আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপে ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জিতলেন ভারতীয় শুটার সরবজ্যোৎ সিং। বৃহস্পতিবার জার্মানির সুলে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি। এটা এই প্রতিযোগিতায় ভারতের নবম সোনা। ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টের পুরুষ ও মহিলা উভয় ক্ষেত্রেই পদক জিতল ভারত। বুধবার ওই ইভেন্টে মহিলা বিভাগে রুপো জিতেছেন ১৪ বছরের ঈশা সিংহ। সাতদিনের প্রতিযোগিতার ষষ্ঠ দিনের শেষে ভারত পদক তালিকার শীর্ষে। ন’টি সোনা, ন’টি রুপো ও চারটি ব্রোঞ্জ জিতেছে ভারত। সব মিলিয়ে ২২টি পদক। ভারতের খুব কাছেই রয়েছে চিন। সাতটি করে সোনা ও রুপো ও ছ’টি ব্রোঞ্জ মিলিয়ে চিন পেয়েছে ২০টি পদক।
এবছরের গোড়াতেই সরবজ্যোৎ একই ইভেন্টে তাইওয়ানে অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়নশিপেও সোনা জিতেছিলেন। একমাত্র ভারতীয় হিসেবে তিনি ফাইনালে কোয়ালিফাই করেন ৫৭৫ স্কোর করে। কোয়ালিফিকেশন রাউন্ডে তিনি পঞ্চম হয়েছিলেন।
আট জন ফাইনালে উঠেছিলেন। তাঁদের অন্যতম ১৭ বছরের সরবজ্যোৎ-এর শুরুটা খুব ভাল হয়নি। প্রাথমিক ভাবে তিনি তৃতীয় ও চতুর্থ স্থানে থাকছিলেন। সপ্তম শট থেকে তিনি কর্তৃত্ব দেখানো শুরু করেন। ফাইনাল ছিল ২৪ শটের।
তাঁর চিনা প্রতিপক্ষ তাঁকে ভালই বেগ দিয়েছেন। তিনি উনিশ নম্বর শট মাঝারি দেওয়ায় (৮.৪) ব্যবধান কমে আসে।
কিন্তু শেষ পর্যন্ত সর্বজ্যোৎই শেষ হাসি হাসেন। প্রায় দুই পয়েন্টের ফারাক রেখে তিনি শীর্ষে শেষ করে সোনা নিশ্চিত করেন। চিন জেতে রুপো ও ব্রোঞ্জ।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য দল ঘোষণা করল BCCI। আরো পড়ুন
মঙ্গলবার বিশ্বকাপের সম্ভাব্য দিন জানা গিয়েছে। আরো পড়ুন
আইএসএল জয়ী মোহনবাগান দলকে সংবর্ধনা জানাতে বাগান তাঁবুতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো পড়ুন
অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে বাকি দুই টেস্টে তাঁর খেলার কথা ছিল। আরো পড়ুন
এক জন প্রথম খেলোয়াড় হিসাবে টেনিসে ২২টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। আরো পড়ুন
প্রয়াত তুলসীদাস বলরাম। ভারতের প্রাক্তন এই ফুটবলারের বয়স হয়েছিল ৮৬ বছর। আরো পড়ুন
দলে ছিলেন না লিয়োনেল মেসি, কিলিয়ান এমবাপে। আরো পড়ুন
দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে রোহিত শর্মা। আরো পড়ুন