বুধবারই এই কৃতিত্ব অর্জন করেছিলেন তিনি। প্রথম ভারতীয় ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট হিসেবে ওয়ার্ল্ড ইউনির্ভাসিয়েডে সোনা জিতে নিয়েছিলেন তিনি। তিনি দ্যুতি চাঁদ । জয়ের পর এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে দ্যুতি চাঁদ বলেন, ‘‘প্রতিটি অ্যাথলিট চায় তাঁর দেশের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে পদক জিততে। গত ১৫ বছর ধরে সেই স্বপ্ন দেখছি আমি। আমি এশিয়ান গেমসে পদক জিতেছি। কিন্তু এটা আমার প্রথম সোনা জয় আন্তর্জাতিক পর্যায়ে।” এর সঙ্গে তিনি জুড়ে দেন, ‘‘আমার কাছে এটা দ্বিতীয় অলিম্পিক্সের মতো। এটা আমার কাছে রিও অলিম্পিক্সের মতই কঠিন ছিল। প্রথমে বিশ্বের সেরা অ্যাথলিটদের দেখে কিছুটা আতঙ্কে ছিলাম। কিন্তু আমি সোনা জয়ের জন্য নিজের সেরাটা দিয়েছিলাম।”
২৩ বছরের সোনা জেতেন ১১.২৩ সেকেন্ড সময় করে। শুরু থেকে শেষ পর্যন্ত নিয়েই এক নম্বরে ছিলেন। তাঁকে কেউ একবারের জন্যও মাত দিতে পারেননি। চার নম্বর লেনে দৌঁড়চ্ছিলেন তিনি। প্রথম থেকেই এক নম্বরে ছিলেন তিনি। শেষের দিকে অনেকটাই কাছে চলে এসেছিলেন দেল পন্তে। কিন্তু দ্যুতিকে টপকে যেতে পারেননি। তিনি সময় করেন ১১.৩৩ সেকেন্ড।
জার্মানির লিসা কোয়ে ব্রোঞ্জ জেতেন ১১.৩৯ সেকেন্ড সময় করে। মঙ্গলবার ভারতীয় সময় মধ্যরাতে হয় এই প্রতিযোগিতা। ওড়িশার এই অ্যাথলিটের জাতীয় রেকর্ড ছিল ১১.২৪ সেকেন্ড। আর এই জয়ের সঙ্গেই নিজের রেকর্ডকেও ছাপিয়ে গেলেন তিনি এবং প্রথম ভারতীয় হিসেবে ১০০ মিটারে আন্তর্জাতিক ইভেন্টে সোনা জিতে নিলেন।
হিমা দাসের পর দ্বিতীয় স্প্রিন্টার হিসেবে গ্লোবাল ইভেন্টে সোনা জিতলেন দ্যুতি। হিমা ওয়ার্ল্ড জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে গত বছর সোনা জিতেছিলেন।
এশিয়ান গেমসে দ্যুতির ঝুলিতে ১০০ ও ২০০ মিটারে রুপো রয়েছে। তাঁর আগে এই প্রতিযোগিতায় ২০১৫তে ইইন্দরজিৎ সিং সোনা জিতেছিলেন।
হাতে আর তিন মাসও সময় বাকি নেই। আরো পড়ুন
ভারোত্তোলনে অল্পের জন্য সোনা জিততে পারেননি সঙ্কেত সরগর। আরো পড়ুন
বাংলার প্রথম মহিলা সাইক্লিস্ট হয়ে কমনওয়েলথ গেমসে অভিষেক স্মরণীয় হল না ত্রিয়াশা পালের। আরো পড়ুন
লিয়েন্ডার পেজকে সম্মান দিতে চলেছে ইস্টবেঙ্গল ক্লাব। আরো পড়ুন
শুক্রবার ভোরে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছেন নীরজ চোপড়া। আরো পড়ুন
১৪ বছর হয়ে গেল তিনি খেলা ছেড়ে শিক্ষক। সেই শিক্ষক পুল্লেলা গোপীচন্দের আর একটু উত্তরণ হল। আরো পড়ুন
ইংল্যান্ডের বিরুদ্ধেও ব্যর্থ বিরাট কোহলী। পঞ্চম টেস্টের দু’ইনিংস মিলিয়ে ৩১, দু’টি টি-টোয়েন্টি ম্যাচে ১২, দু’টি এক দিনের ম্যাচে ৩৩ রান করেছেন তিনি। আরো পড়ুন
কমনওয়েলথ গেমসের আগে নিজেকে তৈরি করে নেওয়ার অভিযানের প্রথম ধাপে সফল হলেন পি ভি সিন্ধু। আরো পড়ুন
অস্ট্রেলিয়া ক্রিকেট দল এখন খেলছে শ্রীলঙ্কায়। আরো পড়ুন