রুদ্ধশ্বাস উইম্বলডন ফাইনালের সাক্ষী থাকল টেনিস দুনিয়া। নোভাক জকোভিচ ও রজার ফেডেরার হাড্ডাহাড্ডি লড়াই প্রত্যক্ষ করল তারা। শেষ পর্যন্ত জয়লাভ করলেন জকোভিচ। জকোভিচ প্রথম সেট ৭-৬ জেতার পরে দ্বিতীয় সেটে দারুণ প্রত্যাবর্তন করেন ফেডেরার। ১-৬ ফলাফলে হারেন জকোভিচ। পরেরটাতেই অবশ্য তিনি ৭-৬ জেতেন। কিন্তু ফেডেরার আবার পরের সেটটি জিতে নেন। ৪-৬ হারেন জকোভিচ। খেলার প্রথম চারটি সেট এভাবে দু’জনের মধ্যে ভাগাভাগি হয়ে যাওয়ার পরে খেলা গড়ায় পঞ্চম সেটে।
সেখানেও কেউ কাউকে একচুল জমি ছাড়তে নারাজ ছিলেন। ফাইনাল সেটের প্রথম গেম জকোভিচ জিতলেও পরের গেমটি জিতে ১-১ করেন ফেডেরার। জকোভিচ জেতেন পরেরটি। ফেডারার আবার ২-২ করেন। এভাবে শেষ পর্যন্ত ৫-৫ হলে জকোভিচ পরের গেম জিতে এগিয়ে যান। তখনও ভাবা যায়নি খেলা কতদূর যেতে চলেছে। হারতে নারাজ দুই পক্ষই লড়ে চলেন। শেষ পর্যন্ত ১৩-১২ (৭-৩) জিতে নেন ফাইনাল।
পুরনো প্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালকে হারিয়ে দ্বাদশ বারের জন্য উইম্বলডনের ফাইনালে উঠেছিলেন রজার ফেডেরার। সেই সেমিফাইনালেও উপভোগ্য লড়াই হয়। তবে শেষ সেট পর্যন্ত খেলা গড়ায়নি। এত বেশি বয়সে গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে উঠে নজির গড়েছেন ফেডেরার। তাঁর থেকে থেকে বেশি বয়সে ফাইনাল খেলেছেন কেন রোজওয়েল। তিনি ১৯৭৪ সালে ৩৯ বছর বয়সে উইম্বলডন ও ইউএস ওপেন ফাইনালে খেলেছিলেন।
আটবারের উইম্বলডন চ্যাম্পিয়ন ৩৭ বছরের ফেডেরার সেমিফাইনালে জিতেছিলেন ৭-৬ (৭/৩), ১-৬, ৬-৩, ৬-৪ ফলাফলে। এটাই ছিল নাদালের সঙ্গে তাঁর ৪০তম সাক্ষাৎ।
এদিকে নোভাক জকোভিচ ষষ্ঠবারের জন্য উইম্বলডন ফাইনালে উঠেছিলেন ২৩ তম বাছাই স্পেনের রবার্তো বাতিস্তা আগুটকে হারিয়ে। এটি ছিল তাঁর ২৫তম গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল। তিনি এর আগে চারবার খেতাব জিতেছিলেন এখান থেকে।
রবিবারের আগে পর্যন্ত দু’জনের মোলাকাতে জকোভিচ এগিয়ে ছিলেন ২৫-২২ ফলাফলে।
শ্রীলঙ্কার পরে নিউজিল্যান্ডকেও চুনকাম করে এক দিনের সিরিজ জিতেছে ভারত। আরো পড়ুন
ইনদওরের ম্যাচে ভারতের প্রথম একাদশে নেই মহম্মদ শামি। আরো পড়ুন
কাতার বিশ্বকাপের সেরা গোলরক্ষক হয়েও বিতর্কে জড়িয়ে গিয়েছে এমিলিয়ানো মার্তিনেসের নাম। আরো পড়ুন
বিশ্বকাপ (Qatar World Cup 2022) জিতেছেন। স্বপ্নপূরণ করেছেন। আরো পড়ুন
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব মিটে গিয়েছে। আরো পড়ুন
শুক্রবার বিশ্বকাপে গ্রুপের শেষ ম্যাচে ক্যামেরুনের বিরুদ্ধে নামছে ব্রাজিল। আরো পড়ুন
কাতার বিশ্বকাপের দশম দিনে শুরু হল গ্রুপ পর্বের শেষ রাউন্ডের খেলা। আরো পড়ুন
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নেতৃত্ব ছেড়েছিলেন বিরাট কোহলি। আরো পড়ুন
এক দিনের সিরিজের প্রথম ম্যাচে কেন উইলিয়ামসনদের বিরুদ্ধে ৭ উইকেটে হারলেন শিখর ধাওয়ানরা। আরো পড়ুন