শনিবার হেডিংলেতে ওয়ার্ল্ড কাপ ২০১৯-এর লিগ স্টেজ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পেতে বিশেষ কসরৎ করতে হল না ভারতকে। লঙ্কাবাহিনীর বিরুদ্ধে ৭ উইকেটে জয় হাসিল করায় মোট ৯টি ম্যাচে ১৫ পয়েন্ট সংগ্রহ করে টেবিল শীর্ষে পৌঁছে যায় ভারত।অন্যদিকে, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০ রানে হেরে যাওয়ায় আগে টেবিল শীর্ষে থাকলেও নেমে আসে দ্বিতীয় স্থানে। ১২ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে ইংল্যান্ড, পাশাপাশি ১১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানটিতে রয়েছে নিউজিল্যান্ড। মঙ্গলবার ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্রাফোর্ডে প্রথম সেমিফাইনালে ভারত মুখোমুখি হতে চলেছে চতুর্থ স্থানে থাকা নিউজিল্যান্ডের।অন্যদিকে আগামী বৃহস্পতিবার,বার্মিংহামের এজবাস্টনে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। আগামী রবিবার লর্ডসে হবে ওয়ার্ল্ড ট্রফির ফাইনাল।
প্রথম খেলোয়াড় হিসাবে একটি ওয়ার্ল্ড ট্রফিতে এককভাবে ৫টি শতরান করার কৃতিত্ব অর্জন করেন ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা, তাঁর দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদেই শ্রীলঙ্কার বিরুদ্ধে শনিবার অত্যন্ত সহজেই ৭ উইকেটে জয় অর্জন করে ভারত।লঙ্কাবাহিনীর দেওয়া ২৬৫ রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র ৪৩.৩ ওভারেই ম্যাচ পকেটে পুরে নেয় ভারত। প্রারম্ভিক ব্যাটসম্যান রোহিত শর্মা করেন ৯৪ বলে ১০৩ রান।গ্রুপে একটি ম্যাচ বাতিল ও একটি ম্যাচে হেরে যাওয়া ভারত ৭টি ম্যাচ জিতে টেবিল শীর্ষে থেকে চলে যায় সেমিফাইনালে।লোকেশ রাহুলের সঙ্গে জুটি বেঁধে প্রথম উইকেটে ১৮৯ রান তুলে খেলায় চালকের আসনে বসে পড়ে টিম ইন্ডিয়া। শনিবারের ম্যাচে ভারতীয় দলের মধ্যে সর্বোচ্চ রান ১১১ করেন কে এল রাহুল।
কাসুন রাজিথার বল বাউন্ডারিতে পাঠিয়ে নিজের পঞ্চম শতরান করার সঙ্গে সঙ্গেই ম্যান অফ দ্য ম্যাচ রোহিত শর্মা ভেঙে দেন ২০১৫তে ৪টি শতরান করা শ্রীলঙ্কার ক্রিকেটার কুমার সাঙ্গাকারার রেকর্ড। নিজের শতরানে পৌঁছতে রোহিত শর্মা নেন ৯২ টি বল, তার মধ্যে ১৪টি চার ও দুটো ৬ হাঁকান তিনি।
অন্যদিকে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে,৬ উইকেটের বিনিময়ে ৩২৫ রান করা ফাফ ডুপ্লেসির দল হোল্ডারদের ৩১৫ রানের মধ্যেই মুড়িয়ে দিতে সমর্থ হয়।ওল্ড ট্রাফোর্ডে দক্ষিণ আফ্রিকার কাছে অস্ট্রেলিয়ার এই হার তাঁদের টুর্নামেন্টের টেবিলের শীর্ষ স্থান থেকে দ্বিতীয়তে নেমে আসতে বাধ্য করে।
শ্রীলঙ্কার পরে নিউজিল্যান্ডকেও চুনকাম করে এক দিনের সিরিজ জিতেছে ভারত। আরো পড়ুন
ইনদওরের ম্যাচে ভারতের প্রথম একাদশে নেই মহম্মদ শামি। আরো পড়ুন
কাতার বিশ্বকাপের সেরা গোলরক্ষক হয়েও বিতর্কে জড়িয়ে গিয়েছে এমিলিয়ানো মার্তিনেসের নাম। আরো পড়ুন
বিশ্বকাপ (Qatar World Cup 2022) জিতেছেন। স্বপ্নপূরণ করেছেন। আরো পড়ুন
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব মিটে গিয়েছে। আরো পড়ুন
শুক্রবার বিশ্বকাপে গ্রুপের শেষ ম্যাচে ক্যামেরুনের বিরুদ্ধে নামছে ব্রাজিল। আরো পড়ুন
কাতার বিশ্বকাপের দশম দিনে শুরু হল গ্রুপ পর্বের শেষ রাউন্ডের খেলা। আরো পড়ুন
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নেতৃত্ব ছেড়েছিলেন বিরাট কোহলি। আরো পড়ুন
এক দিনের সিরিজের প্রথম ম্যাচে কেন উইলিয়ামসনদের বিরুদ্ধে ৭ উইকেটে হারলেন শিখর ধাওয়ানরা। আরো পড়ুন