দেশের প্রাক্তন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ইন্দিরা জয়সিং ও তাঁর স্বামী আনন্দ গ্রোভারের বাসভবনে সিবিআই হানার পর কেন্দ্রীয় সরকারকে একহাত নিলেন সিপিআই(এম)-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। ইন্দিরা জয়সিং ও তাঁর স্বামীকে ইচ্ছাকৃতভাবে ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।বৃহস্পতিবার এনজিও-ওর নামে এফসিআরএর লঙ্ঘন করে বিদেশি সাহায্য নেওয়ার অভিযোগে ইন্দিরা জয়সিংয়ের বাসভবন এবং তাঁর স্বামী আইনজীবী আনন্দ গ্রোভার পরিচালিত এনজিওটির অফিসে তল্লাশি চালায় সিবিআই।বৃহস্পতিবার সকালে ইন্দিরা জয়সিংয়ের নিজামউদ্দিনের বাসভবন ও কার্যালয় এবং জাংপুরায় এনজিও অফিস ও মুম্বইয়ের অফিসেও তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা।
“আইন অনুযায়ী অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত, কিন্তু দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকার ইচ্ছাকৃতভাবে তদন্তকারী সংস্থাগুলিকে ব্যবহার করে সম্মানীয় আইনজীবীদের হেনস্থা করার চেষ্টা করছে”, ট্যুইট করে অভিযোগ করেন ইয়েচুরি। স্বরাষ্ট্রমন্ত্রকের অভিযোগ অনুসারে আনন্দ গ্রোভার ও তাঁর এনজিওর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে সিবিআই। ওই এনজিওর বিরুদ্ধে এফসিআরএর লঙ্ঘন করে বিদেশি সাহায্য গ্রহণের অভিযোগ উঠেছে।
স্বরাষ্ট্র মন্ত্রকের অভিযোগ অনুযায়ী, ওই সংস্থাটি ২০০৬-০৭ এবং ২০১৪-১৫ য় বিদেশি সংস্থার কাছ থেকে বৈদেশিক অবদান (রেগুলেশন) আইন(এফসিআরএ) লঙ্ঘন করে ৩২.৩৯ কোটি টাকা নেওয়ার অভিযোগ ওঠে।সেই কথাও উল্লেখ করা হয় ওই এফআইআরে।
যদিও ওই এফআইআরে ইন্দিরা জয়সিংকে অভিযুক্ত উল্লেখ করা হয়নি, তবে গোটা বিষয়ে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
বৃহস্পতিবার এনজিও-ওর নামে এফসিআরএর লঙ্ঘন করে বিদেশি সাহায্য নেওয়ার অভিযোগে ইন্দিরা জয়সিংয়ের বাসভবন এবং তাঁর স্বামী আইনজীবী আনন্দ গ্রোভার পরিচালিত এনজিওটির অফিসে তল্লাশি চালায় সিবিআই।
কলকাতা এবং বিধাননগর এলাকায় কোনও হুক্কা বার বন্ধ করা যাবে না— জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। আরো পড়ুন
পশ্চিমবঙ্গ সরকারের বেশ কয়েকটি দফতরের সচিব পর্যায়ে রদবদল ঘটানো হয়েছে। আরো পড়ুন
কুবেরের ধন মিলল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বিড়ি কারখানা, গুদাম এবং চালকল থেকে। আরো পড়ুন
যত সময় গড়াচ্ছে ততই বিপদ বাড়ছে উত্তরাখণ্ডের (Uttarakhand) যোশীমঠে (Joshimath)। আরো পড়ুন
শুক্র, শনি, রবি, সোম এই চারদিনে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা। আরো পড়ুন
রাস্তায় স্ত্রীকে ইট দিয়ে মাথা থেঁতলে খুন করে সোজা পুলিশের কাছে গিয়ে ধরা দিলেন স্বামী। আরো পড়ুন
যে সংস্থার নজরদারিতে ধর্ষিতার পরিবারের হাতে আর্থিক সাহায্য পৌঁছনোর কথা, তারাই শুনানি পিছোনোর আবেদন করছে বারবার। আরো পড়ুন
রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী শিবিরে গিয়ে বৃহস্পতিবার থেকেই লালন শেখের রহস্য-মৃত্যুর তদন্ত শুরু করেছে সিআইডি। আরো পড়ুন
ট্যাংরায় একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়েছে। আরো পড়ুন