বর্তমানে প্রতিদিন ঘটছে একাধিক প্রতারণার ঘটছে। প্রায় রোজ এমনই অভিযোগ করছেন ব্যাঙ্ক গ্রাহকরা। তা থেকে বাঁচতে ব্যাঙ্কের তরফে নিয়মিত সচেতনতামূলক প্রচার চালানো হয়। প্রতারণার ঘটনা কমানো গেলেও পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি।
ব্যাঙ্ক প্রতারণা আটকাতে একাধিক বিষয় নিয়ে সচেতন থাকার জন্য বলা হয়। তারমধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল PIN নম্বর পরিবর্তন। বিশেষজ্ঞদের কথা অনুযায়ী, 15 দিন বা এক মাস অন্তর অন্তর ATM পরিবর্তন করা দরকার। এর ফলে টাকা চুরি হওয়ার সম্ভাবনা অনেক কমানো সম্ভব।
এবার থেকে বাড়িতে বসেই ATM পিন চেঞ্জ করতে পারবেন। তারজন্য বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে। অনলাইন SBI এর মাধ্যমে ATM PIN নম্বর চেঞ্জ করতে পারবেন। তার জন্য কী পদ্ধতি? জানুন সেই পদ্ধতি-
1.প্রথমে Online SBI এর ওয়েবসাইটে ঢুকতে হবে। নিজের লগইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে নিজের প্রোফাইলে ঢুকতে হবে। ওয়েব অ্যাড্রেসটি হল – onlinesbi.com
2. সেখান থেকে ATM কার্ড সার্ভিস অপশন অপশনে ঢুকতে হবে।
3. এরপর সেখানে দেখা যাবে ATM PIN জেনারেশন অপশন। সেখানে ক্লিক করতে হবে।
4. এরপর একটি ড্রপ ডাউন মেনু খুলে যাবে। এবং বেশ কয়েকটি অপশনের পাশাপাশি Using Profile Password অপশন সিলেক্ট করতে হবে। সেখানে নিজের প্রোফাইলের পাসওয়ার্ড দিতে হবে।
5. এরপর ওই প্রোফাইলের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরে একটি OTP পৌঁছে যাবে। সেই OTP কোড Online SBI প্রোফাইলের সাবমিট করতে হবে।
6. এরপর ATM PIN নম্বর পরিবর্তন করার জন্য একটি অপশন দেওয়া হবে। সেখানে নতুন ATM পিন নম্বরটি দিয়ে সাবমিট করতে হবে।
এছাড়াও IVR এর মাধ্যমেও SBI-এর PIN চেঞ্জ করা সম্ভব। কীভাবে করবেন? জানুন-
1. এরজন্য প্রথমে 1800 425 3800 অথবা 1800 1122 11 নম্বরে ফোন করুন।
2. এরপর IVR অনুযায়ী 16 ডিজিটের ATM কার্ড নম্বরটি সাবমিট করতে হবে।
3. সঙ্গে সঙ্গে রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি OTP আসবে। এবং সেটি সাবমিট করতে হবে।
4. যদি OTP সঠিক হয়, তাহলে নতুন ATM PIN সাবমিট করুন।
এবিষয়ে কোনও মতামত জানান এই প্রতিবেদনের নীচে। এবং এই সংক্রান্ত আরও খবরের জন্য এই সময়-এর ফেসবুক পেজ লাইক করুন।
আবগারি নীতিতে একগুচ্ছ বদল আনল মধ্যপ্রদেশের বিজেপি সরকার। আরো পড়ুন
বিধানসভায় পেশ হল রাজ্যের বাজেট। এই বাজেট কর্মসংস্থানমুখী বলে মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো পড়ুন
আবার রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। আরো পড়ুন
চলতি আর্থিক বছরে রেলের রাজস্ব থেকে আয় বাড়ল। আরো পড়ুন
তিন দিন পরেই শুরু হচ্ছে বছরের শেষ ডিসেম্বর মাস। আরো পড়ুন
অবশেষে কিছুটা নিয়ন্ত্রণে এল পাইকারি বাজারে মূল্যবৃদ্ধি। আরো পড়ুন
ভারতীয় সেনার জন্য ভারতে তৈরি রকেট লঞ্চার পিনাকা এ বার কিনতে চাইছে বাইরের দেশগুলিও। আরো পড়ুন
আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে সপ্তমী থেকে শহরে হতে পারে বৃষ্টি। আরো পড়ুন