গোয়ার এক হোটেল মালিকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনলেন বলিউড অভিনেত্রী এষা গুপ্তা। সম্প্রতি তাঁর ট্যুইটার পেজে ওই হোটেল মালিকের বিরুদ্ধে এই অভিযোগ আনেন এষা। অভিযুক্ত ব্যক্তির নাম ও ছবিও প্রকাশ করেছেন অভিনেত্রী।
এষা গুপ্তার তাঁর ট্যুইট থেকে জানা যায় অভিযুক্ত ব্যক্তির নাম রোহিত ভিগ। তিনি গোয়ার সেন্ট রেগিস নামে একটি হোটেলের মালিক বলে জানা যাচ্ছে। এষা প্রথমে নিজের ট্যুইটার হ্যান্ডেলে লেখেন, “আমার মতো একজন মেয়ে যদি এই দেশে নিজেকে নিরাপদ মনে না করে তাহলে আমি জানিনা অন্যান্য মেয়েদের কী অবস্থা। দুজন নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও আমার মনে হচ্ছে আমাকে ধর্ষণ করা হয়েছে।”
এষার অভিযোগ রোহিত নামের ওই ব্যক্তি তাঁকে স্পর্শ করেননি, এমনকি তাঁকে কিছু বলেনও নি। কিন্তু তাঁর দৃষ্টিই যথেষ্ট ছিল এষাকে অস্বস্তিতে ফেলার জন্য। অপর একটি ট্যুইটে এষা লেখেন, “রোহিত ভিগের মতো মানুষের জন্য মেয়েরা কোথাও নিরাপদ মনে করেনা। ওর চোখের দৃষ্টিই যথেষ্ট ছিল।”
প্রসঙ্গত, এই ঘটনার আগেই মুক্তি পেয়েছে এষার নতুন ছবি ‘ওয়ান ডে: জাস্টিস ডেলিভারড’। জানা যাচ্ছে ছবি মুক্তির খুশিতেই বন্ধুদের সঙ্গে ডিনারে গিয়েছিলেন তিনি। সেখানেই নাকি এধরনের ঘটনার সম্মুখীন হতে হয় এষাকে। অভিনেত্রীর দাবি ওই ব্যক্তির ভিডিয়োও তুলে রেখেছেন তিনি। অভিনেত্রী বলেন, বেশ কয়েকবার ওই ব্যক্তিকে সতর্ক করা হলেওবলা হলেও তিনি শোনেননি। এরপরই এষার নিরাপত্তারক্ষীরা তাঁকে আড়াল করে দাঁড়ান। অনেকেই এই ঘটনায় তাঁর পাশে দাঁড়িয়েছেন। আবার নেটিজেনদের অনেকের মত প্রচার পাওয়ার জন্য এইসব করছেন অভিনেত্রী।
কাশ্মীরি গালিচায় অনাবৃত রণবীর সিং। গায়ে সুতোটি নেই। হাত দিয়ে আড়াল করে রেখেছেন গোপনাঙ্গ। আরো পড়ুন
দশ দিনের লড়াইয়ের পর প্রয়াত ৮২ বছরের সংগীতশিল্পী ভূপিন্দর সিংহ। আরো পড়ুন
মাথায় কাঁচা-পাকা চুল, ন্যুড মেকআপ, প্রকাশ্যে ‘ইমারজেন্সি’র প্রথম লুক। আরো পড়ুন
বলিউড জুড়ে এখন বিয়ের মরশুম। চলতি বছরেই অনুরাগীদের দোলাচলে রেখে শেষমেশ সাতপাকে বাঁধা পড়েছিলেন ‘রণলিয়া’। আরো পড়ুন
পঞ্জাবি গায়ক ও কংগ্রেস নেতা সিধু মুসে ওয়ালা খুনের পর গাড়ির ভিতরেই উৎসব শুরু করেছিলেন দুই আততায়ী। আরো পড়ুন
২০১৬ সালে অভিনয়ে আত্মপ্রকাশ। তার পর থেকে সাফল্যের রেখা আকাশ ছুঁতে চলল রশ্মিকা মন্দান্নার। আরো পড়ুন
প্রথম যৌনতার স্বাদ কে কখন পায়, তা কি বলা যায়! আরো পড়ুন
২০০৪ সাল। বলিউডের জনপ্রিয় পরিচালকের স্ত্রী তখন অন্তঃসত্ত্বা। আরো পড়ুন