একজন সাংবাদিকের থেকে যৌন অনুগ্রহ চাওয়ার অপরাধে ফাঁসলেন বিগ বস তেলুগু শোয়ের আয়োজকরা। হায়দ্রাবাদের ওই সাংবাদিক পুলিসের কাছে অভিযোগ দায়ের করেছেন। অভিষেক, রবিকান্ত, রঘু ও শ্যাম নামে চারজন সন্দেহভাজনের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে।
সাংবাদিকের দাবি, অনুষ্ঠানের অন্তিম পর্বে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁর কাছে যৌন অনুগ্রহ চান অভিযুক্তরা। এমনকি তাঁর শরীর নিয়েও কটুক্তি করা হয়। মার্চ মাসে আয়োজকদের পক্ষ থেকে ওই সাংবাদিকের কাছে ফোন আসে। বলা হয় বিগ বস তেলুগুর এই সিজনে নির্বাচিত হয়েছেন তিনি।
তাঁর কথাকে সমর্থন জানিয়ে পুলিসের অ্যাসিস্টেন্ট কমিশনার কে এস রাও বলেন, “গত ১৩ জুলাই একজন সাংবাদিক তথা উপস্থাপক আমাদের কাছে অভিযোগ দায়ের করেন। মার্চ মাসে তাঁকে ফোন করে বলা হয় বিগ বস তেলুগুর তৃতীয় সিজনে নির্বাচিত হয়েছেন তিনি। প্রস্তাবটি স্বীকার করে শোয়ের চারজন সদস্যের সঙ্গে দেখা করেন ওই সাংবাদিক। অভিযোগ অনুযায়ী, ওই চারজন সদস্য তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেন। তাঁকে বলা হয় তাঁদের বসকে তৃপ্ত করতে। তবেই তিনি নির্বাচিত হবেন।”
শোয়ের আয়োজকদের বিরুদ্ধে হায়দ্রাবাদের বানজারা হিলস থানায় অভিযাগ করেন ওই সাংবাদিক। ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারায় অভিযোগ দায়ের হয়। তাঁর অভিযোগ, আয়োজকদের তরফে কোনও চুক্তিপত্র দেওয়া হয়নি। উপরন্তু তাঁকে ‘বডি শেমিং’ও করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিস।
বিগ বস তেলুগুর তৃতীয় সিজনের উপস্থাপনা করছেন অভিনেতা আক্কিনেনি নাগার্জুনা। আগামী ২১ জুলাই সিজনের প্রথম পর্ব সম্প্রচারিত হওয়ার কথা। ২০১৭ সালে শুরু হয় এই রিয়েলিটি শো।
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র হেনস্থার শিকার। আরো পড়ুন
এমনিতেই তারকাদের বিয়েতে নিরাপত্তার দিকে বাড়তি নজর দেওয়া হয়। আরো পড়ুন
একদিকে যখন ঘুম ভেঙে উঠে, চোখ কচলে শাহরুখ দর্শকে প্রেক্ষাগৃহে ছুটছে শহরবাসী, তখনই অনলাইনে ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ কিং খান-এর 'পাঠান' (Pathaan)! আরো পড়ুন
কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল একটি ছবি, যেখানে সাদা চাদর গায়ে মক্কায় দেখা গিয়েছিল শাহরুখ খানকে। আরো পড়ুন
যত বড় ভক্তই হন, যেখানে-সেখানে অমিতাভ বচ্চনের ছবি আর লাগিয়ে রাখা যাবে না। আরো পড়ুন
চূড়ান্ত ব্যস্ততা। ঝলমলে বেশে এ দিক-সে দিক ছুটে বেড়াচ্ছেন কৃতি শ্যানন। আরো পড়ুন
অবস্থা স্থিতিশীল নয় ঐন্দ্রিলা শর্মার। রক্তচাপ ওঠানামা করছে। আরো পড়ুন
এই মুহূর্তে কেরিয়ার গ্রাফ বেশ ঊর্ধ্বমুখী জাহ্নবী কাপুরের। আরো পড়ুন
দু’দিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন শঙ্কর-পত্নী সোনালি চক্রবর্তী। আরো পড়ুন
ভারতীয় ক্রিকেট বোর্ডে শেষ হয়েছে তাঁর জমানা। আরো পড়ুন