মঙ্গলবার ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি ভারত এবং নিউজিল্যান্ড। দু’বার বিশ্বজয়ী ভারত কিউইদের হারিয়ে রবিবারের ফাইনালে উঠতে পারবে কিনা আপাতত সেদিকেই তাকিয়ে ভারতের ক্রিকেট ভক্তরা। গ্রুপ পর্যায়ে একটি মাত্র ম্যাচে হেরে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করেছে ভারত। ব্যাটিং অর্ডারের চার নম্বরে কে নামবে তা নিয়ে গোটা প্রতিযোগিতায় নানা কথা উঠেছে। মিডল অর্ডারও খুব ভাল খেলছে না। সমালোচনায় পড়তে হয়েছে ধোনির ব্যাটিংকেও। তবুও ২০১৫ বিশ্বকাপের রানার্স আপদের হারাতে মরিয়া কোহলি বাহিনী। নিউজিল্যান্ডের অবস্থা বেশ অস্থির। প্রথম দিকে তারা টানা জিতছিল। কিন্তু গ্রুপ পর্বের শেষে এসে সমস্যায় পড়তে হয়েছে তাদের। পাকিস্তান ও তাদের পয়েন্ট সমান থাকলেও নেট রানরেটে তাদের পিছনে ফেলে শেষ চারে উঠেছে তারা।
গ্রুপ পর্যায়ে ভারত ও নিউজিল্যান্ডের ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গিয়েছিল। এবারের বিশ্বকাপে ইংল্যান্ড ছাড়া আর কোনও দল ভারতকে হারাতে পারেনি। স্বাভাবিক ভাবেই মঙ্গলবারের ম্যাচে কোহলিদেরই ফেভারিট ধরা হচ্ছে।
ওপেনার রোহিত শর্মা প্রথম ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে পাঁচটি শতরান করেছেন। শনিবার হেডিংলেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১০৩ রানের ইনিংসটি খেলে ওই রেকর্ড গড়েন তিনি। এদিকে যশপ্রীত বুমরাহ দুর্দান্ত বল করে বোলিংকে নেতৃত্ব দিচ্ছেন।
নিউজিল্যান্ডের বোলিংও জমজমাট। বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্ট ও চোট সারিয়ে ফেরা লকি ফার্গুসন যদি ভারতের প্রথম তিন ব্যাটসম্যানকে দ্রুত আউট করে দেন, তাহলে কোহলিরা যে গভীর সমস্যায় পড়বেন বলাই বাহুল্য।
ভারত একটি ম্যাচে হারলেও নিউজিল্যান্ড পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কাছে হেরেছে। তবে তাদের অধিনায়ক কেন উইলিয়ামসন চমৎকার ফর্মে রয়েছেন। তিনি দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শতরান করে ম্যাচ জেতান।
কিন্তু তাদের টপ অর্ডার বারবার ব্যর্থ হয়েছে। পাওয়ার প্লে-তে ২৩.৩৮ গড়ে ১৩টি উইকেট খুইয়েছে তারা। উইলিয়ামসনের করা ৪৮১ রান এবারের বিশ্বকাপে তাঁদের দলের মোট রানের ২৯ শতাংশ।
দল:
ভারত: লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), ঋষভ পন্থ, মহেন্দ্র সিংহ ধোনি (উইকেট রক্ষক), দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি, যশপ্রীত বুমরাহ, যুজবেন্দ্র চাহাল, রবীন্দ্র জাদেজা, কেদার যাদব, কুলদীপ যাদব, মায়াঙ্ক আগরওয়াল।
নিউজিল্যান্ড: মার্টিন গাপ্টিল, কলিন মুনরো, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, টম লাথাম (উইকেট রক্ষক), জেমস নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল সান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট, হেনরি নিকোলাস, টিম সাউদি, টম ব্লান্ডেল, ইশ সোধি।
তাঁর ব্যাটের উপর ভর করেই, গতবার বর্ডার-গাভাসকর ট্রফি (Border-Gavaskar Trophy) জিতেছিল টিম ইন্ডিয়া (Team India)। আরো পড়ুন
রঞ্জি ট্রফির সেমিফাইনালে বাংলা। গত বার এখান থেকেই বিদায় নিতে হয়েছিল মনোজ তিওয়ারিদের। আরো পড়ুন
শ্রীলঙ্কার পরে নিউজিল্যান্ডকেও চুনকাম করে এক দিনের সিরিজ জিতেছে ভারত। আরো পড়ুন
ইনদওরের ম্যাচে ভারতের প্রথম একাদশে নেই মহম্মদ শামি। আরো পড়ুন
কাতার বিশ্বকাপের সেরা গোলরক্ষক হয়েও বিতর্কে জড়িয়ে গিয়েছে এমিলিয়ানো মার্তিনেসের নাম। আরো পড়ুন
বিশ্বকাপ (Qatar World Cup 2022) জিতেছেন। স্বপ্নপূরণ করেছেন। আরো পড়ুন
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব মিটে গিয়েছে। আরো পড়ুন
শুক্রবার বিশ্বকাপে গ্রুপের শেষ ম্যাচে ক্যামেরুনের বিরুদ্ধে নামছে ব্রাজিল। আরো পড়ুন
কাতার বিশ্বকাপের দশম দিনে শুরু হল গ্রুপ পর্বের শেষ রাউন্ডের খেলা। আরো পড়ুন