রাস্তায় স্ত্রীকে ইট দিয়ে মাথা থেঁতলে খুন করে সোজা পুলিশের কাছে গিয়ে ধরা দিলেন স্বামী। বুধবার সাতসকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ি সংলগ্ন আশিঘরের পূর্ব চয়নপাড়া এলাকার। মৃতার নাম অনিতা দাস। তাঁর বয়স ৩৫ বছর।
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আশিঘর ফাঁড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে এই খুনের ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, মৃত মহিলা সাইকেল নিয়ে কাজে যাচ্ছিলেন। তাঁর পিছনে পিছনে প্রায় ছুটতে ছুটতে আসেন স্বামী অজিত দাস। আশিঘর মোড় পেরিয়ে পুর্ব চয়নপাড়ার একটি গলিতে ঢুকতেই ইট দিয়ে স্ত্রীর মাথায় সজোরে আঘাত করেন অজিত। সেখানেই লুটিয়ে পড়েন ওই মহিলা। রক্তে ভেসে যায় চারপাশ। এই দৃশ্য দেখে শিউরে ওঠেন পথচলতি এবং স্থানীয় মানুষরা।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। মহিলাকে উদ্ধার করে শিলিগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অন্য দিকে, স্ত্রীকে মারার পর অজিত নিজেই একটি ইটের টুকরো হাতে নিয়ে আশিঘর পুলিশ ফাঁড়িতে গিয়ে আত্মসমর্পণ করেন। এই তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত মানসিক ভারসাম্যহীন। মনোরোগ চিকিৎসকের কাছে তাঁর চিকিৎসা চলছে। হঠাৎ স্বামী-স্ত্রীর মধ্যে বচসা বাধে। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ।
সুভাষ ঘোষ নামে এক স্থানীয় বাসিন্দার কথায়, ‘‘সকাল সাড়ে ৯টা নাগাদ ওই মহিলার পেছনে লোকটি দৌড়ে দৌড়ে আসছিল। মহিলার কাছে কাগজ চাইছিল। কী কাগজ তা আমরা জানি না। কিন্তু মুহূর্তের মধ্যে দেখি মহিলার মাথায় ইট দিয়ে আঘাত করেছে লোকটা। তার পর সেই ইট নিয়েই দৌড়ে থানার দিকে চলে যান।’’ পরে জানা গিয়েছে, অজিত তাঁর স্ত্রীর কাছে তাঁর চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র কিংবা প্রেসক্রিপশন চাইছিলেন। পুলিশ সূত্রে খবর, মৃতার ব্যাগ থেকেই সেটা উদ্ধার হয়েছে।
Photo- nagpur Today
দেশে কোভিড আক্রান্ত ব্যক্তির সংখ্যা ১৫০০ ছাড়াল। আরো পড়ুন
পার্থ চট্টোপাধ্যায়, কুণাল ঘোষের পর পূর্বতন বাম সরকারকে একহাত নিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আরো পড়ুন
নিজেকে নির্দোষ দাবি করে জামিন চেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। আরো পড়ুন
পুরীতে গিয়ে বাঙালির হোটেল না পাওয়ার ভোগান্তি কমাতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো পড়ুন
মরিয়া চেষ্টাই সার, শেষপর্যন্ত তিহাড় জেলেই যেতে হচ্ছে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) । আরো পড়ুন
ইডি সূত্রে আগেই জানা গিয়েছিল, নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তলের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বিপুল পরিমাণ আর্থিক লেনদেন হয়েছে। আরো পড়ুন
ভারতের দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা চার মাস পরে আবার সাতশো পার করল। আরো পড়ুন
নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত হুগলির দুই তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষকে পার্টি থেকে বহিষ্কার করল তৃণমূল। আরো পড়ুন
অগ্নিবীর নিয়োগের পদ্ধতিতে এল বদল। এবার থেকে আগে অনলাইন পরীক্ষা, পরে রিক্রুটমেন্ট ব়্যালি, মেডিক্যাল টেস্ট। আরো পড়ুন