বৃষ্টিতে ম্যানচেস্টারে ২০১৯ বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল মঙ্গলবার শেষ করা যায়নি। নক-আউটের প্রথম ম্যাচেই বাধা পেতে হয়েছে। যদিও এ বার রিজার্ভ ডে রাখা ছিল। যে কারণে ম্যাচ গড়ায় পরের দিন। যেখানে শেষ হয়েছি সেখান থেকেই শুরু হয়েছিল ম্যাচ। বিশেষজ্ঞদের মত ছিল, এর থেকে সুবিধে পাবে ভারত। কিন্তু হল উল্টোটাই। যে ভারতীয় দল ব্যাট হাতে বাজি মাত করেছে বিশ্বকাপের মঞ্চে তারাই রীতিমতো নাস্তানাবুদ হল নিউজিল্যান্ড বোলিংয়ের কাছে। আরও একবার বেরিয়ে এল ভারতের মিডল অর্ডারের দুর্দশার চিত্র। ৪৬.১ ওভারে ২১১-৫-এ প্রথম দিন থেমেছিল নিউজিল্যান্ড। হাতে ছিল আর ৩.৫ ওভার। কিন্তু তার মধ্যেই তিন উইকেট হারিয়ে ফেলে তারা। উইকেট যে আর ব্যাটিংয়ের উপযুক্ত ছিল না তা বোঝা গেল ভারতের অবস্থা দেখেও। কিন্তু তাঁর মধ্যেই দুরন্ত লড়াই দিলেন রবীন্দ্র জাডেজা ও এমএস ধোনি। কিন্তু শেষ পর্যন্ত তা কাজে লাগল না। ১৮ রানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে নিল বিশ্বকাপের অন্যতম দাবিদার ভারত।
মঙ্গলবার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল নিউজিল্যান্ড। বুধবার নিউজিল্যান্ড যখন থামল তখন ৫০ ওভারে ২৩৯-৮। যা এই বিশ্বকাপের সাম্প্রতি ইতিহাস দেখলে একবাক্যে বলা যায় কম রান। নিউজিল্যান্ডের দুই ওপেনার মার্টিন গাপ্তিল ১ ও হেনরি নিকোলস ২৮ রান করে আউট হওয়ার পর নিউজিল্যান্ড ব্যাটিংয়ের হাল ধরেন কেন উইলিয়ামসন ও রস টেলর। উইলিয়ামসন ৬৭ রানে আউট হয়ে যান মঙ্গলবারই। এর পর জেমস নিশাম ১২ ও কলিন ডে গ্র্যান্ডহোম ১৬ রান করে ফিরে যান। মঙ্গলবার ক্রিজে থেকে শেষ করেন রস টেলর ও টম লাথাম।
বুধবার দিনের শুরুতেই ৭৪ রান করে আউট হয়ে যান রস টেলর। ম্যাচ হেনরি ফেরে ১ রানে। শেষ ৩.৫ ওভারে তিন উইকেট পড়ে নিউজিল্যান্ডের। ভারতের হয়ে তিনটি উইকেট নেন ভুবনেশ্বর কুমার। একটি করে উইকেট যশপ্রীত বুমরা, হার্দিক পাণ্ড্যে, রবীন্দ্র জাডেজা ও যুজবেন্দ্র চাহালের। রান আউট হন রস টেলর।
জবাবে ব্যাট করতে নেমে রীতিমতো বেকায়দায় পড়ে যায় ভারত। ভারতের সেরা তিন রোহিত শর্মা, লোকেশ রাহুল ও বিরাট কোহলি ফিরে যান দ্রুত। সবার নামের পাশে লেখা হয় এক করে রান। ৩.১ ওভারে ভারত এসে দাঁড়ায় ৫-৩-এ। দীনেশ কার্তিকও তথৈবচ। এই পরিস্থিতিতে যখন মিডল অর্ডারের হাল ধরার সুযোগ তখন তিনি আউট হয়ে যান ৬ রান করে।
ঋষভ পন্থ ও হার্দিক পাণ্ড্যে কিছুটা চেষ্টা করেন। যদিও সেটা যথেষ্ট ছিল না। কারন দু’জনেই আউট হন ৩২ রান করে। এ বার সবার নজর ছিল এমএস ধোনির দিকেই। সঙ্গে তখন রবীন্দ্র জাডেজা। দু’জনে বড় শট নেন কিছু। ৩৩ ওভারে নিশামকে ছক্কাও হাঁকান রবীন্দ্র জাডেজা। আর অষ্টম উইকেটের পার্টনারশিপ ভারতকে শেষ পর্যন্ত ভরসা দেয়।
একদিনে উইকেট ধরে রাখেন ধোনি আর অন্য দিকে, ভারতের রানকে এগিয়ে নিয়ে যান জাডেজা। যে জাডেজা প্রথম দিকে খেলারই সুযোগ পাননি। এই নিয়ে বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচ খেললেন তিনি। ৫৯ বলে ৭৭ রান করে আউট হলেন জাডেজা। হাফ সেঞ্চুরি করে রান আউট হয়ে গেলেন এমএস ধোনি। কোনও রান না করেই আউট ভুবনেশ্বর। পাঁচ রানে আউট হলেন চাহাল। ৪৯.৩ ওভারে ২২১ রানে শেষ হয়ে গেল ভারত।
নিউজিল্যান্ডের হয়ে তিন উইকেট নেন ম্যাট হেনরি. দুই উইকেট মিচেল সাঁতনার ও ট্রেন্ট বোল্টের। এক উইকেট নেন লকি ফার্গুসন ও জেমস নিশাম।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য দল ঘোষণা করল BCCI। আরো পড়ুন
মঙ্গলবার বিশ্বকাপের সম্ভাব্য দিন জানা গিয়েছে। আরো পড়ুন
আইএসএল জয়ী মোহনবাগান দলকে সংবর্ধনা জানাতে বাগান তাঁবুতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো পড়ুন
অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে বাকি দুই টেস্টে তাঁর খেলার কথা ছিল। আরো পড়ুন
এক জন প্রথম খেলোয়াড় হিসাবে টেনিসে ২২টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। আরো পড়ুন
প্রয়াত তুলসীদাস বলরাম। ভারতের প্রাক্তন এই ফুটবলারের বয়স হয়েছিল ৮৬ বছর। আরো পড়ুন
দলে ছিলেন না লিয়োনেল মেসি, কিলিয়ান এমবাপে। আরো পড়ুন
দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে রোহিত শর্মা। আরো পড়ুন