বুধবার ম্যানচেস্টারে নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ সেমিফাইনাল থেকে ছিটকে যেতে হয়েছে ভারতীয় ক্রিকেট দলকে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে দু’দিনে ম্যাচ শেষ হয়েছে। সেখানেই ১৮ রানে ম্যাচ হেরে যেতে হয় ভারতক। এই হার ভারতীয় দল ও টিম ম্যানেজমেন্টকে নানা প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। বিশ্বকাপের সঙ্গেই হেড কোচ রবি শাস্ত্রী চুক্তি শেষ হওয়ার কথা থাকলেও তাঁর চুক্তি ৪৫ দিন বাড়ানো হয়েছে। যা খবর তাতে সব থেকে বেশি চাপের মুখে রয়েছে ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের একটা অংশ মনে করছেন তাঁর আরও ভাল কাজ করা উচিৎ ছিল। তার পরই সমস্যা বেড়েছে বাঙ্গারের।
গোটা বিশ্বকাপে ভারতের বোলিং ইউনিট খুবই ভাল পারফর্ম করেছে। যেখানে অবশ্যই কৃতিত্ব দেওয়া হচ্ছে বোলিং কোচ ভরত অরুণকে। গত দেড় বছরে ভারতীয় বোলিং সাফল্যের তুঙ্গে রয়েছে তাঁর কোচিংয়ে। দলের ফিল্ডিং আর শ্রীধরের হাত ধরে অনেক উন্নতি করেছে বলেও মনে করা হচ্ছে। কিন্তু এই একই প্রশংসা ব্যাটিংয়ের পক্ষে করা যাচ্ছে না। ভারত বিশ্বকাপ শেষ হয়ে গেলেও সঠিক চার নম্বর ব্যাটসম্যান খুঁজে পায়নি। এর থেকে বড় ব্যর্থতা আর কিছু হতে পারে না।
আইএএনএসকে বিসিসিআই-ওর এক শীর্ষ কর্তা জানিয়েছেন, বার বার মিডল অর্ডারে পরিবর্তন দলকে সমস্যায় ফেলেছে। শুধু বিশ্বকাপে নয়, গত কয়েকটি মরসুম ধরেই একই সমস্যা রয়েছে। কিমন্তু বাঙ্গার সেই সমস্যার সমাধান করতে পারেননি। যার প্রভাব চূড়ান্তভাবে পড়েছে ভারতের খেলায় সঙ্গে কোচের উপরও। যেমন সঞ্জয় বাঙ্গার জানিয়েছিলেন বিজয় শঙ্কর ফিট হয়ে গিয়েছেন। তার পর দিনই তিনি বিশ্বকাপ থেকে ছিটকে যান।
সেই কর্তা বলেন, ‘‘টানা একটা লনাই চলছে। আমরা প্লেয়ারদের প্রতি পুরো সমর্থন রেখেছিলাম। পুরো টুর্নামেন্টেই ওরা ভাল খেলেছে। অফিসে একটা খারাপ দিন ছিল এটা (নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল)। তবে গোটা টুর্নামেন্টে সাপোর্ট স্টাফদের প্রভাব, তাঁদের সিদ্ধান্ত নিয়ে বিচার করেই ভবিষ্যৎ নির্ধারিত হবে।
এটা বিসিসিআইকে ভাবাচ্ছে, যখন বাঙ্গারের মনতো সাপোর্ট স্টাফ ভারতের সংবাদ মাধ্যমকে জানাচ্ছেন দলের সকলেই খেলার জন্য তৈরি ঠিক তার পরের সকালেই শঙ্কর ছিটকে যাচ্ছে চোটের জন্য। ট্যুরের শুরুতেই চোট পেয়েছিলেন তিনি। কোথাও দলের মধ্যের বিষয়টি গোছানো ছিল না। সাপোর্ট স্টাফদের পারফর্মেন্স নিয়ে যখন কথা হবে তখন এগুলোই বেরিয়ে আসবে।
এর মধ্যেই উঠে এসেছে সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায় ও ভিভিএস লক্ষ্মণকে নিয়ে তৈরি ক্রিকেট উপদেষ্টা কমিটিকে ঠুটো জগন্নাথ করে রাখার প্রসঙ্গ। নাম না করে অনেক ভারতীয় ক্রিকেট দলের একাধিক বর্তমান ক্রিকেটার জানিয়েছেন তাঁরা ব্যাক্তিগতভাবে প্রাক্তনদের সাহায়্য নিয়েছেন নিজেদের খেলা ঠিক করার জন্য। যেখানে একটা উপদেষ্টা কমিটি ছিল।
সেই কর্তা বলেন, ‘‘যেই টিম ম্যানেজারের সঙ্গে দেখা করেছেন বা কথা বলেছেন তারা সকলেই হতাশ হয়েছেন তার ব্যবহারে। তার বন্ধুদের জন্য টিকিট জোগার করা ছিল তার প্রাথমিক দায়িত্ব। তার পর সে ভারতীয় দলের ম্যানেজার ছিল।” মরসুমের শুরুতে অস্ট্রেলিয়া সিরিজেও একই ম্যানেজার ছিলেন দলে সঙ্গে। তাঁর ব্যবহার নিয়ে তখনও প্রশ্ন উঠেছিল। তাহলে বিশ্বকাপের মতো ইভেন্টে তাঁকেই কেন ম্যানেজার করে পাঠানোর হল? এই প্রশ্নও উঠছে।
সেই সময় ম্যানেজারের ব্যবহার নিয়ে অভিযোগ জানিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়ার ক্যাটারিং সার্ভিসের অপারেশন ম্যানেজাপ অ্যাডাম ফ্রেজার। ৪৫ দিন কোচিং স্টাফের চুক্তি বাড়ানো হয়েছে। তার পর সিদ্ধান্ত হবে এই গ্রুপকেই রেখে দেওয়া হবে কিনা।
হাতে আর তিন মাসও সময় বাকি নেই। আরো পড়ুন
ভারোত্তোলনে অল্পের জন্য সোনা জিততে পারেননি সঙ্কেত সরগর। আরো পড়ুন
বাংলার প্রথম মহিলা সাইক্লিস্ট হয়ে কমনওয়েলথ গেমসে অভিষেক স্মরণীয় হল না ত্রিয়াশা পালের। আরো পড়ুন
লিয়েন্ডার পেজকে সম্মান দিতে চলেছে ইস্টবেঙ্গল ক্লাব। আরো পড়ুন
শুক্রবার ভোরে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছেন নীরজ চোপড়া। আরো পড়ুন
১৪ বছর হয়ে গেল তিনি খেলা ছেড়ে শিক্ষক। সেই শিক্ষক পুল্লেলা গোপীচন্দের আর একটু উত্তরণ হল। আরো পড়ুন
ইংল্যান্ডের বিরুদ্ধেও ব্যর্থ বিরাট কোহলী। পঞ্চম টেস্টের দু’ইনিংস মিলিয়ে ৩১, দু’টি টি-টোয়েন্টি ম্যাচে ১২, দু’টি এক দিনের ম্যাচে ৩৩ রান করেছেন তিনি। আরো পড়ুন
কমনওয়েলথ গেমসের আগে নিজেকে তৈরি করে নেওয়ার অভিযানের প্রথম ধাপে সফল হলেন পি ভি সিন্ধু। আরো পড়ুন
অস্ট্রেলিয়া ক্রিকেট দল এখন খেলছে শ্রীলঙ্কায়। আরো পড়ুন