এই মুহূর্তে বলিউডে ট্রেন্ড করছে মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের বিচ্ছেদের ‘খবর’। রটেছে তিন বছরের সম্পর্কে ছিন্ন করে আলাদা থাকতে শুরু করেছেন তাঁরা। সত্যিই কি তাই? ওঁরা সরাসরি মুখ খোলেননি। কিন্তু চাপা থাকেনি সত্যও। কী জানা যাচ্ছে?
না, ওঁদের বিচ্ছেদ হয়নি। বহাল তবিয়তে রয়েছেন তাঁরা। তবে গুঞ্জনের মাঝেই এই কাজ সেরে ফেলেছেন তাঁরা। চুপিচুপি চলে গিয়েছেন মালদ্বীপে। একের পর এক ছবি পোস্ট করেছেন সেখান থেকেই। মুখে কিছু না বলেও বুঝিয়ে দিয়েছেন তাঁরা এক সঙ্গেই রয়েছেন। প্রায় তিন বছর ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন তাঁরা। লিভ ইন করলেও বিয়ে করবেন কিনা তা নিয়ে নিজেরা কিছু খোলসা করেননি কোনওদিন। তাঁদের বয়সের ফারাক নিয়ে চলে বিস্তর গবেষণা। যদিও তাঁরা দিন কাটান নিজেদের শর্তে।
PHoto- ABP
চলছে ৭৫তম কান চলচ্চিত্র উৎসব। আরো পড়ুন
কান চলচ্চিত্র উৎসবে একাধিক বার লাস্যময়ী চেহারায় ধরা দিয়েছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। আরো পড়ুন
মেয়ে বড় বেশি ভালবাসত সাগ্নিককে। দামি দামি উপহার কিনত ওর জন্য। আরো পড়ুন
অভিনেত্রী পল্লবী দে-র উপর আর্থিক দিক দিয়ে অনেকটাই নির্ভর করতেন তাঁর লিভ-ইন সঙ্গী সাগ্নিক চক্রবর্তী। আরো পড়ুন
একে একে সব তারকা বিয়ের পিঁড়িতে বসছেন। আরো পড়ুন
সালটা ১৯৯১। কন্ডোমের বিজ্ঞাপন নিয়ে দেশজুড়ে শুরু হয়েছিল হুলুস্থুল কাণ্ড। আরো পড়ুন
অল্প দিনের দাম্পত্য। তাতেই অনেকখানি গার্হস্থ্য হিংসার ভাগ। আরো পড়ুন
ইদের শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি। সকলের মঙ্গল কামনা করেছিলেন তিনি। আরো পড়ুন