২০১৯ বিশ্বকাপের স্বপ্ন শেষ ভারতের । সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে ১৮ রানে হেরে গেল কোহলি বাহিনী। বুধবার ম্যাঞ্চেস্টার সাক্ষী থাকল ভারতের বিশ্বকাপ অভিযানের পরিসমাপ্তির। লিগ পর্বে সবার উপরে শেষ করা ভারত এদিন ২৪০ রান তাড়া করতে ব্যর্থ হল। মেঘলা আবহাওয়ায় কিউই বোলাররা ছিটকে দিল ভারতকে। ভারত অধিনায়ক বিরাট কোহলি ম্যাচের শেষে সাক্ষাৎকার দিতে গিয়ে জানালেন, ভারতীয় খেলোয়াড়দের খারাপ শট নির্বাচনে তিনি হতাশ। তাঁর মতে ‘‘৪৫ মিনিটের খারাপ ক্রিকেট আপনাকে ছিটকে” দিলে সেটা মেনে নেওয়া কঠিন। কোহলি বলেন, ‘‘এটা সব সময়ই খারাপ ব্যাপার যখন আপনি গোটা প্রতিযোগিতায় ভাল খেললেন, অথচ ৪৫ মিনিটের খারাপ ক্রিকেট আপনাকে ছিটকে দিল। নিউজিল্যান্ড এর যোগ্য, ওরা আমাদের আরও চাপের মধ্যে ফেলে দিল।”
‘‘সেই সঙ্গে আমার মনে হয়, আমাদের শট নির্বাচন আরও ভাল হতে পারত। নাহলে আমরা অত্যন্ত ভাল ক্রিকেট খেলেছি।” একথা জানিয়ে কোহলি বলেন, ‘‘পুরো প্রতিযোগিতা জুড়ে আমরা যেমন লড়াই করেছি, তার জন্য সত্যিই গর্বিত। আমি বলেই ছিলাম, নকআউটে যে কেউ জিততে পারে। নিউজিল্যান্ড বেশি আত্মস্থ ছিল। সমস্ত ফ্যানদের ধন্যবাদ, ধন্যবাদ বিপুল সংখ্যায় আসার জন্য।”
শুরুতেই টপ অর্ডার ধ্বসে যাওয়ার পরে লড়াই চালিয়ে যান রবীন্দ্র জাদেজা। জাদেজার প্রশংসা করে ভারত অধিনায়ক কিউই বোলারদের দুরন্ত বোলিংয়ের প্রশংসাও করেন।
"Disappointed, but have to be proud of the way we played" – @imVkohli #TeamIndia #CWC19 #INDvNZ pic.twitter.com/DXgc4nCDWY
— BCCI (@BCCI) July 10, 2019
তিনি বলেন, ‘‘নিউজিল্যান্ডের বোলারদের কৃতিত্ব দিতে হবে। ওরা সত্যিই নতুন বলে ভাল করেছে এবং সঠিক জায়গায় বল ফেলেছে। আমি মনে করি, ওরা নিজেদের প্রতিভার প্রদর্শন করেছে দারুণ ভাবে। জাদেজাও দু’টো ম্যাচ খুব ভাল খেলল। ওর আজকের পারফরম্যান্স খুবই সদর্থক ছিল।”
মঙ্গলবার খেলা হলেও সেদিন বৃষ্টিতে পুরো খেলা সম্ভব হয়নি। তবে বুধবার আর বৃষ্টির জন্য কোনও সমস্যা হয়নি। পুরো খেলা হয়। ভারত ১৮ রানে ম্যাচ হেরে যায়।
বিশ্বকাপের পরে ভারতের খেলা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। ক্যারিবিয়ানদের সঙ্গে টি২০, একদিনের আন্তর্জাতিক ম্যাচ ও টেস্ট সিরিজ খেলবেন কোহলিরা।
শ্রীলঙ্কার পরে নিউজিল্যান্ডকেও চুনকাম করে এক দিনের সিরিজ জিতেছে ভারত। আরো পড়ুন
ইনদওরের ম্যাচে ভারতের প্রথম একাদশে নেই মহম্মদ শামি। আরো পড়ুন
কাতার বিশ্বকাপের সেরা গোলরক্ষক হয়েও বিতর্কে জড়িয়ে গিয়েছে এমিলিয়ানো মার্তিনেসের নাম। আরো পড়ুন
বিশ্বকাপ (Qatar World Cup 2022) জিতেছেন। স্বপ্নপূরণ করেছেন। আরো পড়ুন
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব মিটে গিয়েছে। আরো পড়ুন
শুক্রবার বিশ্বকাপে গ্রুপের শেষ ম্যাচে ক্যামেরুনের বিরুদ্ধে নামছে ব্রাজিল। আরো পড়ুন
কাতার বিশ্বকাপের দশম দিনে শুরু হল গ্রুপ পর্বের শেষ রাউন্ডের খেলা। আরো পড়ুন
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নেতৃত্ব ছেড়েছিলেন বিরাট কোহলি। আরো পড়ুন
এক দিনের সিরিজের প্রথম ম্যাচে কেন উইলিয়ামসনদের বিরুদ্ধে ৭ উইকেটে হারলেন শিখর ধাওয়ানরা। আরো পড়ুন