২০১৯ বিশ্বকাপে (সর্বোচ্চ রান রয়েছে তাঁরই দখলে। তাঁকে বাদ দিয়ে বিশেষ সেরা ব্যাটসম্যানের তালিকা যে সম্পূর্ণ হবে না তা স্বাভাবিক। তাই তাঁকে মাথায় রেখেই পাঁচ সেরা বিশেষ ব্যাটসম্যান বেছে নিল আইসিসি । মঙ্গলবার সেই তালিকা প্রকাশ করল তারা। বিশ্বকাপের মতো শোপিস ইভেন্টে ন’ইনিংসে রোহিত শর্মার ব্যাট থেকে আসে ৬৪৮ রান। তার মধ্যে রয়েছে পাঁচটি সেঞ্চুরি। যেটা বিশ্বকাপের ইতিহাসে একটি রেকর্ড। এক বিশ্বকাপে কেউ পাঁচটি সেঞ্চুরি করেননি। টুর্নামেন্টে তাঁর গড় ৮১। কিন্তু সেমিফাইনালের নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হয় ভারতকে। যে ম্যাচে ব্যাট হাতে রান পাননি রোহিত।
আইসিসির টুইটার হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করা হল ক্যাপশন দিয়ে। যেখানে লেখা, ‘‘এই পাঁচ ব্যাটসম্যান ২০১৯ বিশ্বকাপের সব থেকে স্পেশ্যাল।”
রোহিত শর্মা ছাড়াও এই তালিকায় রয়েছেন, অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। যিনি বিশ্বকাপ শেষ করেছেন রোহিত শর্মার থেকে এক রান পিছিয়ে থেকে। এ ছাড়া করেছেন শাকিব আল হাসান, কেন উইলিয়ামসন ও জো রুট।
বল বিকৃতি কাণ্ডে জরিয়ে পড়া ওয়ার্নার এক বছরের নির্বাসন কাটিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন আইপিএল-এই। আর সেটাই ধরে রাখলেন বিশ্বকাপেও। ভারতের মতই ফাইনালে যাওয়া হয়নি অস্ট্রেলিয়ার। সেমিফাইনালেই ইংল্যান্ডের কাছে হেরে যেতে হয়েছে। ১০ ইনিংসে ওয়ার্নারের রান ৬৪৭, গড় ৭১.৮৯।
এর পর রয়েছেন বাংলাদেশের শাকিব আল হাসান। ২০১৯ বিশ্বকাপ তাঁর সেরা পারফর্মেন্স ছিল। তাঁর ব্যাটের উপর নির্ভর করেই এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ। লিগ পর্বে ভারতের কাছে হেরে বিদায় হয়ে যায় তাদের। শেষ করেন ৮৬.৫৭ গড় নিয়ে। আট ইনিংস ৬০৬ রান করে তিনিই তৃতীয় সর্বোচ্চ রানের অধিকারী।
6️⃣4️⃣8️⃣ 🏏 @ImRo45
6️⃣4️⃣7️⃣ 🏏 @davidwarner31
6️⃣0️⃣6️⃣ 🏏 @Sah75official
5️⃣7️⃣8️⃣ 🏏 Kane Williamson
5️⃣5️⃣6️⃣ 🏏 @root66
These five batsmen were pretty special at #CWC19 pic.twitter.com/vSt5A95sfg— Cricket World Cup (@cricketworldcup) July 16, 2019
এর পর রয়েছেন কেন উইলিয়ামসন, নিউজিল্যান্ড অধিনায়ক। যাঁর নেতৃত্বে দল পৌঁছে গিয়েছিল বিশ্বকাপের ফাইনালে। ন’ইনিংসে তিনি করেন ৫৭৮ রান, গড় ৮২.৫৭।
জো রুট এই বিশ্বকাপেও তাঁর ব্যাটিং ক্ষমতার প্রমান দিয়েছেন। ১১ ইনিংসে তিনি ৫৫৬ রান করেছেন যার গড় ৬১.৭৮। ইংল্যান্ডের ফাইনালে ওঠার পিছনেও বড় ভঊমিকা রেখেছেন তিনি।
তাঁর ব্যাটের উপর ভর করেই, গতবার বর্ডার-গাভাসকর ট্রফি (Border-Gavaskar Trophy) জিতেছিল টিম ইন্ডিয়া (Team India)। আরো পড়ুন
রঞ্জি ট্রফির সেমিফাইনালে বাংলা। গত বার এখান থেকেই বিদায় নিতে হয়েছিল মনোজ তিওয়ারিদের। আরো পড়ুন
শ্রীলঙ্কার পরে নিউজিল্যান্ডকেও চুনকাম করে এক দিনের সিরিজ জিতেছে ভারত। আরো পড়ুন
ইনদওরের ম্যাচে ভারতের প্রথম একাদশে নেই মহম্মদ শামি। আরো পড়ুন
কাতার বিশ্বকাপের সেরা গোলরক্ষক হয়েও বিতর্কে জড়িয়ে গিয়েছে এমিলিয়ানো মার্তিনেসের নাম। আরো পড়ুন
বিশ্বকাপ (Qatar World Cup 2022) জিতেছেন। স্বপ্নপূরণ করেছেন। আরো পড়ুন
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব মিটে গিয়েছে। আরো পড়ুন
শুক্রবার বিশ্বকাপে গ্রুপের শেষ ম্যাচে ক্যামেরুনের বিরুদ্ধে নামছে ব্রাজিল। আরো পড়ুন
কাতার বিশ্বকাপের দশম দিনে শুরু হল গ্রুপ পর্বের শেষ রাউন্ডের খেলা। আরো পড়ুন