আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে সপ্তমী থেকে শহরে হতে পারে বৃষ্টি। তাই চতুর্থী থেকেই মণ্ডপে মণ্ডপে ভিড়ের ঢল। সেই ভিড়ের দৌলতেই প্রায় আড়াই বছর পর ১ কোটি টাকারও বেশি টিকিট বিক্রি হল মেট্রোয়। বৃহস্পতিবার, চতুর্থীতে ৭ লক্ষ ১০ হাজার ৫২১ জন যাত্রী যাতায়াত করেছেন কলকাতা মেট্রো (উত্তর-দক্ষিণ)-য়। এক দিনে এত সংখ্যক যাত্রী গত আঢ়াই বছরে মেট্রোয় ব্যবহার করেননি।
মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার টিকিট বিক্রি থেকে আয় হয়েছে ১ কোটি ৬ লক্ষ ৮১ হাজার ৩৭৮ টাকা। সব থেকে বেশি টিকিট বিক্রি হয়েছে দমদমে। ওই স্টেশন থেকে ৮৮ হাজার ৬৮৭ জন যাত্রী মেট্রোয় উঠেছেন। তার পরেই রয়েছে এসপ্ল্যানেড। ওই স্টেশন থেকে ৫২ হাজার ১২৭ জন যাত্রী মেট্রোয় উঠেছেন। অন্য দিকে ইস্ট ওয়েস্ট মেট্রোয় বৃহস্পতিবার যাত্রী হয়েছে ৪২ হাজার ৮৬৬ জন।
মহালয়া থেকেই কলকাতা-সহ রাজ্যের বেশির ভাগ বড় পুজোর উদ্বোধন হয়ে গিয়েছে। তা দেখতেই মণ্ডপে মণ্ডপে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। দর্শনার্থীদের কথা ভেবে মেট্রোর সময়সীমায় হেরফের হয়েছে। পঞ্চমী ও ষষ্ঠী অর্থাৎ শুক্র ও শনিবার কবি সুভাষ থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টায়। দমদম থেকে সকালে প্রথম মেট্রো ছাড়বে ৮টায়। দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টা ১০ মিনিটে। পঞ্চমী ও ষষ্ঠী কবি সুভাষ ও দমদম থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৫০ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৩৮ মিনিটে।
সপ্তমী থেকে দশমী কবি সুভাষ, দমদম ও দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো ছাড়বে দুপুর ১টায়। সপ্তমী থেকে নবমী সারা রাত চলবে নর্থ-সাউথ মেট্রো। কবি সুভাষ ও দমদম থেকে শেষ মেট্রো ছাড়বে ভোর ৪টের সময়। দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো ছাড়বে ভোর ৩টে ৪৮ মিনিটে। দশমীতে যদিও দমদম ও কবি সুভাষ থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ১০টায়। দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪৮ মিনিটে।
Photo- Latesly
আবগারি নীতিতে একগুচ্ছ বদল আনল মধ্যপ্রদেশের বিজেপি সরকার। আরো পড়ুন
বিধানসভায় পেশ হল রাজ্যের বাজেট। এই বাজেট কর্মসংস্থানমুখী বলে মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো পড়ুন
আবার রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। আরো পড়ুন
চলতি আর্থিক বছরে রেলের রাজস্ব থেকে আয় বাড়ল। আরো পড়ুন
তিন দিন পরেই শুরু হচ্ছে বছরের শেষ ডিসেম্বর মাস। আরো পড়ুন
অবশেষে কিছুটা নিয়ন্ত্রণে এল পাইকারি বাজারে মূল্যবৃদ্ধি। আরো পড়ুন
ভারতীয় সেনার জন্য ভারতে তৈরি রকেট লঞ্চার পিনাকা এ বার কিনতে চাইছে বাইরের দেশগুলিও। আরো পড়ুন
আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে সপ্তমী থেকে শহরে হতে পারে বৃষ্টি। আরো পড়ুন