ইন্দোনেশিয়া ওপেনের সেমিফাইনালে পৌঁছে গেলেন ভারতের পিভি সিন্ধু। তিনি হারালেন বিশ্বের দু’নম্বর নোজোমি ওকুহারাকে । খেলার ফল সিন্ধুর পক্ষে ২১-১৪, ২১-৭। ৪১ মিনিট চলে ম্যাচ। পাঁচ নম্বরে থাকা সিন্ধুর জাপানের প্রতিপক্ষের বিরুদ্ধে এটাই ছিল দ্রুততম জয়। সেমিফাইনালে সিন্ধুকে খেলতে হবে বিশ্বের তিন নম্বর চেন ইউফেইয়ের বিরুদ্ধে। শনিবার সেমিফাইনালে নামবেন এই দুই তারকা শাটলার। চাইনিজ এই সেমিফাইনালিস্ট হারান আমেরিকার বিউয়েন ঝ্যাংকে ২১-১৪, ১৭-২১ ও২১-১৬তে। চেনের বিরুদ্ধে সিন্ধুর জয়ের পরিমান বেশি। চারটিতে জিতেছেন সিন্ধু, তিনটি জয় পেয়েছেন চেন। এই নিয়ে ১৫তম বার মুখোমুখি হয়েছিলেন সিন্ধু ও ওকুহারা। সমানে সমানে থেকে নামলেও ৮-৭-এ জয়ের তালিকায় এগিয়ে গেলেন সিন্ধু। আগের সাক্ষাৎ ছিল সিঙ্গাপুর ওপেনের সেমিফাইনাল। যেখানে ওকুহারা ২১-৭, ২১-১১তে হারিয়ে দিয়েছিলেন সিন্ধুকে। উপযুক্ত বদলাই হল বটে।
ম্যাচটা শুরু হয়েছিল হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে। একটা সময় ম্যাচ ৫-৫ হয়ে গিয়েছিল। এর পর প্রথম গেমে ১১-৮-এ এগিয়ে যায় সিন্ধু। ওকুহারা বেশ কিছু আনফোর্স এরর করেন। যার সুযোগ নিয়ে সিন্ধু ২১-১৪তে প্রথম সেট জিতে নেন।
দ্বিতীয় গেমেও নিজের জয়ের ধারা ধরে রাখেন সিন্ধু। বরং আরও বেশি শক্তিশালী হয়েই নামেন তিনি। ৭-২১-এ উড়ে যান ওকুহারা।
হাতে আর তিন মাসও সময় বাকি নেই। আরো পড়ুন
ভারোত্তোলনে অল্পের জন্য সোনা জিততে পারেননি সঙ্কেত সরগর। আরো পড়ুন
বাংলার প্রথম মহিলা সাইক্লিস্ট হয়ে কমনওয়েলথ গেমসে অভিষেক স্মরণীয় হল না ত্রিয়াশা পালের। আরো পড়ুন
লিয়েন্ডার পেজকে সম্মান দিতে চলেছে ইস্টবেঙ্গল ক্লাব। আরো পড়ুন
শুক্রবার ভোরে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছেন নীরজ চোপড়া। আরো পড়ুন
১৪ বছর হয়ে গেল তিনি খেলা ছেড়ে শিক্ষক। সেই শিক্ষক পুল্লেলা গোপীচন্দের আর একটু উত্তরণ হল। আরো পড়ুন
ইংল্যান্ডের বিরুদ্ধেও ব্যর্থ বিরাট কোহলী। পঞ্চম টেস্টের দু’ইনিংস মিলিয়ে ৩১, দু’টি টি-টোয়েন্টি ম্যাচে ১২, দু’টি এক দিনের ম্যাচে ৩৩ রান করেছেন তিনি। আরো পড়ুন
কমনওয়েলথ গেমসের আগে নিজেকে তৈরি করে নেওয়ার অভিযানের প্রথম ধাপে সফল হলেন পি ভি সিন্ধু। আরো পড়ুন