মুক্তি পেল জন আব্রাহাম অভিনীত ‘বাটলা হাউস’-এর ট্রেলার। বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে তৈরি এই ছবি। ২০০৮ সালের সেপ্টেম্বর মাসে ঘটে যাওয়া নয়া দিল্লির বাটলা হাউসে ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গিদের সঙ্গে দিল্লি পুলিসের এনকাউন্টার উঠে আসবে এই ছবিতে। বাটলা হাউস এনকাউন্টারে অভিযুক্ত দুজন জঙ্গি আতিফ আমিন ও মহাম্মদ সাজিদ ওই এনকাউন্টারে মারা যান। অপর দুজন জঙ্গিকে গ্রেফতার করা হয়। কিন্তু পরে তাদের মধ্যে একজন পালাতে সক্ষম হয়। এই এনকাউন্টারটি ‘অপারেশন বাটলা হাউস’ নামে পরিচিত।
‘বাটলা হাউস’ ছবিতে জন আব্রাহামকে দেখা যাবে একজন ডিসিপির সঞ্জীব কুমার যাদবের ভূমিকায়। তিনিই ২০০৮ সালে হওয়া সেই এনকাউন্টারে নেতৃত্ব দিয়েছিলেন। ট্রেলারে দেখানো হয়েছে সঞ্জীব কুমার যাদবের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠেছে খোদ পুলিস মহলে। এমনকি তাঁর স্ত্রীও তাঁকেই সন্দেহ করছেন। সঞ্জীব বারবার এনকাউন্টারটি বিশ্লেষণ করছেন। ঘটনার ঘনঘটায় ভরা ট্রেলার দর্শককে উত্তেজনায় ভরিয়ে রাখতে সক্ষম।
বাটলা হাউস জনের পঞ্চম ছবি যা দেশপ্রেমকে তুলে ধরবে। তাঁকে শেষবার দেখা গিয়েছিল একজন RAW এজেন্টের চরিত্রে। ‘পরমাণু:দ্যা স্টোরি অফ পোখরান’ ছবিতে একজন IAS অফিসারের চরিত্রে অভিনয় করেছিলেন জন। গত বছর স্বাধীনতা দিবসে তাঁর ‘সত্যমেভ জয়তে’ ছবিটি মুক্তি পায়। ‘বাটলা হাউস’ও মুক্তি পাবে চলতি বছর আগামী ১৫ আগস্ট। এই নিয়ে পর পর দুবছর স্বাধীনতা দিবসে জন আব্রাহামের ছবি মুক্তি পেল। ওই একই দিনে মুক্তি পাওয়ার কথা অক্ষয় কুমারের ‘মিশন মঙ্গল’ ও প্রভাসের ‘সাহো’র। ফলে বক্স অফিসে এই তিনটি হেভিওয়েট ছবির সংঘর্ষের সম্ভাবনা রয়েই যাচ্ছে। ‘বাটলা হাউস’-এর পরিচালনা করেছেন নিখিল আডবাণী।
কাশ্মীরি গালিচায় অনাবৃত রণবীর সিং। গায়ে সুতোটি নেই। হাত দিয়ে আড়াল করে রেখেছেন গোপনাঙ্গ। আরো পড়ুন
দশ দিনের লড়াইয়ের পর প্রয়াত ৮২ বছরের সংগীতশিল্পী ভূপিন্দর সিংহ। আরো পড়ুন
মাথায় কাঁচা-পাকা চুল, ন্যুড মেকআপ, প্রকাশ্যে ‘ইমারজেন্সি’র প্রথম লুক। আরো পড়ুন
বলিউড জুড়ে এখন বিয়ের মরশুম। চলতি বছরেই অনুরাগীদের দোলাচলে রেখে শেষমেশ সাতপাকে বাঁধা পড়েছিলেন ‘রণলিয়া’। আরো পড়ুন
পঞ্জাবি গায়ক ও কংগ্রেস নেতা সিধু মুসে ওয়ালা খুনের পর গাড়ির ভিতরেই উৎসব শুরু করেছিলেন দুই আততায়ী। আরো পড়ুন
২০১৬ সালে অভিনয়ে আত্মপ্রকাশ। তার পর থেকে সাফল্যের রেখা আকাশ ছুঁতে চলল রশ্মিকা মন্দান্নার। আরো পড়ুন
প্রথম যৌনতার স্বাদ কে কখন পায়, তা কি বলা যায়! আরো পড়ুন
২০০৪ সাল। বলিউডের জনপ্রিয় পরিচালকের স্ত্রী তখন অন্তঃসত্ত্বা। আরো পড়ুন