রুদ্ধশ্বাস উইম্বলডন ফাইনালের সাক্ষী থাকল টেনিস দুনিয়া। নোভাক জকোভিচ ও রজার ফেডেরার হাড্ডাহাড্ডি লড়াই প্রত্যক্ষ করল তারা। শেষ পর্যন্ত জয়লাভ করলেন জকোভিচ। জকোভিচ প্রথম সেট ৭-৬ জেতার পরে দ্বিতীয় সেটে দারুণ প্রত্যাবর্তন করেন ফেডেরার। ১-৬ ফলাফলে হারেন জকোভিচ। পরেরটাতেই অবশ্য তিনি ৭-৬ জেতেন। কিন্তু ফেডেরার আবার পরের সেটটি জিতে নেন। ৪-৬ হারেন জকোভিচ। খেলার প্রথম চারটি সেট এভাবে দু’জনের মধ্যে ভাগাভাগি হয়ে যাওয়ার পরে খেলা গড়ায় পঞ্চম সেটে।
সেখানেও কেউ কাউকে একচুল জমি ছাড়তে নারাজ ছিলেন। ফাইনাল সেটের প্রথম গেম জকোভিচ জিতলেও পরের গেমটি জিতে ১-১ করেন ফেডেরার। জকোভিচ জেতেন পরেরটি। ফেডারার আবার ২-২ করেন। এভাবে শেষ পর্যন্ত ৫-৫ হলে জকোভিচ পরের গেম জিতে এগিয়ে যান। তখনও ভাবা যায়নি খেলা কতদূর যেতে চলেছে। হারতে নারাজ দুই পক্ষই লড়ে চলেন। শেষ পর্যন্ত ১৩-১২ (৭-৩) জিতে নেন ফাইনাল।
পুরনো প্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালকে হারিয়ে দ্বাদশ বারের জন্য উইম্বলডনের ফাইনালে উঠেছিলেন রজার ফেডেরার। সেই সেমিফাইনালেও উপভোগ্য লড়াই হয়। তবে শেষ সেট পর্যন্ত খেলা গড়ায়নি। এত বেশি বয়সে গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে উঠে নজির গড়েছেন ফেডেরার। তাঁর থেকে থেকে বেশি বয়সে ফাইনাল খেলেছেন কেন রোজওয়েল। তিনি ১৯৭৪ সালে ৩৯ বছর বয়সে উইম্বলডন ও ইউএস ওপেন ফাইনালে খেলেছিলেন।
আটবারের উইম্বলডন চ্যাম্পিয়ন ৩৭ বছরের ফেডেরার সেমিফাইনালে জিতেছিলেন ৭-৬ (৭/৩), ১-৬, ৬-৩, ৬-৪ ফলাফলে। এটাই ছিল নাদালের সঙ্গে তাঁর ৪০তম সাক্ষাৎ।
এদিকে নোভাক জকোভিচ ষষ্ঠবারের জন্য উইম্বলডন ফাইনালে উঠেছিলেন ২৩ তম বাছাই স্পেনের রবার্তো বাতিস্তা আগুটকে হারিয়ে। এটি ছিল তাঁর ২৫তম গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল। তিনি এর আগে চারবার খেতাব জিতেছিলেন এখান থেকে।
রবিবারের আগে পর্যন্ত দু’জনের মোলাকাতে জকোভিচ এগিয়ে ছিলেন ২৫-২২ ফলাফলে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য দল ঘোষণা করল BCCI। আরো পড়ুন
মঙ্গলবার বিশ্বকাপের সম্ভাব্য দিন জানা গিয়েছে। আরো পড়ুন
আইএসএল জয়ী মোহনবাগান দলকে সংবর্ধনা জানাতে বাগান তাঁবুতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো পড়ুন
অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে বাকি দুই টেস্টে তাঁর খেলার কথা ছিল। আরো পড়ুন
এক জন প্রথম খেলোয়াড় হিসাবে টেনিসে ২২টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। আরো পড়ুন
প্রয়াত তুলসীদাস বলরাম। ভারতের প্রাক্তন এই ফুটবলারের বয়স হয়েছিল ৮৬ বছর। আরো পড়ুন
দলে ছিলেন না লিয়োনেল মেসি, কিলিয়ান এমবাপে। আরো পড়ুন
দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে রোহিত শর্মা। আরো পড়ুন