বিজেপি থেকে বহিষ্কৃত হওয়ার পর সলমন খানের বিগ বসে ঢুকতে পারেন উত্তরাখণ্ডের বিধায়ক কুমার প্রণব সিং চ্যাম্পিয়ন। ওই অনুষ্ঠানের ত্রয়োদশ সংস্করণে সম্ভাব্য প্রতিযোগীদের নামের তালিকায় রয়েছে তাঁর নাম। তার মধ্যে রয়েছেন বিজেপির উত্তরাখণ্ডের বিধায়কও।
কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিয়ো দেখা যায়, বন্দুক হাতে নাচছেন কুমার প্রণব সিং। দল থেকে আগেই সাসপেন্ড ছিলেন। ওই ভিডিয়োর পর তাঁকে ৬ বছরের জন্য বহিষ্কার করে বিজেপি। ভিডিয়োয় দু’হাতে দুটি রিভলবার ও একটি অসল্ট রাইফেল নিয়ে নাচতে দেখা গিয়েছিল তাঁকে। সঙ্গে চলছিল মদ্যপান। নেটিজেনদের মতে, ওই ঘটনার কারণেই সলমনের অনুষ্ঠানে চমক দিতে পারেন বিধায়ক।
এর আগে এক সাংবাদিকের সঙ্গে অভদ্রতা করার অভিযোগে তিন মাসের জন্য দল থেকে সাসপেণ্ড হয়েছিলেন বিধায়ক। কিন্তু তারপরেও নিজের স্বভাব পাল্টাননি।
বিগ বস সূত্রে খবর, সম্ভাব্য প্রতিযোগীদের মধ্যে রয়েছেন, বলিউড থেকে টেলিভিশনের বেশ কিছু পরিচিত মুখ। দেখা যেতে পারে জারিন খান, চাঙ্কি পাণ্ডে, রাজপাল যাদব, অঙ্কিতা লোখাণ্ডে-সহ আরও অভিনেতা-অভিনেত্রীদের। তালিকায় রয়েছেন বাঙালি অভিনেতা তথা বাংলা বিগ বসের উপস্থাপক জিৎ, মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয় চক্রবর্তীর নামও। যদিও শোতে অংশগ্রহণের কথা এখনও স্বীকার করেননি কেউই। এর আগে তারকাদের সঙ্গে সাধারণ মানুষও অংশগ্রহণ করেছিলেন বিগ বসে। কিন্তু আসন্ন সংস্করণে শুধুমাত্র তারকাদের আনার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। চলতি বছরের সেপ্টেম্বরে শুরু হতে পারে বিগ বসের ত্রয়োদশ সংস্করণ।
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র হেনস্থার শিকার। আরো পড়ুন
এমনিতেই তারকাদের বিয়েতে নিরাপত্তার দিকে বাড়তি নজর দেওয়া হয়। আরো পড়ুন
একদিকে যখন ঘুম ভেঙে উঠে, চোখ কচলে শাহরুখ দর্শকে প্রেক্ষাগৃহে ছুটছে শহরবাসী, তখনই অনলাইনে ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ কিং খান-এর 'পাঠান' (Pathaan)! আরো পড়ুন
কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল একটি ছবি, যেখানে সাদা চাদর গায়ে মক্কায় দেখা গিয়েছিল শাহরুখ খানকে। আরো পড়ুন
যত বড় ভক্তই হন, যেখানে-সেখানে অমিতাভ বচ্চনের ছবি আর লাগিয়ে রাখা যাবে না। আরো পড়ুন
চূড়ান্ত ব্যস্ততা। ঝলমলে বেশে এ দিক-সে দিক ছুটে বেড়াচ্ছেন কৃতি শ্যানন। আরো পড়ুন
অবস্থা স্থিতিশীল নয় ঐন্দ্রিলা শর্মার। রক্তচাপ ওঠানামা করছে। আরো পড়ুন
এই মুহূর্তে কেরিয়ার গ্রাফ বেশ ঊর্ধ্বমুখী জাহ্নবী কাপুরের। আরো পড়ুন
দু’দিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন শঙ্কর-পত্নী সোনালি চক্রবর্তী। আরো পড়ুন
ভারতীয় ক্রিকেট বোর্ডে শেষ হয়েছে তাঁর জমানা। আরো পড়ুন