ভারত পেল নতুন গ্র্যান্ডমাস্টার। দিল্লির পৃথু গুপ্তা ভারতের ৬৪তম গ্র্যান্ডমাস্টার হলেন। পর্তুগিজ লিগ ২০১৯-এর পঞ্চম রাউন্ডে আইএম লেভ ইয়াঙ্কেলেভিচকে হারিয়ে ২৫০০ পয়েন্টের গণ্ডি পেরিয়ে গেলেন তিনি। ন’বছর বয়সে দাবাকে বেছে নিয়েছিলেন পৃথু। এবং ১৫ বছর চার মাস ও ১০ দিনেবিশ্ব দাবারুর তকমা লেগে গেল তাঁর গায়ে। ভারতের প্রথম গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন বিশ্বনাথন আনন্দের। তার ৩১ বছর পর এই কৃতিত্ব অর্জন করলেন পৃথু। মাঝে আরও ৬২ জন গ্র্যান্ডমাস্টার পেয়েছে ভারত। পৃথুর জয়ে ভারত পেয়ে গেল ৬৪তম গ্র্যান্ডমাস্টার। এর পরই আনন্দ তাঁর টুইটার হ্যান্ডলে পোস্ট করেন, ‘‘শুভেচ্ছা আমাদের নতুন জিএম পৃথু গুপ্তা!” জবাবে নতুন গ্র্যান্ডমাস্টার তাঁকে শুভেচ্ছা জানাতে ভোলেননি।
পৃথু গুপ্তা লেখেন, ‘‘ধন্যবাদ আনন্দ স্যার… আপনি চিরকালই বড় প্রেরণা।”
পৃথু গুপ্তা তাঁর প্রথম জিএম নর্ম পেয়েছিলেন গতবছর জিব্রাল্টার মাস্টার্সে। সেই বছরই দ্বিতীয় মাস্টার্স নর্ম পান বিয়েল মাস্টার্সে। আর এই মাসের শুরুতে তিনি ফাইনাল নর্ম পান পর্তিসিও ওপেনে। এবং শেষ পর্যন্ত প্রয়োজনীয় এলো পয়েন্ট তুলে নিলেন এ দিনের ম্যাচ জিতে।
স্বভাবতই খুশি পৃথুর কোচ আর এক গ্র্যান্ডমাস্টার সপ্তর্ষি রায় চৌধুরী। ছোটবেলায় দিল্লিতে একটি টুর্নামেন্ট চলার সময় পৃথুর মা-র আবদার ফেলতে পারেননি। তার পর থেকে সপ্তর্ষির কোচিংয়েই এগিয়ে চলা। গত এক বছর সময়ের অভাবে পৃথুকে অতটা সময় দিতে পারেননি। সেই সময় তাঁর কোচিংয়ের দায়িত্ব তুলে নেন রক্তিম বন্দ্যোপাধ্যায়। কখনও কখনও কলকাতায় গিয়েও ক্লাস করে আসতেন পৃথু। আবার দিল্লি এসেও সাতদিনে কোচিং ক্যাম্প করিয়ে যেতেন সপ্তর্ষি, রক্তিমরা। যার ফল হাতে নাতে পেলেন ৬৪তম গ্র্যান্ডমাস্টার।
সপ্তর্ষি বলছিলেন, ‘‘খুব দ্রুত উত্থান হয়েছে ওর। ২০১৫তে আমার কাছে ও শুরু করে। আর ২০১৯-এ গ্র্যান্ডমাস্টার হয়ে গেল। প্রতিভাবাণ খুব। ওকে নিয়ে স্বপ্ন দেখাই যায়। কারন বয়সটাও অনেক কম।” এর সঙ্গে তিনি জুড়ে দেন, ‘‘ও পড়াশোনায়ও খুব ভাল। নিজের কাজের প্রতি খুব সিরিয়াস এবং খাটতে পারে। রক্তিম বন্দ্যোপাধ্যায়ের কোচিংয়ে অনেক উন্নতি করেছে ও।”
ভারতের সর্ব কনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার ডি গুকেশ। তিনি এই কৃতিত্ব অর্জন করেছিলেন ১২ বছর, সাত মাস ও ১৭ দিনে। এই বছরের জানুয়ারিতেই গ্র্যান্ডমাস্টার হন তিনি।
শ্রীলঙ্কার পরে নিউজিল্যান্ডকেও চুনকাম করে এক দিনের সিরিজ জিতেছে ভারত। আরো পড়ুন
ইনদওরের ম্যাচে ভারতের প্রথম একাদশে নেই মহম্মদ শামি। আরো পড়ুন
কাতার বিশ্বকাপের সেরা গোলরক্ষক হয়েও বিতর্কে জড়িয়ে গিয়েছে এমিলিয়ানো মার্তিনেসের নাম। আরো পড়ুন
বিশ্বকাপ (Qatar World Cup 2022) জিতেছেন। স্বপ্নপূরণ করেছেন। আরো পড়ুন
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব মিটে গিয়েছে। আরো পড়ুন
শুক্রবার বিশ্বকাপে গ্রুপের শেষ ম্যাচে ক্যামেরুনের বিরুদ্ধে নামছে ব্রাজিল। আরো পড়ুন
কাতার বিশ্বকাপের দশম দিনে শুরু হল গ্রুপ পর্বের শেষ রাউন্ডের খেলা। আরো পড়ুন
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নেতৃত্ব ছেড়েছিলেন বিরাট কোহলি। আরো পড়ুন
এক দিনের সিরিজের প্রথম ম্যাচে কেন উইলিয়ামসনদের বিরুদ্ধে ৭ উইকেটে হারলেন শিখর ধাওয়ানরা। আরো পড়ুন