শহরে একটা খুনের ঘটনা ঘটেছে। আর এই ঘটনায় আসল দোষী কে? তা জানতে নাকানি চোবানি খেতে হচ্ছে পুলিসকে। একদিকে ববি, অন্যদিকে কেশব, পুলিসের সন্দেহর তালিকায় দুজনেই রয়েছে। তবে এদের মধ্যে খুনটা ঠিক কে করেছে? সেটা বুঝতে নাজেহাল অবস্থা পুলিসের। বুধবার, মুক্তিপ্রাপ্ত ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’র ট্রেলার দুই সন্দেহভাজন ববি আর কেশবের অবতারেই ধরা দিয়েছেন কঙ্গনা রানাওয়াত আর রাজকুমার রাও।
‘জাজমেন্টাল হ্যায় কেয়া’র ট্রেলার শুরু হয়েছে কঙ্গনাকে দিয়েই। ট্রেলারের শুরুতেই ধরা পড়েছে তার পাগলামো। অন্যদিকে তারই প্রতিবেশী কেশব রূপে রাজকুমার এক্কেবারে ছাপোষা। তার জীবনযাপন এতটাই সাধারণ, যে ববির (কঙ্গনা) সন্দেহের তির কেশবের (রাজকুমার) দিকেই যায়। ববির (কঙ্গনা) ধারনা কেশবের মতো (রাজকুমার) এতটা সাধারণ, ছিমছাম বোধহয় কারোর পক্ষেই হওয়া সম্ভব নয়। কিছু তো একটা গণ্ডোগোল আছে। কেশবই (রাজকুমার) আসল দোষী একথা পুলিসের কাছে প্রমাণের জন্য উঠে পড়ে লাগে ববি। অন্যদিকে কেশব (রাজকুমার) পুলিসের কাছে জানায় ববি (কঙ্গনা) একটু পাগল টাইপের। আর সেকারণেই সে এমনটা করছে। একদিকে ববি আর অন্যদিকে কেশব। একে অপরের দিকে যুক্তি পাল্টা যুক্তিতে খুনের রহস্য সমাধানে নেমে ধাঁধায় বন্দি পুলিস। ‘জাজমেন্টাল হ্যায়’ ট্রেলার এভাবেই মজাদার ভাবে ধরা পড়েছেন কঙ্গনা ও রাজকুমার।
প্রথমে এই ছবির নাম প্রথমে অবশ্য রাখা হয়েছিল ‘মেন্টাল হ্যায় কেয়া’। তবে নামটি নিয়ে কড়া নিন্দা করেছিল ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটি’-র সদস্যরা। এমনকি CBFC (সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন) কে তাঁরা ছবির নাম পরিবর্তন করার আবেদন জানিয়ে চিঠিও লিখেছিলেন। তাঁদের দাবি ছিল, ছবির আগের নামটি মানসিক ভাবে অসুস্থ মানুষদের সেন্টিমেন্টে আঘাত করতে পারে। তাঁদের সেই আর্জিন মেনে প্রযোজক ও সেন্সর বোর্ডের মধ্যস্থতায় ছবির নতুন নাম রাখা হয়েছে ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’। ২৬ জুলাই মুক্তি পাবে কঙ্গনা-রাজকুমারের এই ছবি।
দিওয়ানা মস্তানা-র পাপ্পু পেজার কিংবা মিস্টার ইন্ডিয়ার ক্যালেন্ডার আর নেই। আরো পড়ুন
অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। আরো পড়ুন
বিবাহের পরবর্তী অনুষ্ঠানে ব্যস্ত নবদম্পতি সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণী। আরো পড়ুন
প্রেক্ষাগৃহে পাঠান মুক্তির পর পেরিয়ে গিয়েছে কয়েক সপ্তাহ। আরো পড়ুন
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র হেনস্থার শিকার। আরো পড়ুন
এমনিতেই তারকাদের বিয়েতে নিরাপত্তার দিকে বাড়তি নজর দেওয়া হয়। আরো পড়ুন
একদিকে যখন ঘুম ভেঙে উঠে, চোখ কচলে শাহরুখ দর্শকে প্রেক্ষাগৃহে ছুটছে শহরবাসী, তখনই অনলাইনে ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ কিং খান-এর 'পাঠান' (Pathaan)! আরো পড়ুন
কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল একটি ছবি, যেখানে সাদা চাদর গায়ে মক্কায় দেখা গিয়েছিল শাহরুখ খানকে। আরো পড়ুন
যত বড় ভক্তই হন, যেখানে-সেখানে অমিতাভ বচ্চনের ছবি আর লাগিয়ে রাখা যাবে না। আরো পড়ুন
চূড়ান্ত ব্যস্ততা। ঝলমলে বেশে এ দিক-সে দিক ছুটে বেড়াচ্ছেন কৃতি শ্যানন। আরো পড়ুন