৫ জুলাই দ্বিতীয় পর্যায়ের মোদি সরকারের প্রথম কেন্দ্রীয় বাজেট পেশ করা হবে। সম্ভবত ৮ জুলাই বাজেট (Budget) নিয়ে সাধারণ পর্যালোচনা শুরু হবে। ১১ জুলাই থেকে ১৭ জুলাইয়ের মধ্যবর্তী সময়ে অনুদানের দাবির উপরে ভোটিং হবে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের বাজেট বিভাগের তরফ থেকে জানানো হয়েছে, ‘‘আলোচনা ও ২০১৯-২০ অর্থবর্ষের অনুদানের দাবিতে ভোটিং-এর সম্ভাব্য তারিখ ১১ জুলাই থেকে ১৭ জুলাই হয়েছে। বাজেট নিয়ে সাধারণ পর্যালোচনা সম্ভবত হবে ৮ জুলাই।” এবারের বাজেটে এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতিকে মন্দার কিনার থেকে টেনে তোলার গুরুদায়িত্ব অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাঁধে। গত মে মাসে বিশ্বের দ্রুততম অর্থনৈতিক বৃদ্ধির দেশের তকমা খুইয়েছে ভারত। যদিও সরকারের পক্ষে দাবি করা হয়েছে, এখনও ভারতই সবথেকে দ্রুত বৃদ্ধির পথে রয়েছে।
ভারতের বৃদ্ধির হার গত অর্থবর্ষের শেষ ত্রৈমাসিক হিসেবে ৫.৮ শতাংশ। যা তার আগের বারের ৬.৬ শতাংশের থেকে অনেকটাই কম। চিনের থেকেও (৬.৪ শতাংশ) কম। এদিকে নতুন কর্মসংস্থান না হওয়ায় বেকারত্ব পৌঁছেছে সর্বোচ্চ ৬.১ শতাংশে।
মন্দগতির অর্থনীতিতে বিলগ্নীকরণের লক্ষ্যমাত্রা কঠিন হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি সরকারি খাতকে প্রসারিত করার ক্ষেত্রে বাধা বাজারের পরিস্থিতি। সব মিলিয়ে বড় চ্যালেঞ্জ অর্থমন্ত্রীর সামনে। সরকার চাইছে বিলগ্নীকরণ থেকে ৯০,০০০ কোটি টাকা তহলজাত করতে। গত বছর যেটা ছিল ৮৫,০০০ টাকা। গত বছরের সরকারি আয়ের সিংহভাগ এসেছিল CPSE, ETF থেকে। পাশাপাশি PSU শেয়ার থেকেও।
বর্তমান অর্থবর্ষে সরকারের পক্ষ থেকে নতুন ETF আনা হতে পারে। যথা অর্থনৈতিক ক্ষেত্রের ETF ও ঋণ ETF। সরকার এখনও পর্যন্ত নতুন অর্থবর্ষের প্রথম দু’মাসে ২,৩৫০ কোটি টাকা তুলেছে। বিলগ্নীকরণ পদ্ধতিকে এগিয়ে নিয়ে যেতে সরকারের থিঙ্ক ট্যাঙ্ক নীতি আয়োগ পরামর্শ দিয়েছে ৩৫ PSE-র। সম্প্রতি সরকারের তরফে জানানো হয়েছে, এয়ার ইন্ডিয়াকে বিক্রি করে দেওয়ার চেষ্টা হবে। গত বছরও চেষ্টা করা হয়েছিল। কিন্তু কোনও ক্রেতা পাওয়া যায়নি।
প্রত্যক্ষ ও অপ্রত্যক্ষ রাজস্ব বাবদ প্রাপ্ত অর্থের সঙ্গে সমতা থাকছে না সরকারের নতুন ঘোষিত কৃষি প্রকল্পের ৮৭,০০০ কোটি টাকার। ৭৫,০০০ কোটি টাকা থেকে তা বাড়িয়ে এই অঙ্কে নিয়ে আসা হয়েছে দরিদ্র ও প্রান্তিক কৃষকদের প্রত্যক্ষ রোজগার যোজনায়। এই পরিস্থিতিতে অর্থমন্ত্রীর কাজটা যে কঠিন তা বলার রাখে না। অর্থনৈতিক বৃদ্ধির হ্রাস এখানে প্রধান অন্তরায়।
আবগারি নীতিতে একগুচ্ছ বদল আনল মধ্যপ্রদেশের বিজেপি সরকার। আরো পড়ুন
বিধানসভায় পেশ হল রাজ্যের বাজেট। এই বাজেট কর্মসংস্থানমুখী বলে মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো পড়ুন
আবার রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। আরো পড়ুন
চলতি আর্থিক বছরে রেলের রাজস্ব থেকে আয় বাড়ল। আরো পড়ুন
তিন দিন পরেই শুরু হচ্ছে বছরের শেষ ডিসেম্বর মাস। আরো পড়ুন
অবশেষে কিছুটা নিয়ন্ত্রণে এল পাইকারি বাজারে মূল্যবৃদ্ধি। আরো পড়ুন
ভারতীয় সেনার জন্য ভারতে তৈরি রকেট লঞ্চার পিনাকা এ বার কিনতে চাইছে বাইরের দেশগুলিও। আরো পড়ুন
আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে সপ্তমী থেকে শহরে হতে পারে বৃষ্টি। আরো পড়ুন