অনাস্থা ভোটে হেরে যাওয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ইমরান খানকে। এ বার পাকিস্তানের ক্রিকেট বোর্ডের প্রধান পদ থেকে ইস্তফা দিতে পারেন রামিজ রাজাও। সে দেশেরই বোর্ডের এক সূত্র সংবাদ সংস্থাকে এ খবর জানিয়েছেন।
ইমরান প্রধানমন্ত্রী হওয়ার পর গত বছরই তাঁর ইচ্ছেয় বোর্ডের প্রধান করা হয় এক সময়ের সতীর্থ রামিজকে। কিন্তু ইমরান না থাকায় রামিজের গদিও টলোমলো বলে মনে করছেন অনেকে। এক সূত্র বলেছেন, “ইমরানের ইচ্ছেতেই রামিজ বোর্ড প্রধান হয়েছিল। ইমরানের অধীনে যাঁরাই খেলেছে তাঁরা প্রত্যেকেই ওঁকে শ্রদ্ধা করে। ধারাভাষ্যকার, টিভি বিশেষজ্ঞ হিসেবে রামিজ যথেষ্ট ভাল জীবন কাটাচ্ছিল। কিন্তু ইমরান বলায় ও সব ছেড়ে বোর্ডের দায়িত্ব নেয়। রামিজ নিজেও আগে বলেছে যে ইমরান প্রধানমন্ত্রী থাকা পর্যন্তই ও বোর্ডের প্রধান থাকবে।”
পাকিস্তানের নিয়মানুযায়ী প্রধানমন্ত্রী সরাসরি ক্রিকেট বোর্ডের প্রধানকে নিয়োগ করতে পারেন। নতুন যিনি প্রধানমন্ত্রী হবেন, তিনি চাইলে তবেই রামিজ পদে থাকতে পারেন। তবে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া পর্যন্ত রামিজ আর পদে থাকতে চান কিনা সেটাই এখন বড় প্রশ্ন।
সেপ্টেম্বরে বোর্ড প্রধান হওয়ার পর থেকে অনেক পরিবর্তন করেছেন রামিজ। ঘরোয়া ক্রিকেটে যেমন বদল এনেছেন, তেমনই সরিয়ে দিয়েছেন মিসবা উল-হক এবং ওয়াকার ইউনিসকে। লাহোরের উৎকর্ষ কেন্দ্রের প্রধানকেও তিনি সরিয়ে দেন। পদত্যাগ করেন সিইও ওয়াসিম খানও।
ওই সূত্রের দাবি, শাহবাজ শরিফ প্রধানমন্ত্রী তিনি রামিজকে পদত্যাগ করার কথা বলতে পারেন। পাক বোর্ডের প্রধান হিসেবে আবার ফিরতে পারেন তাঁর পছন্দের নজম শেটি।
Photo- ET
মঙ্গলবার বিশ্বকাপের সম্ভাব্য দিন জানা গিয়েছে। আরো পড়ুন
আইএসএল জয়ী মোহনবাগান দলকে সংবর্ধনা জানাতে বাগান তাঁবুতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো পড়ুন
অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে বাকি দুই টেস্টে তাঁর খেলার কথা ছিল। আরো পড়ুন
এক জন প্রথম খেলোয়াড় হিসাবে টেনিসে ২২টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। আরো পড়ুন
প্রয়াত তুলসীদাস বলরাম। ভারতের প্রাক্তন এই ফুটবলারের বয়স হয়েছিল ৮৬ বছর। আরো পড়ুন
দলে ছিলেন না লিয়োনেল মেসি, কিলিয়ান এমবাপে। আরো পড়ুন
দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে রোহিত শর্মা। আরো পড়ুন
তাঁর ব্যাটের উপর ভর করেই, গতবার বর্ডার-গাভাসকর ট্রফি (Border-Gavaskar Trophy) জিতেছিল টিম ইন্ডিয়া (Team India)। আরো পড়ুন
রঞ্জি ট্রফির সেমিফাইনালে বাংলা। গত বার এখান থেকেই বিদায় নিতে হয়েছিল মনোজ তিওয়ারিদের। আরো পড়ুন
শ্রীলঙ্কার পরে নিউজিল্যান্ডকেও চুনকাম করে এক দিনের সিরিজ জিতেছে ভারত। আরো পড়ুন