‘ভুজ:দ্য প্রাইড অফ ইন্ডিয়া’ ছবির শ্যুটিংয়ে যোগ দিতে চলেছেন অজয় দেবগণ। ইতিমধ্যেই ওই ছবির শ্যুটিং চলছে হায়দরাবাদে। ছবিতে অজয় ছাড়াও রয়েছেন সঞ্জয় দত্ত, সোনাক্ষী সিনহা।
২৫ জুন রামোজি ফিল্ম সিটিতে ছবির শ্যুটিং শুরু করেন অভিনেতা সঞ্জয় দত্ত। ইতিমধ্যেই বেশ কয়েকটি দৃশ্যে একত্রে অভিনয় করেছেন দুই অভিনেতা। সারা একটি গানের শ্যুটও। ছবিতে সঞ্জয়ের চরিত্র একজন আম আদমির। সোনাক্ষীকে দেখা যাবে সমাজসেবীর চরিত্রে। এবার ছবির শ্যুটিংয়ে যোগ দেবেন অজয় দেবগণ। পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছিলেন অভিনেতা।
বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে এই ছবি। অজয়কে দেখা যাবে একজন স্কোয়াড্রন লিডারের চরিত্রে যিনি ১৯৭১ সালে ইন্দো-পাক যুদ্ধের সময় ভুজ বিমানবন্দরের দায়িত্বে ছিলেন। তাঁর চরিত্রের নাম বিজয় কার্ণিক। হায়দরাবাদে শ্যুটিং শেষ করার পর গুজরাট উড়ে যাবেন অজয়। ছবির একটি বড় অংশের শ্যুটিং হবে সেখানে।
অজয় দেবগণ, সঞ্জয় দত্ত এবং সোনাক্ষী সিনহা ছাড়াও এই ছবিতে দেখা যাবে পরিণীতি চোপড়া, রানা ডগ্গুবটি ও অ্যামি ভির্কের মতো অভিনেতা-অভিনেত্রীদের। পরিণীতিও শীঘ্রই যোগ দেবেন শ্যুটিংয়ে। অ্যামি আসবেন সেপ্টেম্বরে।
প্রসঙ্গত, ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় ভারতীয় বায়ুসেনার স্কোয়াড্রন লিডার বিজয় কার্ণিক ৩০০ জন গ্রামের মহিলাকে নিয়ে ভেঙে পড়া একটি ভারতীয় যুদ্ধবিমান মেরামত করেছিলেন। যুদ্ধে ভারতের জয়ের পেছনে ঘটনাটি অত্যন্ত তাত্পর্যপূর্ণ। ছবিটির পরিচালনা করছেন অভিষেক দুধাইয়া।
কাশ্মীরি গালিচায় অনাবৃত রণবীর সিং। গায়ে সুতোটি নেই। হাত দিয়ে আড়াল করে রেখেছেন গোপনাঙ্গ। আরো পড়ুন
দশ দিনের লড়াইয়ের পর প্রয়াত ৮২ বছরের সংগীতশিল্পী ভূপিন্দর সিংহ। আরো পড়ুন
মাথায় কাঁচা-পাকা চুল, ন্যুড মেকআপ, প্রকাশ্যে ‘ইমারজেন্সি’র প্রথম লুক। আরো পড়ুন
বলিউড জুড়ে এখন বিয়ের মরশুম। চলতি বছরেই অনুরাগীদের দোলাচলে রেখে শেষমেশ সাতপাকে বাঁধা পড়েছিলেন ‘রণলিয়া’। আরো পড়ুন
পঞ্জাবি গায়ক ও কংগ্রেস নেতা সিধু মুসে ওয়ালা খুনের পর গাড়ির ভিতরেই উৎসব শুরু করেছিলেন দুই আততায়ী। আরো পড়ুন
২০১৬ সালে অভিনয়ে আত্মপ্রকাশ। তার পর থেকে সাফল্যের রেখা আকাশ ছুঁতে চলল রশ্মিকা মন্দান্নার। আরো পড়ুন
প্রথম যৌনতার স্বাদ কে কখন পায়, তা কি বলা যায়! আরো পড়ুন
২০০৪ সাল। বলিউডের জনপ্রিয় পরিচালকের স্ত্রী তখন অন্তঃসত্ত্বা। আরো পড়ুন