সৃজিত মুখোপাধ্যায়ের ‘গুমনামী বাবা’ ছবির জন্য গান গাইলেন বাবুল সুপ্রিয়। এই ছবির অন্যতম গুরুত্বপূর্ণ গানই নাকি গেয়েছেন বাবুল। সোশ্যাল মিডিয়ায় সেকথা জানিয়েই পোস্ট করেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। নিজের ইনস্টাগ্রাম পোস্টে বাবুলের গান গাওয়ার খবর জানানোর সঙ্গে পরিচালক তাঁর ও বাবুলের একটি ছবিও পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে সৃজিতের মাথায় বন্দুক ঠেকিয়ে রয়েছেন বাবুল সুপ্রিয়।
কিন্তু হঠাৎ কেন পরিচালকের মাথায় বন্দুক ঠেকাতে গেলেন সাংসদ, গায়ক?
না, না পরিচালক ও গায়কের মধ্যে কোনও বিবাদ নেই, আসলে পুরো বিষয়টিই ঘটেছে নেহাতই মজার ছলে। পরিচালক তাঁর এই পোস্টের মাধ্যমে জানিয়েছেন, মুখার্জি কমিশনের চোখ দিয়ে দেশের অন্যতম এক ষড়যন্ত্রের তত্ত্ব তিনি তুলে ধরবেন। বোম্বে ও এলাহবাদ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্টের বিচারপতিও ছিলেন, সেই মনোজ কুমার মুখোপাধ্যায়ের নেতৃত্বেই গঠিত হয়েছিল এই মুখার্জি কমিশন।
প্রসঙ্গত, ১৯৭০ সালে উত্তরপ্রদেশের ফৈজাবাদে ‘গুমনামী বাবা’র আবির্ভাব নিয়ে দেশে বেশ শোরগোল পড়েছিল। অনেকেই মনে করেন এই গুমনামী বাবাই নাকি ছিলেন নেতাজী সুভাষচন্দ্র বসু। অনেকেই আবার একথা কোনওভাবেই মানতে রাজি ছিলেন না। যদিও এবিষয়ে সঠিক তথ্য কারোরই ঠিক জানা নেই। এবার সেই গুমনামী বাবাই নতুন করে আলোচনা উঠে আসছেন। সৌজন্যে, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। এবার সেই গুমনামী বাবার রহস্য নিয়েই সিনেমা বানাচ্ছে সৃজিত মুখোপাধ্যায়। আর এই ছবিতে গুমনামী বাবার ভূমিকায় দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে।
তবে সৃজিতের এই ‘গুমনামী বাবা’ ছবিতে নেতাজীকেই গুমনামী বাবা হিসাবে তুলে ধরা হবে কিনা? এনিয়ে অবশ্য দর্শকদের আগ্রের সীমা নেই। যদিও এনিয়ে বিতর্কও কিছু কম হয়নি। কিছুদিন আগে নেতাজীকে ‘গুমনামী বাবা’ হিসাবে তুলে ধরার প্রসঙ্গে আপত্তি জানিয়েছিলেন খোদ নেতাজীর প্রপৌত্র চন্দ্র বসু। সে যাই হোক পরিচালক সৃজিত মুখোপাধ্যায় অবশ্য জানাচ্ছেন মুখার্জী কমিশনের তথ্যের ভিত্তিতেই তৈরি হবে এই ছবি। আগামী বছর মুক্তি পাবে এই ছবি।
কাশ্মীরি গালিচায় অনাবৃত রণবীর সিং। গায়ে সুতোটি নেই। হাত দিয়ে আড়াল করে রেখেছেন গোপনাঙ্গ। আরো পড়ুন
দশ দিনের লড়াইয়ের পর প্রয়াত ৮২ বছরের সংগীতশিল্পী ভূপিন্দর সিংহ। আরো পড়ুন
মাথায় কাঁচা-পাকা চুল, ন্যুড মেকআপ, প্রকাশ্যে ‘ইমারজেন্সি’র প্রথম লুক। আরো পড়ুন
বলিউড জুড়ে এখন বিয়ের মরশুম। চলতি বছরেই অনুরাগীদের দোলাচলে রেখে শেষমেশ সাতপাকে বাঁধা পড়েছিলেন ‘রণলিয়া’। আরো পড়ুন
পঞ্জাবি গায়ক ও কংগ্রেস নেতা সিধু মুসে ওয়ালা খুনের পর গাড়ির ভিতরেই উৎসব শুরু করেছিলেন দুই আততায়ী। আরো পড়ুন
২০১৬ সালে অভিনয়ে আত্মপ্রকাশ। তার পর থেকে সাফল্যের রেখা আকাশ ছুঁতে চলল রশ্মিকা মন্দান্নার। আরো পড়ুন
প্রথম যৌনতার স্বাদ কে কখন পায়, তা কি বলা যায়! আরো পড়ুন
২০০৪ সাল। বলিউডের জনপ্রিয় পরিচালকের স্ত্রী তখন অন্তঃসত্ত্বা। আরো পড়ুন