও মেয়েরা মোটেই একসঙ্গে বসে ক্লাস করতে পারবেন না বলে পড়ুয়াদের নির্দেশ দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
মালদা সদর উপ-বিভাগের হাবিবপুর এলাকায় গিরিজা সুন্দরী বিদ্যামন্দিরের এমন লিঙ্গ বৈষম্যমূলক সিদ্ধান্ত প্রশাসনকেও সমালোচনার মুখে ফেলে দিয়েছে। প্রশাসনের তরফে এই চিন্তাভাবনাকে ‘অদ্ভুত’ বলেই মনে করা হচ্ছে। শুধু তাই নয়, এমন সিদ্ধান্ত প্রত্যাহারের জন্যও নির্দেশ দিয়েছে প্রশাসন।
স্কুলের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ পান্ডের অবশ্য দাবি, নানা ধরণের হেনস্থার বিভিন্ন অভিযোগ আসছিল অনেকদিন থেকেই। তাই বাধ্য হয়েই নাকি স্কুলকে এমন পদক্ষেপ নিতে হয়েছিল। রবীন্দ্রনাথ বলেন, “এত রকমের অভিযোগ এসেছে বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে, সোমবার, বুধবার এবং শুক্রবার মেয়েরা স্কুলে পড়বে, ছেলেরা মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবারে পড়তে আসবে। একমাত্র এতেই আমাদের সমস্যা সমাধানের পথ বাস্তবায়িত হত।”
শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অবিলম্বে এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। শিক্ষামন্ত্রী বলেন, “এই ধরনের সিদ্ধান্তকে সমর্থন করা যায় না। এই বিষয়ে তদন্তের জন্য আমরা কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করছি এবং অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করা উচিত।”
পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস জানিয়েছেন, এমন ‘বিচিত্র’ সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁর বিভাগের সঙ্গে মোটেও পরামর্শ করা হয়নি।
নিজাম প্যালেসের সিবিআই দফতরে পৌঁছছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরো পড়ুন
মাধ্যমিকের ফলপ্রকাশ। পরীক্ষা শেষের ৭৬ দিনের মাথায় প্রকাশিত হল মাধ্যমিকের ফল। আরো পড়ুন
অঙ্কিতা অধিকারীর চাকরি বাতিলের পর ববিতা সরকারের চাকরিও বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। আরো পড়ুন
পশ্চিমবঙ্গে এনআরসি হতে দেব না। এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো পড়ুন
বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে মারধর করে খুনের ঘটনায় উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের জেলার ময়নার বাকচা। আরো পড়ুন
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে নিয়োগ সংক্রান্ত মামলা সরানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আরো পড়ুন
জেলে ঢোকার সময় পার্থ চট্টোপাধ্যায়ের আঙুল ফোলা ছিল। আরো পড়ুন
বিজেপিতে ফিরতে দিল্লিতে গিয়ে হত্যে দিয়ে পড়ে আছেন মুকুল রায়। আরো পড়ুন