মুক্তি পেল জন আব্রাহাম অভিনীত ‘বাটলা হাউস’-এর ট্রেলার। বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে তৈরি এই ছবি। ২০০৮ সালের সেপ্টেম্বর মাসে ঘটে যাওয়া নয়া দিল্লির বাটলা হাউসে ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গিদের সঙ্গে দিল্লি পুলিসের এনকাউন্টার উঠে আসবে এই ছবিতে। বাটলা হাউস এনকাউন্টারে অভিযুক্ত দুজন জঙ্গি আতিফ আমিন ও মহাম্মদ সাজিদ ওই এনকাউন্টারে মারা যান। অপর দুজন জঙ্গিকে গ্রেফতার করা হয়। কিন্তু পরে তাদের মধ্যে একজন পালাতে সক্ষম হয়। এই এনকাউন্টারটি ‘অপারেশন বাটলা হাউস’ নামে পরিচিত।
‘বাটলা হাউস’ ছবিতে জন আব্রাহামকে দেখা যাবে একজন ডিসিপির সঞ্জীব কুমার যাদবের ভূমিকায়। তিনিই ২০০৮ সালে হওয়া সেই এনকাউন্টারে নেতৃত্ব দিয়েছিলেন। ট্রেলারে দেখানো হয়েছে সঞ্জীব কুমার যাদবের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠেছে খোদ পুলিস মহলে। এমনকি তাঁর স্ত্রীও তাঁকেই সন্দেহ করছেন। সঞ্জীব বারবার এনকাউন্টারটি বিশ্লেষণ করছেন। ঘটনার ঘনঘটায় ভরা ট্রেলার দর্শককে উত্তেজনায় ভরিয়ে রাখতে সক্ষম।
বাটলা হাউস জনের পঞ্চম ছবি যা দেশপ্রেমকে তুলে ধরবে। তাঁকে শেষবার দেখা গিয়েছিল একজন RAW এজেন্টের চরিত্রে। ‘পরমাণু:দ্যা স্টোরি অফ পোখরান’ ছবিতে একজন IAS অফিসারের চরিত্রে অভিনয় করেছিলেন জন। গত বছর স্বাধীনতা দিবসে তাঁর ‘সত্যমেভ জয়তে’ ছবিটি মুক্তি পায়। ‘বাটলা হাউস’ও মুক্তি পাবে চলতি বছর আগামী ১৫ আগস্ট। এই নিয়ে পর পর দুবছর স্বাধীনতা দিবসে জন আব্রাহামের ছবি মুক্তি পেল। ওই একই দিনে মুক্তি পাওয়ার কথা অক্ষয় কুমারের ‘মিশন মঙ্গল’ ও প্রভাসের ‘সাহো’র। ফলে বক্স অফিসে এই তিনটি হেভিওয়েট ছবির সংঘর্ষের সম্ভাবনা রয়েই যাচ্ছে। ‘বাটলা হাউস’-এর পরিচালনা করেছেন নিখিল আডবাণী।
একদিকে যখন ঘুম ভেঙে উঠে, চোখ কচলে শাহরুখ দর্শকে প্রেক্ষাগৃহে ছুটছে শহরবাসী, তখনই অনলাইনে ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ কিং খান-এর 'পাঠান' (Pathaan)! আরো পড়ুন
কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল একটি ছবি, যেখানে সাদা চাদর গায়ে মক্কায় দেখা গিয়েছিল শাহরুখ খানকে। আরো পড়ুন
যত বড় ভক্তই হন, যেখানে-সেখানে অমিতাভ বচ্চনের ছবি আর লাগিয়ে রাখা যাবে না। আরো পড়ুন
চূড়ান্ত ব্যস্ততা। ঝলমলে বেশে এ দিক-সে দিক ছুটে বেড়াচ্ছেন কৃতি শ্যানন। আরো পড়ুন
অবস্থা স্থিতিশীল নয় ঐন্দ্রিলা শর্মার। রক্তচাপ ওঠানামা করছে। আরো পড়ুন
এই মুহূর্তে কেরিয়ার গ্রাফ বেশ ঊর্ধ্বমুখী জাহ্নবী কাপুরের। আরো পড়ুন
দু’দিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন শঙ্কর-পত্নী সোনালি চক্রবর্তী। আরো পড়ুন
ভারতীয় ক্রিকেট বোর্ডে শেষ হয়েছে তাঁর জমানা। আরো পড়ুন
বিশ্ব জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে ‘পোন্নিয়িন সেলভান ১’। আরো পড়ুন
বক্স অফিসে খরা কাটিয়ে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির হাত ধরে খানিকটা হাঁফ ছেড়ে বেঁচেছে বলিপাড়া। আরো পড়ুন