উইম্বলডনের ফাইনালে রজার ফেডেরার । পুরনো প্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালকে হারিয়ে দ্বাদশ বারের জন্য উইম্বলডনের ফাইনালে উঠলেন তিনি। ২০০৮ সালে উইম্বলডন ফাইনালে তাঁদের দু’জনের লড়াই আজও টেনিসপ্রেমীদের স্মৃতিতে দীপ্যমান। ১১ বছর আবার অল ইংল্যান্ড ক্লাবের প্রতিযোগিতায় মুখোমুখি হলেন তাঁরা। তবে এবার সেমিফাইনাল। আর সেই লড়াইতে শেষ হাসি হাসলেন ফেডেরারই। আটবারের উইম্বলডন চ্যাম্পিয়ন ৩৭ বছরের ফেডেরার জিতলেন ৭-৬ (৭/৩), ১-৬, ৬-৩, ৬-৪ ফলাফলে। এটাই ছিল নাদালের সঙ্গে তাঁর ৪০তম সাক্ষাৎ। কেরিয়ারের ৩১ গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে তাঁর প্রতিদ্বন্দ্বী নোভাক জকোভিচ। জকোভিচ ষষ্ঠবারের জন্য উইম্বলডন ফাইনালে উঠলেন ২৩তম বাছাই স্পেনের রবার্তো বাতিস্তা আগুটকে ৬-২, ৪-৬, ৯-৩, ৬-২ ফলাফলে। এটি তাঁর ২৫তম গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল। তিনি চারবার খেতাব জিতেছেন এখান থেকে।
এত বেশি বয়সে গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে উঠে নজির গড়লেন ফেডেরার। এর থেকে বেশি বয়সে ফাইনাল খেলেছেন কেন রোজওয়েল। তিনি ১৯৭৪ সালে ৩৯ বছর বয়সে উইম্বলডন ও ইউএস ওপেন ফাইনালে খেলেছিলেন।
শুক্রবারের সেমিফাইনাল ২০০৮-এর ফাইনালের মতো অতটা রুদ্ধশ্বাস না হলেও ফেডেরারকে পাঁচটি ম্যাচ পয়েন্ট পেয়ে তবেই জয় নিশ্চিত করতে হল। রোলা গাঁরোয় নাদাল একতরফা ভাবে ফেডেরারকে হারিয়েছিলেন। ফরাসি ওপেনের সেমিফাইনালের এক মাসের মধ্যেই মধুর প্রতিশোধ নিলেন ফেডেরার।
তবে ফাইনালে লড়াইটা কঠিন হবে তাতে নিঃসন্দেহ ক্রীড়াপ্রেমীরা। আত্মবিশ্বাসী ফেডেরারের সঙ্গে জকোভিচের লড়াই উপভোগ্য হতে চলেছে। জকোভিচ এবার অস্ট্রেলিয়ান ও ইউএস ওপেন জিতেছেন। বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম খেতাব জয়ের জন্য তিনিও যে রবিবার মরিয়া হয়ে কোর্টে নামবেন তা বলাই বাহুল্য।
শীর্ষ বাছাই জকোভিচ জানিয়েছেন, ‘‘এটা আমার জন্য একটা দারুণ প্রতিযোগিতা এবং আরও একটা ফাইনালে ওঠাটা স্বপ্নপূরণের মতো।”
সেমিফাইনালে লড়াইটা খুব কঠিন ছিল জানিয়েছেন তিনি। প্রতিদ্বন্দ্বী রবার্তো ভালই বেগ দিয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘‘তৃতীয় সেটের প্রথম চার-পাঁচটা গেম খুবই ক্লোজ হয়েছিল। যে কোনওদিকেই যেতে পারত, তবে সৌভাগ্যবশত আমার দিকে এসেছে।” প্রথম সেটে অবশ্য অনায়াসে জেতেন জকোভিচ। তখন অনেকেই মনে করেছিলেন, ম্যাচটা হয়তো হেলাফেলায় জিতে নেবেন তিনি। কিন্তু ক্রমে লড়াইটা কঠিন করেন রবার্তো। যদিও শেষ পর্যন্ত শেষ হাসি হেসেছেন জকোভিচ।
মঙ্গলবার বিশ্বকাপের সম্ভাব্য দিন জানা গিয়েছে। আরো পড়ুন
আইএসএল জয়ী মোহনবাগান দলকে সংবর্ধনা জানাতে বাগান তাঁবুতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো পড়ুন
অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে বাকি দুই টেস্টে তাঁর খেলার কথা ছিল। আরো পড়ুন
এক জন প্রথম খেলোয়াড় হিসাবে টেনিসে ২২টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। আরো পড়ুন
প্রয়াত তুলসীদাস বলরাম। ভারতের প্রাক্তন এই ফুটবলারের বয়স হয়েছিল ৮৬ বছর। আরো পড়ুন
দলে ছিলেন না লিয়োনেল মেসি, কিলিয়ান এমবাপে। আরো পড়ুন
দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে রোহিত শর্মা। আরো পড়ুন
তাঁর ব্যাটের উপর ভর করেই, গতবার বর্ডার-গাভাসকর ট্রফি (Border-Gavaskar Trophy) জিতেছিল টিম ইন্ডিয়া (Team India)। আরো পড়ুন
রঞ্জি ট্রফির সেমিফাইনালে বাংলা। গত বার এখান থেকেই বিদায় নিতে হয়েছিল মনোজ তিওয়ারিদের। আরো পড়ুন
শ্রীলঙ্কার পরে নিউজিল্যান্ডকেও চুনকাম করে এক দিনের সিরিজ জিতেছে ভারত। আরো পড়ুন