নিউজিল্যান্ড ও ইংল্যান্ড তাদের প্রথম বিশ্বকাপের লক্ষ্যে নামছে রবিবার। ভেন্যু লন্ডনের লর্ডস। এই বিশ্বকাপে আবহাওয়া বার বার সমস্যায় ফেলেছে দলগুলিকে। বাতিল হয়েছে চারটি লিগ পর্বের ম্যাচ। প্রথম সেমিফাইনালে ভারত ও নিউজিল্যান্ড ম্যাচ নির্ধারিত দিনে শুরু হয়ে শেষ হয় রিজার্ভ ডে-তে। যে কারণে সব দলকে প্রতিপক্ষের থেকে বেশি ভাবাচ্ছে ইংল্যান্ডের আবহাওয়া। যদিও রবিবার লন্ডনের আবহাওয়ার পূর্বাভাস বলছে এক দিনেই পুরো ম্যাচ শেষ করা যাবে। অ্যাকুওয়েদারের পূর্বাভাস অনুযায়ী, ম্যাচের যা সময়সীম তার মধ্যে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। যদিও ভারতীয় সময় সকাল ন’টা থেকে রাত ন’টা পর্যন্ত লন্ডনের আকাশ মেঘলা থাকবে।
রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত আকাশ পুরো পরিষ্কার থাকবে বলেই মনে করা হচ্ছে।
রবিবার বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনাই নেই। তাপমাত্রা ২১ থেকে ২৩ ডিগ্রির মধ্যে থাকববে।
ভারত-নিউজিল্যান্ড ম্যাচ যেমন বৃষ্টিতে প্রভাবিত হয়েছিল তেমনটা দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচে হয়নি। কোনও প্রাকৃতিক দূর্যোগের মুখে পড়তে হয়নি তাদের। যদিও যার শেষ ভাল তার সব ভাল। আর সেই ইঙ্গিতই ফাইনাল ডে-তে দিচ্ছে লন্ডনের আবহাওয়ার পূর্বাভাস।
২০১৯ বিশ্বকাপের লিগ পর্বে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছিল। যেখানে নিউজিল্যান্ডকে হারের মুখ দেখতে হয়েছিল।
হাতে আর তিন মাসও সময় বাকি নেই। আরো পড়ুন
ভারোত্তোলনে অল্পের জন্য সোনা জিততে পারেননি সঙ্কেত সরগর। আরো পড়ুন
বাংলার প্রথম মহিলা সাইক্লিস্ট হয়ে কমনওয়েলথ গেমসে অভিষেক স্মরণীয় হল না ত্রিয়াশা পালের। আরো পড়ুন
লিয়েন্ডার পেজকে সম্মান দিতে চলেছে ইস্টবেঙ্গল ক্লাব। আরো পড়ুন
শুক্রবার ভোরে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছেন নীরজ চোপড়া। আরো পড়ুন
১৪ বছর হয়ে গেল তিনি খেলা ছেড়ে শিক্ষক। সেই শিক্ষক পুল্লেলা গোপীচন্দের আর একটু উত্তরণ হল। আরো পড়ুন
ইংল্যান্ডের বিরুদ্ধেও ব্যর্থ বিরাট কোহলী। পঞ্চম টেস্টের দু’ইনিংস মিলিয়ে ৩১, দু’টি টি-টোয়েন্টি ম্যাচে ১২, দু’টি এক দিনের ম্যাচে ৩৩ রান করেছেন তিনি। আরো পড়ুন
কমনওয়েলথ গেমসের আগে নিজেকে তৈরি করে নেওয়ার অভিযানের প্রথম ধাপে সফল হলেন পি ভি সিন্ধু। আরো পড়ুন
অস্ট্রেলিয়া ক্রিকেট দল এখন খেলছে শ্রীলঙ্কায়। আরো পড়ুন