সব রকমের ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেললেন অম্বাতি রায়ডু। বুধবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এক কর্তা এমনটাই জানিয়েছেন। ৩৩ বছরের অন্ধ্রপ্রদেশের এই ব্যাটসম্যানকে একটা সময় মনে করা হত ভারতের চার নম্বর ব্যাটসম্যানের জায়গায়। কিন্তু বিশ্বকাপের ১৫ জনের দলে তাঁকে রাখা হয়নি। এর পর শিখর ধাওয়ান ও বিজয় শঙ্কর চোট পেয়ে ছিটকে যাঈওয়ার পরও তাঁর ডাক আসেনি। বিসিসিআই-এর সেই কর্তা জানিয়েছেন, অম্বাতি রায়ডু অফিশিয়ালি চিঠি দিয়ে বোর্ডকে তাঁর সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এখনও সরকারিভাবে তার ঘোষণা হয়নি। রায়ডুর হতাশা আরও বেড়ে যায় যখন একটিও ওডিআই না খেলা মায়াঙ্ক আগরওয়ালকে দলে নেওয়া হয় বিজয় শঙ্করের জায়গা।
ভারতেরক হয়ে অম্বাতি রায়ডু ৫৫টি একদিনের ম্যাচ খেলেছেন। ৪৭.০৫ গড় নিয়ে ১৬৯৪ রান এসেছে তাঁর ব্যাট থেকে। তবে কখনও দেশের হয়ে টেস্ট খেলেননি তিনি। কিন্তু বিশ্বকাপের আগে ভীষনভাবে উঠে এসেছিল তাঁর নাম। স্বয়ং বিরাট কোহলিই তাঁদে বিশেষজ্ঞ চার নম্বর হিসেবে তাঁর পছন্দের কথা জানিয়েছিলেন। কিন্তু বিজয় শঙ্কররের জন্য রায়ডু লড়াইয়ে পিছনে পড়ে যান। শেষ পর্যন্ত যে ক’টা ম্যাচ বিজয় শঙ্কর খেলেছেন তাতে তেমন কিছুই করতে পারেননি।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রায়ডু ১৪৭টি ম্যাচে ৩৩০০ রান করেছেন, গড় ২৮.৭। ১৮টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর দখলে। সর্বোচ্চ রান ১০০। খেলেছেন চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে। দেশের হয়ে টি২০তে ছয় ম্যাচে ৪২ রান করেছেন তিনি।
অম্বাতি রায়ডুকে বাদ দিয়ে বিজয় শঙ্করকে নেওয়ার বিষয়ে নির্বাচক প্রধান এমএসকে প্রসাদ জানিয়েছিলেন, বিজয় শঙ্করের ‘থ্রি ডাইমেনশন স্কিল’এর জন্যই তাঁকে দলে রা খা হয়েছে। এর পর সোশ্যাল মিডিয়ায় তা নিয়েও মজাও হয়েছে। রায়ডুই টুইটে লিখেছিলেন, বিশ্বকাপ দেখার জন্য থ্রিডি গ্লাস অর্ডার করেছেন।”
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য দল ঘোষণা করল BCCI। আরো পড়ুন
মঙ্গলবার বিশ্বকাপের সম্ভাব্য দিন জানা গিয়েছে। আরো পড়ুন
আইএসএল জয়ী মোহনবাগান দলকে সংবর্ধনা জানাতে বাগান তাঁবুতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো পড়ুন
অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে বাকি দুই টেস্টে তাঁর খেলার কথা ছিল। আরো পড়ুন
এক জন প্রথম খেলোয়াড় হিসাবে টেনিসে ২২টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। আরো পড়ুন
প্রয়াত তুলসীদাস বলরাম। ভারতের প্রাক্তন এই ফুটবলারের বয়স হয়েছিল ৮৬ বছর। আরো পড়ুন
দলে ছিলেন না লিয়োনেল মেসি, কিলিয়ান এমবাপে। আরো পড়ুন
দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে রোহিত শর্মা। আরো পড়ুন