ইন্দোনেশিয়া ওপেনের সেমিফাইনালে পৌঁছে গেলেন ভারতের পিভি সিন্ধু। তিনি হারালেন বিশ্বের দু’নম্বর নোজোমি ওকুহারাকে । খেলার ফল সিন্ধুর পক্ষে ২১-১৪, ২১-৭। ৪১ মিনিট চলে ম্যাচ। পাঁচ নম্বরে থাকা সিন্ধুর জাপানের প্রতিপক্ষের বিরুদ্ধে এটাই ছিল দ্রুততম জয়। সেমিফাইনালে সিন্ধুকে খেলতে হবে বিশ্বের তিন নম্বর চেন ইউফেইয়ের বিরুদ্ধে। শনিবার সেমিফাইনালে নামবেন এই দুই তারকা শাটলার। চাইনিজ এই সেমিফাইনালিস্ট হারান আমেরিকার বিউয়েন ঝ্যাংকে ২১-১৪, ১৭-২১ ও২১-১৬তে। চেনের বিরুদ্ধে সিন্ধুর জয়ের পরিমান বেশি। চারটিতে জিতেছেন সিন্ধু, তিনটি জয় পেয়েছেন চেন। এই নিয়ে ১৫তম বার মুখোমুখি হয়েছিলেন সিন্ধু ও ওকুহারা। সমানে সমানে থেকে নামলেও ৮-৭-এ জয়ের তালিকায় এগিয়ে গেলেন সিন্ধু। আগের সাক্ষাৎ ছিল সিঙ্গাপুর ওপেনের সেমিফাইনাল। যেখানে ওকুহারা ২১-৭, ২১-১১তে হারিয়ে দিয়েছিলেন সিন্ধুকে। উপযুক্ত বদলাই হল বটে।
ম্যাচটা শুরু হয়েছিল হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে। একটা সময় ম্যাচ ৫-৫ হয়ে গিয়েছিল। এর পর প্রথম গেমে ১১-৮-এ এগিয়ে যায় সিন্ধু। ওকুহারা বেশ কিছু আনফোর্স এরর করেন। যার সুযোগ নিয়ে সিন্ধু ২১-১৪তে প্রথম সেট জিতে নেন।
দ্বিতীয় গেমেও নিজের জয়ের ধারা ধরে রাখেন সিন্ধু। বরং আরও বেশি শক্তিশালী হয়েই নামেন তিনি। ৭-২১-এ উড়ে যান ওকুহারা।
মঙ্গলবার বিশ্বকাপের সম্ভাব্য দিন জানা গিয়েছে। আরো পড়ুন
আইএসএল জয়ী মোহনবাগান দলকে সংবর্ধনা জানাতে বাগান তাঁবুতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো পড়ুন
অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে বাকি দুই টেস্টে তাঁর খেলার কথা ছিল। আরো পড়ুন
এক জন প্রথম খেলোয়াড় হিসাবে টেনিসে ২২টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। আরো পড়ুন
প্রয়াত তুলসীদাস বলরাম। ভারতের প্রাক্তন এই ফুটবলারের বয়স হয়েছিল ৮৬ বছর। আরো পড়ুন
দলে ছিলেন না লিয়োনেল মেসি, কিলিয়ান এমবাপে। আরো পড়ুন
দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে রোহিত শর্মা। আরো পড়ুন
তাঁর ব্যাটের উপর ভর করেই, গতবার বর্ডার-গাভাসকর ট্রফি (Border-Gavaskar Trophy) জিতেছিল টিম ইন্ডিয়া (Team India)। আরো পড়ুন
রঞ্জি ট্রফির সেমিফাইনালে বাংলা। গত বার এখান থেকেই বিদায় নিতে হয়েছিল মনোজ তিওয়ারিদের। আরো পড়ুন
শ্রীলঙ্কার পরে নিউজিল্যান্ডকেও চুনকাম করে এক দিনের সিরিজ জিতেছে ভারত। আরো পড়ুন